নয়া দিল্লি: মাঝ সমুদ্রে আবার হামলা। এডেন উপসাগরে একটি বাণিজ্য়িক তরীতে মিসাইল হামলা (Missile Attack) চলে। আগুন লেগে যায় ওই জাহাজে। মাঝ সমুদ্রে এমন ভয়ঙ্কর পরিস্থিতিতে পড়ে সাহায্যের আবেদন জানায় জাহাজটি। সঙ্গে সঙ্গে সাহায্যের হাত বাড়িয়ে দেয় ভারতীয় নৌসেনার রণতরী। আইএনএস বিশাখাপত্তনম গিয়ে ওই জাহাজের আগুন নেভায়। জানা গিয়েছে, ওই জাহাজে ২২ জন ভারতীয় ও একজন বাংলাদেশি নাগরিক ছিলেন।
লোহিত সাগরে সম্প্রতিই বেড়েছে হুথি হামলা। ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠীকে অনেকে জলদস্যুও বলে থাকেন। বিগত কয়েক সপ্তাহে ভারত, আমেরিকা সহ একাধিক দেশের জাহাজে হামলা চালিয়েছে হুথিরা। এবার এডেন উপসাগরেও চলল হামলা। তবে হুথিরাই এই মিসাইল হামলা চালিয়েছে কি না, তা জানা যায়নি।
Fire onboard MV #MarlinLuanda brought under control
Based on request from Master of the MV, the fire fighting team from #INSVisakhapatnam comprising 10 Indian Naval personnel with specialist fire fighting equipment embarked the vessel in early hours of #27Jan 24.
After six… https://t.co/d5yxgWI42Y pic.twitter.com/RsLPKOpXTU— SpokespersonNavy (@indiannavy) January 27, 2024
ভারতীয় নৌসেনার তরফে বিবৃতিতে জানানো হয়েছে মার্লিন লুয়ান্ডা জাহাজ থেকে সাহায্যের আবেদন জানানো হয়। বাণিজ্যিক ওই জাহাজে তেল নিয়ে যাওয়া হচ্ছিল। তাতে মিসাইল হামলা চালানো হয়। খবর পেতেই সঙ্গে সঙ্গে ওই জাহাজের কাছে পৌঁছয় ভারতীয় রণতরী। আইএনএস বিশাখাপত্তনমে ১০ জন দমকলকর্মী গিয়ে ৬ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। উদ্ধার করা হয় ওই জাহাজের যাত্রীদের। যাতে ফের আগুন না লাগে, তার জন্য জাহাজটির উপরে নজর রাখছে আইএনএস বিশাখাপত্তনম।
ভারতীয় রণতরী ছাড়াও মার্কিন ও ফরাসি রণতরীও ওই জাহাজের সাহায্যের আবেদনে সাড়া দিয়েছিল বলে জানা গিয়েছে।