অনলাইনে কাটা যাবে না ট্রেনের টিকিট! বন্ধ থাকতে চলেছে IRCTC ওয়েবসাইটের পরিষেবা

TV9 Bangla Digital | Edited By: ঋদ্ধীশ দত্ত

Jul 08, 2021 | 10:05 PM

IRCTC: প্যাসেঞ্জার রিজার্ভেশন সিস্টমে আধুনিকীকরণের কাজ চলছে। যেই কারণে কিছু সময়ের জন্য অনলাইনে টিকিট কাটা যাবে না।

অনলাইনে কাটা যাবে না ট্রেনের টিকিট! বন্ধ থাকতে চলেছে IRCTC ওয়েবসাইটের পরিষেবা
ওমিক্রন রুখতে কড়া রেল, ফাইল ছবি

Follow Us

কলকাতা: এক শহর থেকে অন্য শহরে যাওয়া হোক, কিংবা নিজের পছন্দের পর্যটন ক্ষেত্রে ঘুরতে যাওয়ার প্ল্যানিং। টিকিট কাটার জন্য বেশিরভাগ মানুষেরই ভরসা এখন আইআরসিটিসি-র অনলাইন টিকিট বুক করার ওয়েবসাইট বা আইআরসিটিসি অ্যাপ। কিন্তু, আগামী শনিবার কয়েক ঘণ্টার জন্য অনলাইনে টিকিট বুক করার সেই পরিষেবা পাওয়া যাবে না।

সূত্রের খবর, প্যাসেঞ্জার রিজার্ভেশন সিস্টমে আধুনিকীকরণের কাজ চলছে। যেই কারণে কিছু সময়ের জন্য অনলাইনে টিকিট কাটা যাবে না। বৃহস্পতিবার এমনটাই জানানো হয়েছে ভারতীয় রেল বোর্ডের পক্ষ থেকে।

আরও পড়ুন: IRCTC অ্যাপে বড় পরিবর্তন, টিকিট বাতিল করলেই ফেরত টাকা

বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তি প্রকাশ করে ভারতীয় রেল বোর্ড জানিয়েছে, আগামী শনিবার, অর্থাৎ ১০ জুলাই রাতে তিন ঘণ্টার জন্য বন্ধ থাকবে পিআরএস (প্যাসেঞ্জার রিজার্ভেশন সিস্টেম) ডাটা সেন্টার। যে কারণে সেই সময়ের মধ্যে টিকিট কাটা যাবে না। পূর্ব রেল, দক্ষিণ পূর্ব রেল, পূর্ব মধ্য রেল, ইস্ট কোস্ট রেল-সহ ছয়টি জ়োনের অনলাইন টিকিট কাটা বন্ধ থাকবে। পূর্ব এবং উত্তর পূর্ব ভারতের সব কটি জ়োনেই এই পরিষেবা বন্ধ থাকবে বলে জানা গিয়েছে।

 

Next Article