IT minister slams Raghuram Rajan: ‘এত ভাল বিশ্ববিদ্যালয়ে গিয়েও যদি খবরাখবর না রাখেন…’, রাজনকে কটাক্ষ বৈষ্ণবের

TV9 Bangla Digital | Edited By: অমর্ত্য লাহিড়ী

Jun 02, 2023 | 8:47 PM

Ashwini Vaishnaw slams Raghuram Rajan: রিজার্ভ ব্যাঙ্কের প্রাক্তন গভর্নর রঘুরাম রাজন দাবি করেছেন, দেশে মোবাইল ফোন উৎপাদনের বদলে বাইরে থেকে যন্ত্রাংশ কিনে এনে 'অ্যাসেম্বল' করা হচ্ছে। এই মন্তব্যের প্রেক্ষিতে তাঁর তীব্র সমালোচনা করলেন আইটি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।

IT minister slams Raghuram Rajan: এত ভাল বিশ্ববিদ্যালয়ে গিয়েও যদি খবরাখবর না রাখেন..., রাজনকে কটাক্ষ বৈষ্ণবের
আরবিআই-এর প্রাক্তন গভর্নরের দাবি হেসে উড়িয়ে দিলেন অশ্বিনী বৈষ্ণব

Follow Us

নয়া দিল্লি: গত সোমবার, ভারতের ক্রমবর্ধমান মোবাইল ফোন রফতানি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন রিজার্ভ ব্যাঙ্কের প্রাক্তন গভর্নর রঘুরাম রাজন। তিনি দাবি করেছিলেন, রফতানি বাড়লেও, দেশে প্রকৃতপক্ষে মোবাইল ফোন উৎপাদন হচ্ছে না। বাইরে থেকে যন্ত্রাংশ কিনে এখানে ‘অ্যাসেম্বল’ করা হচ্ছে। এক সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি আরও দাবি করেছিলেন, প্রধানমন্ত্রী মোদীর ফ্ল্যাগশিপ প্রকল্প, ‘প্রোডাকশন লিঙ্কড ইনসেনটিভ স্কিম’ বা ‘পিএলআই স্কিম’-এর ঘাটতিই সম্ভবত এর কারণ। শুক্রবার (২ জুন), সেই মন্তব্যের জেরে রঘুরাম রাজনের কড়া সমালোচনা করলেন কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। আরবিআই-এর প্রাক্তন গভর্নরের দাবি হেসে উড়িয়ে দিয়েছেন তিনি। জানিয়েছেন, প্রতি মাসেই নতুন নতুন তথ্য প্রযুক্তি সংস্থা ভারতে তাদের ম্যানুফ্যাকচারিং ইউনিট তৈরির করার কথা ঘোষণা করছে। এই ক্ষেত্রে প্রচুর কর্মসংস্থান হচ্ছে বলেও জানিয়েছেন তিনি।

অশ্বিনী বৈষ্ণব বলেন, “আমরা জানি ২০১৪ সালের আগে রঘুরাম রাজন কী ছিলেন এবং ২০১৪ সালের পর তিনি কী হয়েছেন। তিনি যখন ভারতে ইলেক্ট্রনিক্স ম্যানুফ্যাকচারিং, মোবাইল ম্যানুফ্যাকচারিং-এর সমালোচনা করেন, তখন আর কী বা বলার থাকে? কোনও ব্যক্তি শিকাগো গিয়েও, এত ভাল বিশ্ববিদ্যালয়ে গিয়েও যদি খবরাখবর না রাখেন, তাহলে কী করি বলুন তো? আজকের দিনে দাঁড়িয়ে শুধুমাত্র ইলেক্ট্রনিক্স ম্যানুফ্যাকচারিং ক্ষেত্রে ২৫ লক্ষ কর্মসংস্থান রয়েছে। এমন কিছু কারখানা আছে, যেখানে একসঙ্গে ২০-২৫ হাজার মানুষ কাজ করেন। এর মধ্যে ৭০-৮০ শতাংশ মহিলা। এত বড় পরিবর্তন ঘটে গিয়েছে। প্রতিমাসে কোনও না কোনও বড় সংস্থা ঘোষণা করছে যে, তারা ভারতে ম্যানুফ্যাকচারিং ইউনিট স্থাপন করবে। সম্প্রতি সিসকো সংস্থাও জানিয়েছে, তারা ভারতে ম্যানুফ্যাকচারিং ইউনিট স্থাপন করবে।”

গত সোমবার ভারতে ইলেক্ট্রনিক্স ম্যানুফ্যাকচারিং ইউনিট নিয়ে উদ্বেগ প্রকাশ করে পিএলআই স্কিমের ঘাটতি নিয়ে মোদী সরকারকে আক্রমণ করেছিলেন রঘুরাম রাজন। তিনি দাবি করেছিলেন, মোদী সরকারের এই স্কিমের অন্যতম মূল ঘাটতি হল, শুধুমাত্র ফোন তৈরি শেষ করার জন্য ভর্তুকি দেওয়া হয়। উৎপাদনের ক্ষেত্রে ভারত কতটা অবদান রাখছে, তার উপর ভর্তুকির পরিমাণ নির্ভর করে না। আরবিআই-এর প্রাক্তন গভর্নর আরও দাবি করেন, ভারতে মূলত মোবাইল ফোন অ্যাসেম্বলই করা হয়। তাই ভারত এখন যে মোবাইল ফোনগুলি রফতানি করে, সেগুলির বেশিরভাগ যন্ত্রাংশই বাইরে থেকে আমদানি করা হয়। এই অবস্থাটা বদলালে, অর্থাৎ যন্ত্রাংশগুলি ভারতেই তৈরি করা হলে, রফতানির এই ঊর্ধ্ব হার ধরে রাখা কঠিন হবে বলে জানিয়েছিলেন তিনি। এই অবস্থায় রঘুরাম রাজন পিএলআই স্কিমের মূল্যায়নের দাবি তুলেছিলেন। ২০২০ সালের গোড়ার দিকে ভারত সরকার পিএলআই স্কিম চালু করেছিল।

Next Article