নয়াদিল্লি: জি২০ সম্মেলনের বৈঠকে যোগ দিতে নয়াদিল্লিতে এসেছিলেন বিভিন্ন দেশের রাষ্ট্রনেতারা। বিভিন্ন আন্তর্জাতিক সংগঠনের পদাধিকারীরাও যোগ দিয়েছিলেন সেই বৈঠকে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজের দাঁড়িয়ে থেকে অভ্যর্থনা জানিয়েছেন সকলকে। ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের ডিরেক্টর জেনারাল এনগোজি ওকোঞ্জো ইয়েলা। জি২০ যোগ দেওয়ার জন্য গত বৃহস্পতিবার রাতেই তিনি পৌঁছে গিয়েছিলেন নয়াদিল্লিতে। শনিবার সম্মেলনের বৈঠকের মধ্যেই মোদীর সঙ্গে সাক্ষাৎ করেন ইয়েলা। সেখানে মোদীর সঙ্গে করমর্দন করেন তিনি। করমর্দনের পর মোদী@২০ বইটি তাঁর হাতে তুলে দেন নরেন্দ্র মোদী। তিনি নিজে স্বাক্ষর করে বইটি দিয়েছেন ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের ডিরেক্টর জেনারালকে। তার পর ইয়েলাকে কিছু বলতেও দেখা যায় মোদীকে। এই ঘটনার ভিডিয়োও ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ায়।
জি২০ বৈঠক ঘিরে বিশ্বের সামনে ভারতের আতিথেয়তা তুলে ধরেছে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার। ভারত যে ভবিষ্যত বিশ্বের অন্যতম বড় শক্তি তাও বিশ্বের সামনে তুলে ধরতে সমর্থ হয়েছে এই সম্মেলনের মাধ্যমে। ভারতের উদ্যোগেই এই বৈঠকে আফ্রিকান ইউনিয়ন জি২০ গোষ্ঠীর সদস্যপদ পেয়েছে। এই বৈঠকে নয়াদিল্লির ঘোষণাপত্র সর্বসম্মতিক্রমে গৃহীত হয়েছে। যা ভারতের কাছে বড় কূটনৈতিক জয় বলে মত বিশেষজ্ঞদের। এই বৈঠকে যেমন যুদ্ধবিরোধী বার্তা দিয়েছে ভারত, পাশাপাশি সবাইকে সঙ্গে নিয়ে বিকাশের বার্তাও দিয়েছেন মোদী।
আরও বেশ কিছু কারণে গুরুত্বপূর্ণ হয়েছে এই জি২০ সম্মেলন। এই সম্মেলনে ভারত-মধ্য প্রাচ্য-ইউরোপের মধ্যে অর্থনৈতিক করিডর তৈরির জন্য মউ স্বাক্ষরিত হয়েছে। আমেরিকার উদ্যোগে এই করিডর তৈরি নিঃসন্দেহে ভবিষ্যত দক্ষিণ-পূর্ব এশিয়া ও ইউরোপের মধ্যে বাণিজ্যের নতুন দিগন্ত খুলে দেবে। জি২০ বৈঠকের পাশাপাশি একাধিক দেশের রাষ্ট্রনেতাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন মোদী। যা বিভিন্ন দেশের সঙ্গে ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও দৃড় করবে বলে আশা কূটনৈতিক মহলের।