নয়া দিল্লি: ইলেকট্রিক ও বৈদ্যুতিন ক্ষেত্রে ভারতকে এগিয়ে নিয়ে যেতে সেমিকন ইন্ডিয়া প্রোগ্রাম নিয়ে নরেন্দ্র মোদীর সরকার। আগামী ১ মার্চ থেকেই এই প্রোগ্রাম শুরু হবে। শনিবার এক অনুষ্ঠানে একথা জানালেন কেন্দ্রীয় বৈদ্যুতিন ও তথ্য-প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তাঁর কথায়, “যে ১৪ থেকে ১৬ মাসের সেমিকন ইন্ডিয়া প্রোগ্রাম নেওয়া হচ্ছে, সেটা আগামী ১ মার্চ থেকে শুরু হচ্ছে। সুতরাং দেখতে থাকুন। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই ভাল খবর পাবেন।”
এদিন বৈদ্যুতিন ও তথ্য-প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, “২০২২ সালের ১ জানুয়ারি সেমিকন ইন্ডিয়া প্রোগ্রামটি করার ব্যাপারে অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী। এই প্রোগ্রামের মধ্যে ১৪ থেকে ১৬ মাস সময় নেওয়া হয়েছে। সরকার আপনাদের প্রতিশ্রুতি দিচ্ছে, এই ১৪-১৬ মাস সময়ের মধ্যে আমরা কঠোর পরিশ্রম করব, সেমিকনের বিষয়ে সকলের সঙ্গে কথা বলব, সারা বিশ্ব থেকে এবিষয়ে অভিজ্ঞতা সংগ্রহ করব এবং এমন একটি প্রোগ্রাম বের করে আনব যেটা দেশকে আগামী ১০ বছরের জন্য একটি ভাল সেমি কন্ড্রাক্টর যাত্রায় নিয়ে যাব।”
প্রসঙ্গত, সেমি কনডাক্টর বলতে এক ধরনের বিশেষ সামগ্রী বোঝায়, যেটি তাপের অর্ধপরিবাহী। অর্থাৎ তাপের সুপরিবাহী এবং অন্তরকের মাঝামাঝি একটি পদার্থ। যা বর্তমানে যুগে প্রভূত অগ্রগতির মূলে রয়েছ। তাই এবার বিদ্যুৎ ও বৈদ্যুতিন ক্ষেত্রে অর্ধপরিবাহী সেমিকনের হাত ধরে দেশকে এগিয়ে নিয়ে যেতে তৎপর নরেন্দ্র মোদীর সরকার। সেমিকন সম্পর্কে বিস্তারিত ধারণা তুলে ধরতে গত বছরের মে মাসেই বেঙ্গালুরুতে সেমিকন ইন্ডিয়া কনফারেন্স হয় এবং সেই কনফারেন্সের উদ্বোধন করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানান, ভারতকে বৈদ্যুতিন সামগ্রী উৎপাদন ও আবিষ্কারের অন্যতম প্রধান রাষ্ট্র হিসাবে গড়ে তোলাই লক্ষ্য। এবার সেই লক্ষ্য পূরণের জন্য ১০ বছর সময় নিয়ে কাজ শুরু হতে চলেছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় বৈদ্যুতিন ও তথ্য-প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।