করোনার সুনামির ধাক্কায় ঈদের খুশিতে ভাটা, বন্ধ জামা মসজিদের রাস্তা

May 14, 2021 | 9:50 AM

কোলাকুলিতেও ভয়। স্যানিটাইজেশন আর সামাজিক দূরত্বকে সঙ্গী করে দেশ জুড়ে শুরু ঈদ পালন।

করোনার সুনামির ধাক্কায় ঈদের খুশিতে ভাটা, বন্ধ জামা মসজিদের রাস্তা
পিপিই কিট পরে চলছে নমাজপাঠ (ছবি- পিটিআই)

Follow Us

নয়া দিল্লি: সম্প্রীতির দেশ ভারত। সব ধর্মের উৎসবেই সমান উদ্দীপনা দেখা যায় এ দেশে। আর করোনা নামের অদৃশ্য শত্রু বুঝিয়ে দিয়েছে ভাইরাস আর রোগের কাছে ধর্মের ভেদাভেদ নেই। সব ভেদ উপেক্ষা করেই প্রত্যেকদিন মারা যাচ্ছে কয়েক হাজার মানুষ। করোনার দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় নাজেহাল অবস্থা রাজধানী দিল্লির। তাই এবার খুশির ঈদেও মন খারাপের আবহ। জমায়েত না করে ঈদ পালনের বার্তা আগেই দেওয়া হয়েছে। আর আজ ঈদের দিনও দেখা গেল ঘাটতি পড়েছে সেই উচ্ছ্বাসে। মাত্র ১০ জনকে নিয়ে সামাজিক দূরত্ব বজায় রেখে নমাজ পড়লেন দিল্লির জামা মসজিদের শাহী ইমাম।

দিল্লিতে প্রতিদিন কয়েক’শ মানুষের মৃত্যু। অক্সিজেনের জন্য হাহাকার, শ্মশান কিংবা কবরস্থানের মৃতদেহের লাইন এবার কিছুটা বিস্বাদ করেছে রমজান মাসকে। তাই এবার মুসলিম সংগঠনগুলি আবেদন করেছে যাতে ঘরে থেকে নমাজ পড়েন সবাই। সেই মতো বন্ধ রাখা হয়েছে বহু মসজিদ।

আজ সকাল ৬ টায় শাহি ইমাম সৈয়দ আহমেদ বুখারি মাত্র ১০ জনকে নিয়ে সামাজিক দূরত্ব পালন করে নমাজ পড়েছেন। ঈদ উপলক্ষে দিল্লির খুরজি, জগৎপুরী এলাকায় পুলিশ টহল দিচ্ছে। ভারতের বৃহত্তম মসজিদ তথা দিল্লির জামা মসজিদ যাওয়ার রাস্তায় ব্যারিকেট লাগানো হয়েছে। জামা মসজিদ যাওয়ার রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। অন্য বার অন্তত ১৫ থেকে ১৮ হাজার মানুষের জমায়েত দেখা যায় এই মসজিদে।

আরও পড়ুন: ‘ভ্যাকসিন জোগাড় করতে না পারলে কি গলায় দড়ি দেব?’ আদালতের নির্দেশে ক্ষুব্ধ কেন্দ্রীয়মন্ত্রী

এবার সংক্রমণের ভয়ে বন্ধ রাখা হয়েছে জামা মসজিদ। শুধুমাত্র ইমাম ও মসজিদের কয়েকজন কর্মী নমাজ পড়বেন সেখানে। ইমাম সৈয়দ আহমেদ বুখারি সাধারণ মানুষের উদ্দেশে বার্তা দিয়েছেন যাতে সবাই বাড়িতে থেকেই ঈদ পালন করেন। মসজিদগুলিতে যাতে ভিড় না হয়, সেদিকে খেয়াল রাখার কথাও বলেছেন তিনি।

একই ছবি দেখা যাচ্ছে এ রাজ্যেও। করোনা বিধি ও সতর্কতা অবলম্বন করে ঈদের নমাজ শুরু হয়েছে বহরমপুর গোরাবাজার জমিদারি জুম্মা মসজিদে। মসজিদে প্রবেশের আগে থার্মাল গানে তাপমাত্রা মাপা হচ্ছে। একই ছবি, রায়গঞ্জে। সামাজিক দূরত্ব মেনে, স্যানিটাইজ করে নমাজ পাঠ হয় রায়গঞ্জের মদিনা মসজিদে। বীরভূমে দেখা যাচ্ছে, অনেকেই বাড়ির ছাদে কয়েকজনকে নিয়ে বসে নমাজ পড়ছেন।

Next Article