Flight: দুবাইগামী উড়ানে পাখির ধাক্কা, তারপর…

TV9 Bangla Digital | Edited By: Sukla Bhattacharjee

May 25, 2023 | 8:36 PM

Indigo Flight: উড়ানের জন্য সবে রানওয়েতে ঢুকতে শুরু করেছিল। আচমকাই সজোরে পাখির ধাক্কা লাগল বিমানে। একেবারে বিমানের একটি ডানায় পাখির ধাক্কা লেগেছে।

Flight: দুবাইগামী উড়ানে পাখির ধাক্কা, তারপর...
ইন্ডিগোর বিমানে পাখির ধাক্কা।

Follow Us

ম্যাঙ্গালোর: বিমানের ভিতর তখন ১৬০ জন যাত্রী। উড়ানের জন্য সবে রানওয়েতে ঢুকতে শুরু করেছিল। আচমকাই সজোরে পাখির ধাক্কা লাগল বিমানে। একেবারে বিমানের একটি ডানায় পাখির ধাক্কা লেগেছে। ফলে আর আকাশে ওড়া হল না দুবাইগামী ইন্ডিগোর উড়ানটির (Indigo Flight)। ঝুঁকি এড়াতে রানওয়ে থেকে বিমানটি নিয়ে যাওয়া হল পার্কিং প্লটে। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে ম্যাঙ্গালুরু আন্তর্জাতিক বিমানবন্দরে (Mangaluru International Airport)। এই ঘটনার জেরে ওই বিমানের যাত্রীদের মধ্যে চাঞ্চল্য ছড়ায়। তারপর প্রায় ৩ ঘণ্টা পর ইন্ডিগোর অন্য বিমান যাত্রীদের নিয়ে দুবাই রওনা দেয়।

বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে, এদিন সকাল ৮টা ২৫ মিনিট নাগাদ ম্যাঙ্গালুরু বিমানবন্দরে ইন্ডিগোর 6E 1467 IXE-DXB উড়ানের সঙ্গে পাখির ধাক্কা লাগে। ১৬০ যাত্রী নিয়ে বিমানটি দুবাই রওনা দেওয়ার জন্য সবে রানওয়েতে ঢুকছিল। সেই সময়ই উড়ানের ডানদিকের ডানায় পাখির সজোরে ধাক্কা লাগে। পাখির ধাক্কায় বিমানের ডানার ঠিক কতটা ক্ষতি হয়েছে, তা স্পষ্ট ছিল না। তাই ঝুঁকি এড়াতে পাইলট সঙ্গে সঙ্গে এয়ার ট্রাফিক কন্ট্রোলে (ATC) খবর দেন এবং বিমানটি পার্কিং প্লটে ফিরিয়ে আনা হয়। যাত্রীরা বিমানবন্দরে প্রায় ৩ ঘণ্টা অপেক্ষা করেন। তারপর ১১টা ৫ মিনিট নাগাদ ইন্ডিগোর অন্য একটি উড়ান ওই যাত্রীদের নিয়ে দুবাই রওনা দেয়।

প্রসঙ্গত, এপ্রিলের গোড়ায় দুবাইগামী একটি বিমানে পাখির ধাক্কা লেগে আগুন ধরে গিয়েছিল। ঘটনাটি অবশ্য এদেশের নয়, নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে।

Next Article