Terrorist Arrested: নাশকতার ছক বানচাল, পুলওয়ামায় ৫ কেজি আইইডি সমেত গ্রেফতার জঙ্গি

TV9 Bangla Digital | Edited By: অঙ্কিতা পাল

May 07, 2023 | 5:49 PM

IED in Jammu and Kashmir: জম্মু ও কাশ্মীরের পুলওয়ামায় ৫ কেজি আইইডি সহ জঙ্গি গ্রেফতার করল নিরাপত্তা রক্ষী। গত কয়েকদিন ধরেই জম্মু ও কাশ্মীরের রাজৌরিতে সন্ত্রাসবাদ দমন অভিযান চালাচ্ছে যৌথ বাহিনী। এই অভিযানে প্রাণ গিয়েছে পাঁচ জওয়ানের।

Terrorist Arrested: নাশকতার ছক বানচাল, পুলওয়ামায় ৫ কেজি আইইডি সমেত গ্রেফতার জঙ্গি
Image Credit source: টুইটার

Follow Us

শ্রীনগর: জম্মু ও কাশ্মীরের রাজৌরি ও বারামুল্লায় গত কয়েকদিন ধরেই জঙ্গি দমন অভিযানে নেমেছিল সেনা। সন্ত্রাসবাদী-সেনার গুলির লড়াইয়ে একাধিক জঙ্গির মৃত্যু হয়েছে। এই আবহে উপত্যকায় বড়সড় নাশকতার ছক বানচাল করল সেনা। রবিবার জম্মু ও কাশ্মীর পুলিশ দাবি করেছে, এক জঙ্গিদের সহযোগীকে দক্ষিণ কাশ্মীর থেকে গ্রেফতার করেছে নিরাপত্তারক্ষীরা। তার কাছ থেকে নিরাপত্তারক্ষীরা ৫ কেজি ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (Improvised Explosive Device) উদ্ধার হয়েছে।

ধৃত ব্যক্তির নাম ইশফাক আহমেদ ওয়ানি। সে বুদগামের আরিগামের বাসিন্দা বলে জানা গিয়েছে। কাশ্মীর জ়োন পুলিশ আজ টুইট করে জানিয়েছে, “পুলওয়ামা পুলিশ সন্ত্রাসবাদে এক সহযোগী ইশফাক আহমেদ ওয়ানিকে গ্রেফতার করে এবং তার থেকে একটি আইইডি (প্রায় ৫-৬ কেজি) উদ্ধার করে একটি বড় দুর্ঘটনা এড়াতে সক্ষম হয়েছে। মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে।”

আইইডি সহ ইশফাককে গ্রেফতারের পরেই তার বিরুদ্ধে ইতিমধ্যেই মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। প্রসঙ্গত, গত শুক্রবার জম্মু ও কাশ্মীরের রাজৌরি সেক্টরে সন্ত্রাসবাদ দমনে যৌথ অভিযান চালায় সেনা ও পুলিশ। জঙ্গিদের লুকিয়ে থাকার খবর গোপনসূত্রে পেয়েই এই অভিযানে নামে যৌথ বাহিনী। কিন্তু জঙ্গিদের ঘটনো বিস্ফোরণে পাঁচ সেনা জওয়ানের। এদিকে শনিবারও এই এনকাউন্টার জারি ছিল। গতকাল সেনার গুলিতে মৃত্য়ু হয় এক জঙ্গির। আর আজ আইইডি সমেত গ্রেফতার হল এক সহকারী। নাশকতার একটা ছক বানচাল করা গেল বলেই মনে করা হচ্ছে।

Next Article