ভ্যাকসিনে জমাট বাঁধছে রক্ত! কতটা নিরাপদ কোভিশিল্ড?

সুমন মহাপাত্র |

Mar 16, 2021 | 12:44 PM

অ্যাস্ট্রাজেনেকা করোনা টিকার ফলে রক্ত জমাট বাঁধার কথা প্রকাশ্যে আসলেও বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) এই টিকাকে নিরাপদ বলেই জানিয়েছে।

ভ্যাকসিনে জমাট বাঁধছে রক্ত! কতটা নিরাপদ কোভিশিল্ড?
ফাইল চিত্র

Follow Us

নয়া দিল্লি: ইউরোপীয় ইউনিয়নের একাধিক দেশ অ্যাস্ট্রাজেনেকা (Astrazeneca) করোনা টিকার প্রয়োগ বন্ধ করেছে। বিভিন্ন দেশ থেকে খবর এসেছে করোনা টিকা নেওয়ার ফলে অনেকের শরীরে জমাট বাঁধছে রক্ত। জার্মানি, ইতালি ও ফ্রান্স অ্যাস্ট্রাজেনেকার করোনা টিকাকরণ স্থগিত রেখেছে। আর অ্যাস্ট্রাজেনেকা টিকার ফলে রক্ত জমাট বাঁধার কথা প্রকাশ্যে আসতেই গোটা দেশে চাঞ্চল্য ছড়িয়েছে। কারণ ভারতে যে দু’টি টিকা অনুমোদন পেয়েছে, তার মধ্য়ে একটি অ্যাস্ট্রাজেনেকার প্রযুক্তিতে তৈরি সিরামের কোভিশিল্ড। এ বার সেই টিকা নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করল কেন্দ্র।

স্বাস্থ্যমন্ত্রকের সূত্র মারফত জানা গিয়েছে, এ পর্যন্ত দেশে এমন কোনও ঘটনা পাওয়া যায়নি যেখানে ভ্যাকসিন নেওয়ার পর কোনও ব্যক্তির শরীরে রক্ত জমাট বেঁধেছে। করোনা বিশেষজ্ঞ দল টিকা সংক্রান্ত যে কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে বৈজ্ঞানিক নথি দেখবে। তাই এক বা দু’দিনের মধ্যেই করোনা টিকার পার্শ্বপ্রতিক্রিয়া দল একটি বৈঠকে বসবে। তবে আপাতত কোভিশিল্ডের টিকাকরণ বন্ধ রাখার কোনও সিদ্ধান্তই নেয়নি কেন্দ্র। এমনটাই জানা গিয়েছে সূত্র মারফত।

অ্যাস্ট্রাজেনেকা করোনা টিকার ফলে রক্ত জমাট বাঁধার কথা প্রকাশ্যে আসলেও বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই টিকাকে নিরাপদ বলেই জানিয়েছে। হু-র প্রধান বিজ্ঞানী সৌম্য় স্বামীনাথন জানিয়েছেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা কাউকে ভয় পাওয়াতে চায় না। দেশগুলিতে টিকাকরণ চালিয়ে যাওয়ার পরামর্শই দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। প্রসঙ্গত, ভারতে এখন দ্বিতীয় দফার করোনা টিকাকরণ চলছে। এই দফায় করোনা টিকা পাচ্ছেন ৬০ বছরের বেশি বয়সীরা ও ৪৫ বছরের বেশি কো-মর্বিডিটিযুক্ত ব্যক্তিরা। দেশে এ পর্যন্ত মোট করোনা টিকা পেয়েছেন ৩ কোটি ২৯ লক্ষ ৪৭ হাজার ৪৩২ জন।

আরও পড়ুন: মহার্ঘ হচ্ছে তাজমহল দর্শন, কত হবে নতুন টিকিটের দাম?

Next Article