ভোপাল : কথায় আছে অপরাধী কোনও না কোনও ফাঁক রেখেই যায়। অপরাধ করার সময় তারা অত্যন্ত ভয়ে থাকেন। ফলে না জেনেই অনেক কিছু ভুল হয়ে যায়। আবার অনেক সময় চুরি বা ডাকাতির ক্ষেত্রে পছন্দের জিনিস বাজেয়াপ্ত করতে পেরে আনন্দে আত্মহারা হয়ে ভুল পদক্ষেপ নিয়ে ফেলে। তার ফলে অপরাধীর ফেলে আসা ক্লু ধরেই তাদের নাগাল পেয়ে যায় পুলিশ বা তদন্তকারীরা। এবার এরকম এক ঘটনার নজির পাওয়া গেল মধ্যপ্রদেশের ইন্দোরের বানগঙ্গাতে।
সম্প্রতি সঞ্জয় নামের এক ব্যক্তি পুলিশে অভিযোগ দায়ের করেছিলেন। তিনি জানিয়েছিলেন মধ্যপ্রদেশের ইন্দোরের বানগঙ্গা থেকে তাঁর ফোন চুরি হয়েছে। তাঁর এই অভিযোগের পরই পুলিশ নিজেদের কাজ শুরু করে। ফোন ট্র্যাক করা শুরু হয়। তদন্তের সময় একটি ক্লু পান পুলিশরা। চুরি যাওয়া ফোন থেকে ফেসবুকে একটি ছবি আপলোড করা হয়েছে। ব্যাস! ক্লু চলে আসে পুলিশের হাতে। এদিকে ফোন পেয়ে আনন্দ আত্মহারা হয়ে যায় চোর। তাই ভুল করে ফোন ব্যবহারকারীর ফেসবুক আইডি বদল করতেই ভুল গিয়েছিল সে। সেই আইডি থেকেই নিজের মায়ের ছবি শেয়ার করে চোর। চোরের এই বোকামিতে লাভ হল পুলিশ ও ফোন মালিকের।
সোশ্যাল মিডিয়ার ছবির স্থান ট্র্যাক করে চোরের বাড়ির এলাকায় উপস্থিত হয় পুলিশ। তারপর সেই আপলোড করা ছবি স্থানীয় বাসিন্দাদের দেখিয়ে প্রশ্ন করা হয়। চোরের মায়ের ছবিই চোরের নাগাল পেতে পুলিশের কাজে আসে। এরপর জ়াফার নামের সেই যুবকে গ্রেফতার করে। বর্তমানে সেই যুবক এই চুরির বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।