নয়া দিল্লি: মহাকাশ গবেষণায় গোটা বিশ্বের কাছে নয়া দিগন্ত খুলে দিয়েছে চন্দ্রযান ৩। বিশ্বের প্রথম দেশ হিসেবে চাঁদের দক্ষিণ মেরুতে সফলভাবে সফ্ট ল্যান্ডিং করছে ইসরোর নভোযান। আর এবার চন্দ্রযান ৪ নিয়ে কাজ শুরু করে দিয়েছে ভারতের মহাকাশ গবেষণা কেন্দ্র ইসরো। আগামী চার বছরের মধ্যেই চাঁদ থেকে নমুনা সংগ্রহ করে নিয়ে আসার জন্য পারি দিতে পারে চন্দ্রযান ৪। আপাতত সেই টার্গেট নিয়েই এগোচ্ছে ইসরো। বৃহস্পতিবার রাষ্ট্রপতি ভবনে একথা জানিয়েছেন ইসরোর চেয়ারপার্সন এস সোমনাথ। ২০৪৭ সালে যখন স্বাধীনতার শতবর্ষ পূর্তি হবে, তখন ইসরো কোন জায়গায় থাকবে, সেই নিয়ে আলোচনার সময়ই চন্দ্রযান ৪ নিয়ে একথা জানিয়েছেন তিনি।
প্রসঙ্গত, মহাকাশ গবেষণায় ভারতের আগামীর টার্গেট প্রসঙ্গে আগেই জানিয়ে দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জানিয়েছিলেন, ২০৩৫ সালের মধ্যে মহাকাশে একটি স্পেস স্টেশন এবং ২০৪০ সালের মধ্যে চাঁদে মানুষ পাঠানোর টার্গেটের কথা। তবে এখন তো সবে ২০২৩ সাল। এই টার্গেটগুলি আপাতভাবে অনেকটা দূরে মনে হতে পারে সাধারণ মানুষের। কিন্তু এই বড় সাফল্য আসার আগে ইসরোর আরও বেশ কয়েকটি লম্বা লাফ দেওয়ার অপেক্ষায় রয়েছে। রাষ্ট্রপতি ভবনে বক্তব্য রাখার সময় সেটাই জানিয়ে দিলেন ইসরো প্রধান এস সোমনাথ।
ইসরো প্রধান আরও জানিয়েছেন, ভারতের স্পেস স্টেশন তৈরির জন্য ইতিমধ্যেই নাসা ও ইউরোপীয় স্পেস এজেন্সির সঙ্গে আলোচনা শুরু করে দিয়েছে ইসরো। স্পেস স্টেশনের জন্য ইসরো ওই বিদেশের মহাকাশ গবেষণা কেন্দ্রগুলির মধ্যে একটি কমন ইন্টারফেস তৈরি করার বিষয়ে আলোচনা চলছে বলে জানিয়েছেন তিনি।