Modi in Australia: ‘মজবুত হল বন্ধুত্ব’, অস্ট্রেলিয়া সফর শেষে বিশেষ ভিডিয়ো পোস্ট প্রধানমন্ত্রীর

TV9 Bangla Digital | Edited By: অমর্ত্য লাহিড়ী

May 24, 2023 | 6:11 PM

Modi in Australia: বুধবার (২৪ মে), অস্ট্রেলিয়া সফরের শেষে এক ভিডিয়ো ক্লিপে এই সফরের হাইলাইটস তুলে ধরলেন প্রধানমন্ত্রী মোদী। তিনি জানিয়েছেন এই গুরুত্বপূর্ণ সফরে ভারত-অস্ট্রেলিয়ার বন্ধুত্ব আরও শক্তিশালী হল।

Modi in Australia: মজবুত হল বন্ধুত্ব, অস্ট্রেলিয়া সফর শেষে বিশেষ ভিডিয়ো পোস্ট প্রধানমন্ত্রীর
সিডনির অপেরা হাউসের সামনে প্রধানমন্ত্রী মোদী এবং প্রধানমন্ত্রী আলবানিজ

Follow Us

নয়া দিল্লি: বুধবার (২৪ মে), শেষ হল প্রধানমন্ত্রী মোদীর ৩ দেশ সফর। সফরের শেষ ভাগে তিনি গিয়েছিলেন অস্ট্রেলিয়াতে। এদিন একটি টুইট করে তিনি জানিয়েছেন, ভারত ও অস্ট্রেলিয়ার বন্ধুত্ব আরও জোরদার করতে তাঁর এই সফরে হওয়া অস্ট্রেলীয় প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানেজ়ের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক, ঐতিহাসিক কমিউনিটি প্রোগ্রাম এবং সিডনিতে বিভিন্ন অস্ট্রেলীয় শিল্পপতিদের সঙ্গে বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। টুইটে তিনি লেখেন, “প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানেজ়ের সঙ্গে ফলপ্রসূ আলোচনা, ঐতিহাসিক কমিউনিটি প্রোগ্রামে অংশ নেওয়া, বাণিজ্য জগতের নেতাদের সঙ্গে সাক্ষাৎ, বিভিন্ন স্তরের বিশিষ্ট অস্ট্রেলীয়দের সঙ্গে সাক্ষাৎ – সব মিলিয়ে এটি ছিল এক গুরুত্বপূর্ণ সফর, যা ভারত ও অস্ট্রেলিয়ার বন্ধুত্বকে আরও মজবুত করবে।”


আরও একটি টুইটে তিনি আতিথ্যের জন্য অস্ট্রেলীয় সরকার এবং সেখানকার নাগরিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি লিখেছেন, “অস্ট্রেলিয়ার মনুষ, অস্ট্রেলীয় সরকার এবং আমার প্রিয় বন্ধু অ্যান্থনি অ্যালবানেজ়কে তাঁদের আতিথ্যের জন্য ধন্যবাদ জানাই। সারা বিশ্বের মঙ্গলের স্বার্থে একটি উজ্জ্বল ভারত-অস্ট্রেলিয়া বন্ধুত্বের জন্য আমরা কাজ করে যাব।” গত সোমবার পশ্চিম অস্ট্রেলিয়ার শহর সিডনিতে পা রেখেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার সকালে অস্ট্রেলীয় প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন তিনি। তার আগে সিডনির ‘অ্যাডমিরাল্টি হাউসে’ তাঁকে গার্ড অব অনার দেওয়া হয়। রাতে দুই প্রধানমন্ত্রীই অস্ট্রেলিয়ায় বসবাসকারী ভারতীয় সম্প্রদায়ের এক অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন। হর হর মোদী রব ধ্বনিত হয় অস্ট্রেলিয়ায়। বুধবারই ভারতে ফিরছেন প্রধানমন্ত্রী।


অন্যদিকে, এদিনই অস্ট্রেলীয় প্রধানমন্ত্রী অ্যালবানেজ়, সিডনির অপেরা হাউসের সামনে তাঁর এবং প্রধানমন্ত্রী মোদীর একটি ছবি পোস্ট করেছেন। ছবিতে দেখা যাচ্ছে ভারতীয় প্রধানমন্ত্রীর সম্মানে অপেরা হাউস সেজে উঠেছে ভারতের তেরঙ্গা পতাকার রঙের আলোয়। সঙ্গের ক্যাপশনে অস্ট্রেলীয় প্রধানমন্ত্রী লিখেছেন, “ভারতের প্রধানমন্ত্রীর জন্য সেজে উঠেছে সিডনি।”

অ্যালবানেজ়ের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে সাম্প্রতিক সময়ে অস্ট্রেলিয়ায় অবস্থিত ভারতীয় মন্দিরগুলিতে হামলার বিষয়ে এবং অস্ট্রেলিয়ায় খালিস্তানপন্থীদের কর্মকাণ্ড নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী মোদী। বৈঠকের পর সাংবাদিক বৈঠকে প্রধানমন্ত্রী মোদী জানিয়েছেন, “ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে বন্ধুত্বপূর্ণ ও উষ্ণ সম্পর্কের ক্ষতি করে এমন কোনও উপাদান, তাদের কাজকর্ম বা চিন্তাধারারকে আমরা মেনে নেব না। ইতিমধ্যে তাদের বিরুদ্ধে যে পদক্ষেপ করা হয়েছে, তার জন্য আমি প্রধানমন্ত্রী আলবানিজকে ধন্যবাদ জানাই। ভবিষ্যতেও এই ধরনের উপাদানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবেন বলে আজ ফের আমায় আশ্বস্ত করেছেন প্রধানমন্ত্রী আলবানিজ।”

গত কয়েক বছরে ভারত ও অস্ট্রেলিয়ার কৌশলগত সম্পর্কের দ্রুত উন্নয়ন ঘটছে। ক্রিকেটের প্রসঙ্গ টেনে এই বিষয়ে প্রধানমন্ত্রী মোদী বলেছেন, ভারত-অস্ট্রেলিয়া সম্পর্ক এখন ‘টি২০ মোডে’ চলছে। ক্ষমতায় আসার পর থেকেই অস্ট্রেলিয়ার সঙ্গে ভারতের সম্পর্ক মজবুত করার বিষয়ে জোর দিয়েছে মোদী সরকার। অ্যালবানেজ়ের আগের অস্ট্রেলীয় প্রধানমন্ত্রী স্কট মরিসনের সঙ্গেও প্রধানমন্ত্রী মোদীর ব্যক্তিগত সম্পর্ক অত্যন্ত ভাল ছিল। বস্তুত, ভারত-প্রশান্ত মহাসাগরীয় এলাকায় মুক্ত বাণিজ্য বজায় রাখতে এবং চিনের একচেটিয়া প্রভাব খাটানোর চেষ্টা ব্যর্থ করতে ভারত-অস্ট্রেলিয়া সম্পর্ক মজবুত হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করেন কূটনৈতিক সম্পর্ক বিশেষজ্ঞরা। দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়নে জোর দেওয়ার পাশাপাশি অস্ট্রেলিয়ার সঙ্গে কোয়াডের মতো আন্তর্জাতিক গোষ্ঠীতেও রয়েছে ভারত।

Next Article