Airlines: ইন্ডিগো থেকে এয়ার ইন্ডিয়া, আদৌ কি লাভের মুখ দেখছে বিমান সংস্থাগুলি

Dec 26, 2024 | 6:36 PM

Airlines: রিপোর্টে বলা হয়েছে, ২০২৪-এর জানুয়ারি থেকে নভেম্বর মাসের মধ্যে বিমানে যাত্রা করেছেন মোট ১৪৬৪ লক্ষ মানুষ। গত বছর এই সময়ে যাত্রী সংখ্যা ছিল ১৩৮২.৩৪ লক্ষ। অর্থাৎ এক বছরে বৃদ্ধি পেয়েছে ৫.৯১ শতাংশ, আর মাসিক বৃদ্ধি ১১.৯০ শতাংশ।

Airlines: ইন্ডিগো থেকে এয়ার ইন্ডিয়া, আদৌ কি লাভের মুখ দেখছে বিমান সংস্থাগুলি
ফাইল ছবি

Follow Us

নয়া দিল্লি: যাত্রী সংখ্যা ক্রমাগত বাড়ছে বিমানে। ভাড়া বেড়েছে বলে বারবার বিতর্ক হলেও পরিসংখ্যান বলছে গতবারের তুলনায় যাত্রী সংখ্যা বেড়েছে ব্যাপক হারে। গত নভেম্বর মাসে ১.৪২ কোটি যাত্রী বহন করেছে ভারতের এয়ারলাইন সংস্থাগুলি। গত বছরের নভেম্বর মাসের তুলনায় যা ১২ শতাংশ বেশি।

এই তালিকায় সবার উপরে জায়গা করে নিয়েছে ইন্ডিগো। মোট সংখ্যার ৬৩.৬ শতাংশ যাত্রী বহন করেছে তারা। ২৪.৪ শতাংশ যাত্রী চেপেছে এয়ার ইন্ডিয়ার বিমানে, ৪.৭ শতাংশ আকাসা এয়ারে ও স্পাইস জেটের বিমান পেয়েছে ৩.১ শতাংশ যাত্রী। এই সবকটি সংস্থারই শেয়ার বেড়েছে। ডিরেক্টরেট জেনারেল অব সিভিল অ্যাভিয়েশন-এর রিপোর্টে এই তথ্য উঠে এসেছে।

রিপোর্টে বলা হয়েছে, ২০২৪-এর জানুয়ারি থেকে নভেম্বর মাসের মধ্যে বিমানে যাত্রা করেছেন মোট ১৪৬৪ লক্ষ মানুষ। গত বছর এই সময়ে যাত্রী সংখ্যা ছিল ১৩৮২.৩৪ লক্ষ। অর্থাৎ এক বছরে বৃদ্ধি পেয়েছে ৫.৯১ শতাংশ, আর মাসিক বৃদ্ধি ১১.৯০ শতাংশ।

উল্লেখ্য, গত নভেম্বরে ভিস্তারা-র সঙ্গে এয়ার ইন্ডিয়া মিশে গিয়েছে পুরোপুরি। এদিকে, এই নভেম্বরে ২,২৪,৯০৪ জন যাত্রী লেট হওয়ায় সমস্যায় পড়েছেন। এছাড়া নভেম্বরে টিকিট কেটেও বিমানে ওঠেননি। ৬২৪ জন বিমান সংস্থার বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন। ক্ষতিপূরণ দিতে এয়ারলাইনগুলির খরচ হয়েছে ২.৮৪ কোটি টাকা।

Next Article
Malaria cases in India: ৫ বছর পর দেশে আর ম্যালেরিয়া হবে না, মোদী সরকারের নয়া ‘টার্গেট’
Railway: ট্রেনে কখনও ‘লোডশেডিং’ হয় না কেন? কীভাবে বিদ্যুৎ পায় ইঞ্জিন