IRCTC: ট্রেন ছাড়ার পরও জানা যাবে কোন বার্থ খালি, কীভাবে? জেনে নিন কৌশল

IRCTC Chart Vacancy feature: অনেক সময় চলন্ত ট্রেনে সিট খালি থাকলেও আমরা তা জানতে পারি না। ট্রেন ছাড়ার আগে বা চার্ট তৈরি হওয়ার আগে, IRCTC ওয়েবসাইট থেকে খালি আসন দেখা যায়। তবে এখন আপনি চলন্ত ট্রেনেও কটা সিট খালি আছে তা দেখতে পারবেন।

IRCTC: ট্রেন ছাড়ার পরও জানা যাবে কোন বার্থ খালি, কীভাবে? জেনে নিন কৌশল
প্রতীকী ছবি
Follow Us:
| Edited By: | Updated on: Apr 28, 2023 | 6:55 PM

নয়া দিল্লি: অনেক সময়ই আমাদের রিজার্ভেশন ছাড়াই দূরপাল্লার ট্রেন যাতায়াত করতে হয়। ধরুণ আচমকা কোনও কাজ পড়ে গিয়েছে, জরুরি ভিত্তিতে কোথাও যেতে হবে, এই সব সময় রিজার্ভেশন করার সময় থাকে না। ফলে, ওয়েটিং টিকিটেই ভ্রমণ করতে হয়। এই অবস্থায়, হয় অন্যান্য যাত্রীদের বলে-কয়ে তাদের সিটে কোনওমতে বসতে হয়, নাহলে মেঝেতে। ট্রেন ছাড়ার আগে বা চার্ট তৈরি হওয়ার আগে অবশ্য IRCTC-র ওয়েবসাইট থেকে কটা খালি আসন আছে তা দেখা যায়। তবে ট্রেন ছাড়ার পর, কোনও সিট খালি আছে কি না তা আমরা জানতে পারি না। অনেকে টিটিকে জিজ্ঞাসা করেন। কিন্তু, আপনি হয়ত জানেন না, চলতি ট্রেনে কোনও বার্থ খালি আছে তা সহজেই জানার উপায় আছে। আপনি সেই বার্থের রিজার্ভেশন টিকিটও কাটতে পারবেন।

কীভাবে জানা যাবে ট্রেনের কোন সিট খালি?

টিটিও আপনাকে এই বিষয়ে অবশ্যই জানাতে পারেন। তবে, তিনি কতক্ষণে আপনার কাছে আসবেন তার কোনও ঠিক নেই। তাছাড়া আপনার কাছে আসার আগেই অন্য কোনও ওয়েটিং টিকিটের যাত্রীকেও তিনি খালি আসনটি দিয়ে দিতে পারেন। তখন আপনি কী করবেন? কাজেই টিটি ততটাও ভরসার বিকল্প নয়। তার থেকে, আপনার স্মার্টফোনে ভারতীয় রেলের একটি অ্যাপের সাহায্যেই আপনি চলতি ট্রেনে কোন সিটটি এখনও খালি আছে বা নেই তা জানতে পারবেন। IRCTC অ্যাপটি এমনিতে ট্রেনের টিকিট বুক করার জন্যই বেশিরভাগ সময় ব্যবহার করা হয়। এই অ্যাপের মাধ্যমেই আপনি চলন্ত ট্রেনে খালি আসনের তথ্যও জানতে পারবেন। চার্ট ভ্যাকান্সি (Chart Vacancy) বলে আইআরসিটিসি অ্যাপে একটি ফিচার রয়েছে, যার সাহায্যে আপনি খালি আসনগুলির সম্পূর্ণ লেআউট দেখতে পাবেন।

কীভাবে কাজ করে এই ফিচার?

– প্রথমে IRCTC অ্যাপ খুলুন

– এবার ট্রেন অপশনে ক্লিক করুন। ট্রেন আইকনে ক্লিক করুন

– এরপর Chart Vacancy-এ ক্লিক করুন

– ট্রেনের নাম এবং নম্বর লিখুন

– এবার আপনাকে বোর্ডিং স্টেশন নির্বাচন করতে হবে

– আপনার ট্রেনে বার্থ খালি থাকলে, তার সম্পূর্ণ বিবরণ স্ক্রিনে দেখানো হবে

– কোন ক্লাস ও কোন কোচে কয়টি আসন খালি রয়েছে তা জানতে পারবেন

– যদি খালি আসনের রিজার্ভেশন টিটির মাধ্যমে করতে হয়, তবে সেই তথ্যও আপনাকে এখানেই দেওয়া হবে

সবথেকে বড় কথা হল খালি আসন সম্পর্কে তথ্য জানতে IRCTC অ্যাপে লগইন করতে হয় না। অর্থাৎ, IRCTC অ্যাপে আপনার অ্যাকাউন্ট না থাকলেও আপনি খালি আসন সম্পর্কে তথ্য জানতে পারবেন।