শ্রীনগর: বুধবার (২২ নভেম্বর) সকাল থেকেই, জম্মু ও কাশ্মীরের রাজৌরি জেলায় সন্ত্রাসবাদীদের সঙ্গে জোর সংঘর্ষ চলছে নিরাপত্তা বাহিনীর। জঙ্গিদের গুলিতে এক মেজর ব়্যাঙ্কের কর্তা, একজন ক্যাপ্টেন, এবং ২ জন শহিদ হয়েছেন বলে জানিয়েছেন, নিরাপত্তা কর্তারা। আরও তিনজন জওয়ান গুরুতর আহত হয়েছেন। তাঁদের উধমপুরের সেনাবাহিনীর কমান্ড হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। নিরাপত্তারক্ষীদের গুলিতে এক জঙ্গিরও মৃত্যু হয়েছে বলে অনুমান করা হচ্ছে। তবে, বিষয়টি নিশ্চিত করেনি নিরাপত্তা বাহিনী।
সেনার পক্ষ থেকে জানানো হয়েছে, রাজৌরি জেলার ধর্মশালের বাজিমাল এলাকায় কয়েকজন জঙ্গি গা ঢাকা দিয়ে আছে বলে খবর দিয়েছিলেন সেনার গোয়েন্দারা। সেই তথ্যের ভিত্তিতে, এদিন সকাল থেকেই এলাকাটি ঘিরে ফেলে চিরুনি তল্লাশি শুরু করেছিল সেনাবাহিনী এবং জম্মু ও কাশ্মীর পুলিশের এক যৌথ বাহিনী। পালানোর পথ না পেয়ে গুলি ছুড়তে শুরু করেছিল জঙ্গিরা। তারপরই নিরাপত্তা বাহিনী এবং জঙ্গিদের মধ্যে গুলির লড়াই শুরু হয়েছিল। ঘটনাস্থলে এখনও অন্তত দুইজন সন্ত্রাসবাদী আটকে আছে বলে জানিয়েছে যৌথ বাহিনী। ওই দুই সন্ত্রাসবাদীকে নির্মূল করতে ওই এলাকায় আরও সৈন্য মোতায়েন করা হচ্ছে। এখনও দুই পক্ষে প্রচণ্ড গুলিযুদ্ধ চলছে। ওই দুই সন্ত্রাসবাদী বিদেশী নাগরিক বলে অনুমান নিরাপত্তা বাহিনীর।
রবিবার থেকেই তারা ওই এলাকায় ঘুরে বেড়াচ্ছিল বলে জানা গিয়েছে। এমনকি তারা একটি উপাসনালয়েও আশ্রয় নিয়েছিল। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, সন্ত্রাসবাদীদের সন্ধানে রবিবার থেকে ওই এলাকা ঘিরে অনুসন্ধান অভিযান শুরু হয়েছিল। সংবাদ সংস্থা পিটিআইকে এক গ্রামবাসী বলেছেন, “সেনা অভিযানের কারণে আমাদের বাড়িতে থাকতে নির্দেশ দেওয়া হয়েছিল। বাড়ির বাইরে যেতে নিষেধ করা হয়েছিল। আমাদের ছেলেমেয়েরাও এদিন বাড়িতেই ছিল। কেউ স্কুলে যায়নি।” গ্রামের কাছের বনাঞ্চলে গুলি চলছে বলে জানান তিনি।