Amit Shah: ১০ কোটি মানুষ ফেরত পাবেন সাহারার টাকা, কীভাবে পাবেন জেনে নিন

TV9 Bangla Digital | Edited By: জয়দীপ দাস

Jul 26, 2023 | 4:54 PM

Amit Shah: এদিকে বিনিয়োগ করা অর্থ ফেরত পেতে আগেই সুপ্রিম কোর্টে মামলা করেছিল সমবায় মন্ত্রক। সেই আবেদনের ভিত্তিতেই ৫ হাজার কোটি টাকা বিনিয়োগকারীদের ফেরতের নির্দেশও আসে।

Amit Shah: ১০ কোটি মানুষ ফেরত পাবেন সাহারার টাকা, কীভাবে পাবেন জেনে নিন
নিজ দফতরে অমিত শাহ (ফাইল ছবি)
Image Credit source: PTI

Follow Us

নয়া দিল্লি: ২০০৯ সাল থেকেই উঠতে থাকে একাধিক অনিময়ের অভিযোগ। শুরু হয় তদন্ত। ২০১৪ সালে সাহারার (Sahara) মালিক সুব্রত রায়ের ঠাঁই হয় তিহাড় জেলে। এদিকে ততদিনে আটকে গিয়েছে সাহারায় বিনিয়োগকারীদের কোটি কোটি টাকা। এবার সেই টাকাই ফেরানোর উদ্যোগ নিল কেন্দ্রীয় সরকার। লঞ্চ হয়ে গেল রিফান্ড পোর্টাল। লঞ্চ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। দীর্ঘ প্রতীক্ষা শেষে এবার টাকা ফেরত পেতে চলেছেন প্রায় ১০ কোটি বিনিয়োগকারী।

এই পোর্টালের মাধ্যমে সাহারা ইন্ডিয়ার ৪টি কো-অপারেটিভ সোসাইটির লগ্নিকারীরা তাঁদের টাকা ফেরতের জন্য আবেদন করতে পারবেন। তালিকায় রয়েছে Sahara Credit Cooperative Society Limited, Saharayn Universal Multipurpose Society Limited, Hamara India Credit Cooperative Society Limited and Stars Multipurpose Cooperative Society Limited। এদিন এই পোর্টালের উদ্বোধন করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। বৈধ নথি সমেত আবেদনের ৪৫ দিনের মধ্যে বিনিয়োগকারীরা তাঁদের টাকা ফেরত পাবেন বলে জানা যাচ্ছে।

এদিকে বিনিয়োগ করা অর্থ ফেরত পেতে আগেই সুপ্রিম কোর্টে মামলা করেছিল সমবায় মন্ত্রক। সেই আবেদনের ভিত্তিতেই ৫ হাজার কোটি টাকা বিনিয়োগকারীদের ফেরতের নির্দেশ দিয়েছিল দেশের শীর্ষ আদালত। তারপর থেকেই রিফান্ড পোর্টালের কাজ শুরু হয়ে গিয়েছিল। অবশেষে ‘সেন্ট্রাল রেজিস্ট্রার অফ কো-অপারেটিভ সোসাইটিস (সিআরসিএস)- সাহারা রিফান্ড পোর্টাল’-এর হাত ধরে শুরু হয়ে গেল টাকা ফেরতের প্রক্রিয়া।

Next Article