Jagannath Temple: উত্তরকাশীতে সুপ্রাচীন জগন্নাথ মন্দির, পর্যটকদের কাছে তুলে ধরতে তৎপর ধর্মেন্দ্র প্রধান

Jagannath Temple: মন্দিরটি বহু প্রাচীনকালের এবং সংস্কার না হওয়ায় বর্তমানে এটা জরাজীর্ণ হয়ে পড়েছে। তাই মন্দিরটির সংস্কারের ব্যাপারে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান।

Jagannath Temple: উত্তরকাশীতে সুপ্রাচীন জগন্নাথ মন্দির, পর্যটকদের কাছে তুলে ধরতে তৎপর ধর্মেন্দ্র প্রধান
উত্তরকাশীতে হদিশ মিলল সুপ্রাচীন জগন্নাথ মন্দিরের।
Follow Us:
| Edited By: | Updated on: Jul 10, 2023 | 7:54 PM

নয়া দিল্লি: জগন্নাথদেব (Jagannath) ও জগন্নাথ ধামের কথা উঠলে প্রথমেই মনে আসে ওড়িশার পুরীধামের কথা। পুরীর (Puri) জগন্নাথদেব ও জগন্নাথ ধামের মাহাত্ম্য জগৎজোড়া। কিন্তু, পুরী বা ওড়িশার বাইরেও জগন্নাথদেবের ঐতিহ্যবাহী, সুপ্রাচীন মন্দির রয়েছে। আর সেটা রয়েছে ‘দেবভূমি’ উত্তরাখণ্ডে (Uttarakhand)। সম্প্রতি জগন্নাথ-ভক্ত তথা ওড়িশার জনপ্রিয় অভিনেতা সব্যসাচী মিশ্র ও তাঁর স্ত্রী অর্চিতার টুইট-পোস্টের মাধ্যমে সেই জগন্নাথ মন্দিরের কথা প্রকাশ্যে এসেছে। এবার সেই জগন্নাথ মন্দির দেশবাসীর কাছে তুলে ধরতে বিশেষ উদ্যোগী হয়েছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান (Dharmendra Pradhan)। উত্তরাখণ্ডের সুপ্রাচীন জগন্নাথ মন্দিরের কথা তুলে ধরে টুইট করেছেন তিনি। বিষয়টি নিয়ে ইতিমধ্যে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি, জগন্নাথ মন্দিরের পুরোহিত ও ওড়িশি অভিনেতা সস্ত্রীক সব্যসাচীর সঙ্গে কথাও বলেছেন ধর্মেন্দ্র প্রধান।

Dharmendra Pradhan (1)

উত্তরকাশীর জগন্নাথ মন্দির সংস্কারের ব্যাপারে ভিডিয়ো কনফারেন্সে বৈঠক কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের।

ওড়িশার অভিনেতা সব্যসাচী মিশ্র সস্ত্রীক উত্তরাখণ্ডের উত্তরকাশী জেলার সাদ গ্রামে অবস্থিত জগন্নাথ মন্দিরটির ছবি প্রকাশ্যে এনেছেন। সেই মন্দিরটি যেখানে অবস্থান করছে, সেই এলাকার প্রাকৃতিক শোভা অভূতপূর্ব। এটা ‘স্বর্গ’ বলে অভিহিত করেছেন সব্যসাচী। মন্দিরটির কথা টুইটারে তুলে ধরেছেন কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান লিখেছেন, “স্থানীয়দের বিশ্বাস, ১২ শতাব্দীতে আদি শঙ্করাচার্য এই মন্দিরটি স্থাপন করেছিলেন। মহাপ্রভু জগন্নাথের সেবক শ্রী জনার্দন মহাপাত্র পাটজোশী এবং ওড়িশি অভিনেতা সব্যসাচী ও তাঁর স্ত্রী অর্চিকার ঐকান্তিক চেষ্টায় এই প্রাচীন মন্দিরটির কথা জানা গিয়েছে।”

মন্দিরটি বহু প্রাচীনকালের এবং সংস্কার না হওয়ায় বর্তমানে এটা জরাজীর্ণ হয়ে পড়েছে। তাই মন্দিরটির সংস্কারের ব্যাপারে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। পুরীর জগন্নাথ ধামের মতো এই মন্দিরটিও সংস্কার করে সুসজ্জিত করে তুললে পর্যটনকেন্দ্র এবং জগন্নাথ ভক্তদের পছন্দের স্থান হয়ে উঠতে পারে বলে মনে করেন তিনি। তাই মন্দিরটির কীভাবে সংস্কার করা যায়, সে বিষয়ে কিছুটা ধারণা নিতে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামিকে পুরীর জগন্নাথ মন্দির দেখতে যাওয়ার আমন্ত্রণ জানিয়েছেন ধর্মেন্দ্র প্রধান।