প্রোজেক্ট ১৫বি-র অধীনে তৈরি হওয়া প্রথম স্টেলথ-গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার হল আইএনএস বিশাখাপত্তনম। এই প্রকল্পের অধীনে ২০২৫ সালের মধ্যে আরও তিনটি যুদ্ধজাহাজ তৈরি করা হবে বলে জানা গিয়েছে। গতকাল এই প্রসঙ্গে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেন, বিশ্ব অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ একটি পথ সুরক্ষিত রাখাই ভারতীয় নৌবাহিনীর অন্যতম উদ্দেশ্য। আগামিদিনে গোটা বিশ্ব সামরিক শক্তি বৃদ্ধি করবে বলে উল্লেখ করে তিনি জানিয়েছেন, প্রতিরক্ষা বাজেটে বরাদ্দ বাড়ানো হবে। একটি দেশীয় জাহাজ নির্মাণ হাব তৈরি করা হবে বলেও জানিয়েছেন তিনি। রাজনাথ জানিয়েছে এখনও পর্যন্ত ভারতীয় নৌবাহিনীর জন্য মোট ৪১টি জাহাজের মধ্যে ৩৮টি জাহাজ ভারতে তৈরি করা হয়েছে।