INS Visakhapatnam: ইতিহাস গড়ে জলে নামল আইএনএস বিশাখাপত্তনম, ‘দেশের জন্য গর্বের দিন’, বললেন প্রধানমন্ত্রী

TV9 Bangla Digital | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Nov 22, 2021 | 7:22 AM

PM Narendra Modi: প্রতিরক্ষা ক্ষেত্রে আধুনিকীকরণের জন্য সবরকমের প্রচেষ্টা জারি থাকবে বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

1 / 4
রবিবারই ভারতের প্রতিরক্ষায় যুক্ত হল স্টেলথ গাইডেড-মিসাইল ডেস্ট্রয়ার আইএনএস বিশাখাপত্তনম (INS Vishakhapattanam)। ভারতীয় নৌবহিনীতে এই ধরনের রণতরী এই প্রথমবার জায়গা পেল। মুম্বইয়ের নাভাল ডকইয়ার্ডে রবিবার প্রথম জলে নামল আইএনএস বিশাখাপত্তনম। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং-এর উপস্থিতিতে ওই রণতরী জলে নামল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) ভারতের জন্য গর্বের দিন বলে উল্লেখ করেছেন। প্রতিরক্ষায় ভারত আত্মনির্ভর হচ্ছে বলেও উল্লেখ করেছেন তিনি।

রবিবারই ভারতের প্রতিরক্ষায় যুক্ত হল স্টেলথ গাইডেড-মিসাইল ডেস্ট্রয়ার আইএনএস বিশাখাপত্তনম (INS Vishakhapattanam)। ভারতীয় নৌবহিনীতে এই ধরনের রণতরী এই প্রথমবার জায়গা পেল। মুম্বইয়ের নাভাল ডকইয়ার্ডে রবিবার প্রথম জলে নামল আইএনএস বিশাখাপত্তনম। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং-এর উপস্থিতিতে ওই রণতরী জলে নামল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) ভারতের জন্য গর্বের দিন বলে উল্লেখ করেছেন। প্রতিরক্ষায় ভারত আত্মনির্ভর হচ্ছে বলেও উল্লেখ করেছেন তিনি।

2 / 4
টুইটারে আইএনএস বিশাখাপত্তনমের ছবি প্রকাশ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লিখেছেন, 'আজ ভারতের জন্য গর্বের দিন। আজ ভারতীয় নৌবহিনীতে যোগ দিল আইএনএস বিশাখাপত্তনম।' তিনি জানান, এই রণতরী সম্পূর্ণভাবে ভারতে তৈরি। ভারতের নিরাপত্তার ক্ষেত্রে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে বলেও উল্লেখ করেছেন তিনি।

টুইটারে আইএনএস বিশাখাপত্তনমের ছবি প্রকাশ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লিখেছেন, 'আজ ভারতের জন্য গর্বের দিন। আজ ভারতীয় নৌবহিনীতে যোগ দিল আইএনএস বিশাখাপত্তনম।' তিনি জানান, এই রণতরী সম্পূর্ণভাবে ভারতে তৈরি। ভারতের নিরাপত্তার ক্ষেত্রে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে বলেও উল্লেখ করেছেন তিনি।

3 / 4
প্রোজেক্ট ১৫বি-র অধীনে তৈরি হওয়া প্রথম স্টেলথ-গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার হল আইএনএস বিশাখাপত্তনম। এই প্রকল্পের অধীনে ২০২৫ সালের মধ্যে আরও তিনটি যুদ্ধজাহাজ তৈরি করা হবে বলে জানা গিয়েছে। গতকাল এই প্রসঙ্গে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেন, বিশ্ব অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ একটি পথ সুরক্ষিত রাখাই ভারতীয় নৌবাহিনীর অন্যতম উদ্দেশ্য। আগামিদিনে গোটা বিশ্ব সামরিক শক্তি বৃদ্ধি করবে বলে উল্লেখ করে তিনি জানিয়েছেন, প্রতিরক্ষা বাজেটে বরাদ্দ বাড়ানো হবে। একটি দেশীয় জাহাজ নির্মাণ হাব তৈরি করা হবে বলেও জানিয়েছেন তিনি। রাজনাথ জানিয়েছে এখনও পর্যন্ত  ভারতীয় নৌবাহিনীর জন্য মোট ৪১টি জাহাজের মধ্যে ৩৮টি জাহাজ ভারতে তৈরি করা হয়েছে।

প্রোজেক্ট ১৫বি-র অধীনে তৈরি হওয়া প্রথম স্টেলথ-গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার হল আইএনএস বিশাখাপত্তনম। এই প্রকল্পের অধীনে ২০২৫ সালের মধ্যে আরও তিনটি যুদ্ধজাহাজ তৈরি করা হবে বলে জানা গিয়েছে। গতকাল এই প্রসঙ্গে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেন, বিশ্ব অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ একটি পথ সুরক্ষিত রাখাই ভারতীয় নৌবাহিনীর অন্যতম উদ্দেশ্য। আগামিদিনে গোটা বিশ্ব সামরিক শক্তি বৃদ্ধি করবে বলে উল্লেখ করে তিনি জানিয়েছেন, প্রতিরক্ষা বাজেটে বরাদ্দ বাড়ানো হবে। একটি দেশীয় জাহাজ নির্মাণ হাব তৈরি করা হবে বলেও জানিয়েছেন তিনি। রাজনাথ জানিয়েছে এখনও পর্যন্ত ভারতীয় নৌবাহিনীর জন্য মোট ৪১টি জাহাজের মধ্যে ৩৮টি জাহাজ ভারতে তৈরি করা হয়েছে।

4 / 4
২০১৫ সালের এপ্রিল মাসে ওই জাহাজের নির্মাণকাজ শুরু হয়। তখনই লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছিল, ২০২১ সালের মধ্যে জাহাজটি নৌবাহিনীর হাতে তুলে দেওয়া হবে। ১৬৩ মিটার দীর্ঘ আইএনএস বিশাখাপত্তনমের ওজন ক্ষমতা ৭ হাজার ৪০০ টন।  ৩০ নটিক্যাল গতিতে এগোতে পারে ওই রণতরী। এতে রয়েছে মিডিয়াম রেঞ্জের সারফেস টু এয়ার মিসাইল, ব্রহ্মোস সারফেস টু সারফেস মিসাইল ও টর্পেডো টিউব লঞ্চারস। রয়েছে অ্যান্টি-সাবমেরিন ইন্ডিজেনাস রকেট লঞ্চারস। মাল্টিরোল হেলিকপ্টারও বহন করতে পারে এই জাহাজ।

২০১৫ সালের এপ্রিল মাসে ওই জাহাজের নির্মাণকাজ শুরু হয়। তখনই লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছিল, ২০২১ সালের মধ্যে জাহাজটি নৌবাহিনীর হাতে তুলে দেওয়া হবে। ১৬৩ মিটার দীর্ঘ আইএনএস বিশাখাপত্তনমের ওজন ক্ষমতা ৭ হাজার ৪০০ টন। ৩০ নটিক্যাল গতিতে এগোতে পারে ওই রণতরী। এতে রয়েছে মিডিয়াম রেঞ্জের সারফেস টু এয়ার মিসাইল, ব্রহ্মোস সারফেস টু সারফেস মিসাইল ও টর্পেডো টিউব লঞ্চারস। রয়েছে অ্যান্টি-সাবমেরিন ইন্ডিজেনাস রকেট লঞ্চারস। মাল্টিরোল হেলিকপ্টারও বহন করতে পারে এই জাহাজ।

Next Photo Gallery