Rajasthan: জন্মদিনে যুবককে বন্ধুদের ভয়ঙ্কর ‘উপহার’, চলন্ত গাড়িতে জামা-কাপড় সব খুলে…

TV9 Bangla Digital | Edited By: অমর্ত্য লাহিড়ী

Jan 18, 2023 | 12:55 AM

Jaipur Crime News: সম্ভবত জন্মদিনটা তিনি ভুলতে চেয়েও, ভুলতে পারবেন না। কারণ স্মৃতিটা মোটেই সুখের নয়, আতঙ্কের।

Rajasthan: জন্মদিনে যুবককে বন্ধুদের ভয়ঙ্কর উপহার, চলন্ত গাড়িতে জামা-কাপড় সব খুলে…
প্রতীকী ছবি

Follow Us

জয়পুর: জন্মদিনটা সম্ভবত সারা জীবন তাঁর স্মৃতিতে থেকে যাবে। ভুলতে চেয়েও, ভুলতে পারবেন না। কারণ স্মৃতিটা সুখের নয়, আতঙ্কের। বন্ধুরা যা ‘উপহার’ দিল, তার জন্য মোটেই তৈরি ছিলেন না তিনি। রাজস্থানের এক যুবক অভিযোগ করেছেন, জন্মদিনের দিন তাঁর তথাকথিত বন্ধুরা তাঁকে অপহরণ করে। চলন্ত গাড়িতে রাতভর তাঁর সঙ্গে চলে অশ্লীল কাজকর্ম। মারধরও করা হয়। শুধু তাই নয়, তাঁকে ব্ল্যাকমেল করে, তাঁর কাছ থেকে ৫৮ হাজার টাকাও হাতিয়ে নিয়েছে ‘বন্ধু’রা। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে গত সোমবার (১৬ জানুয়ারি), জয়পুরের শহরের প্রতাপ নগর এলাকায়। অভিযুক্তদের এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি। বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, নির্যাতিত যুবক গঙ্গাপুর শহরের সোয়াই মাধোপুরের বাসিন্দা। তিনি জানিয়েছেন, সোমবার (১৬ জানুয়ারি) তাঁর জন্মদিন ছিল। অখিলেশ মীনা নামে তাঁর এক বন্ধু ফোন করে তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছিল। তারপর জন্মদিন উপলক্ষে পার্টির আবদার করেছিল। নির্যাতিত যুবক তা মেনেও নেন। তাঁরা দুজন ছাড়াও পার্টিতে আরও তিনজন যোগ দিয়েছিল – মনোজ মীনা, নেহরু মীনা এবং শৌতন মীনা। এরপর পাঁচজনই একটি গাড়িতে করে ঘুরতে বের হয়েছিলেন। চলন্ত গাড়িতেই তাঁরা মদ্যপানও করছিলেন। জন্মদিনের দোহাই দিয়ে ওই যুবককেই বেশি করে মদ খাওয়ানো হয়েছিল।

কিছু সময় পরই বন্ধুদের চেহারা বদলে গিয়েছিল। যুবকের অভিযোগ, চলন্ত গাড়িতেই বাকিরা জোর করে তাঁর জামা-কাপড় সব খুলে নিয়েছিল। এরপর রাতভর তাঁর সঙ্গে অশ্লীল কাজ-কর্ম করে চলে অখিলেশ ও বাকি তিনজন। যুবক বাধা দিয়েছিলেন। তাতে জুটেছিল মার, চড়-থাপ্পর। এরপর, অভিযুক্তরা ওই যুবকের কাছে আড়াই লক্ষ টাকাও দাবি করে। আতঙ্কিত যুবক, তাঁর ভাইকে ফোন করেছিলেন। অনলাইন পেমেন্টের মাধ্যমে অখিলেশ মীনাদের তিনি ৫৮ হাজার টাকা দেন। দাবি মতো পুরো টাকা না পেয়ে, এরপর অভিযুক্তরা তাঁকে বেধড়ক মারধর করে বলে জানিয়েছেন নির্যাতিত। এক সময় জয়পুর শহরের এক জায়গায়, প্রচণ্ড ঠান্ডার মধ্যেই সম্পূর্ণ নগ্ন অবস্থায় ওই যুবককে ফেলে অভিযুক্তরা পালিয়ে যায়।

নির্যাতিত যুবক কোনও রকমে প্রতাপ নগর থানায় পৌঁছন। অখিলেশ মীনা এবং তাঁর তিন সাগরেদের বিরুদ্ধে অভিযোগ জানান। পুলিশ তাঁর অভিযোগের ভিত্তিতে একটি এফআইআর দায়ের করেছে। অভিযুক্তদের খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি শুরু করেছে পুলিশ।

Next Article