শ্রীনগর: বড় মাপের নাশকতার চেষ্টা রুখে দিল নিরাপত্তা বাহিনী। শনিবার (১ জুলাই) রাতে, কাশ্মীরের শ্রীনগর থেকে চারটি সুগন্ধির বোতল ব্যবহার করে তৈরি ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি)-সহ গ্রেফতার করল এক লস্কর-ই-তৈবা সন্ত্রাসবাদীকে। জম্মু-কাশ্মীর পুলিশের এক মুখপাত্র জানিয়েছেন, শ্রীনগর পুলিশ বাটামালু বাসস্ট্যান্ড থেকে তাকে গ্রেফতার করা হয়। ওই জঙ্গির নাম ইয়াসির আহমেদ ইট্টু। সে কুলগাম জেলার কাইমোহের গুলশনাবাদ এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে বাটামালু থানায় বিস্ফোরক পদার্থ আইন, অস্ত্র আইন, বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইন বা ইউএপিএ-র প্রাসঙ্গিক ধারাগুলিতে একটি মামলা নথিভুক্ত করা হয়েছে। ওই পারফিউম বোতল ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইসগুলি সে কোথা থেকে সংগ্রহ করেছিল এবং কোথায় নিয়ে যাচ্ছিল, এই বিষয়ে জানার জন্য আরও তদন্ত করা হচ্ছে। তার সঙ্গে উপত্যকার আর কার করা যোগাযোগ রয়েছে, সেই দিকটিও খতিয়ে দেখা হচ্ছে।
One terror associate of LeT namely Yasir Ahmed Ittoo S/o Ab Rashid Ittoo R/o Gulshanabad, Qaimoh arrested with 4 perfume IEDs from Batmaloo Bus Stand. FIR No 77/2023 under sections 3/5 of Explosive Substances act, 7/25 of IA Act & 13,23 of ULAP Act registered in Batmaloo PS. pic.twitter.com/RFPYTCq2Bv
— Srinagar Police (@SrinagarPolice) July 1, 2023
চলতি বছরের ফেব্রুয়ারিতেই প্রথমবার উপত্যকায় একটি সুগন্ধি বোতলের ভিতরে লাগানো ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস বা আইইডি উদ্ধার করেছিল জম্মু-কাশ্মীর পুলিশ। লস্কর-ই-তৈবা জঙ্গি সংগঠনে যোগ দিয়েছিলেন কাশ্মীরের এক সরকারি স্কুলের শিক্ষক আরিফ। জানুয়ারিতে জম্মুর নারওয়াল এলাকায় জোড়া বিস্ফোরণে নয়জন আহত হয়েছিলেন। ওই মামলার তদন্তের সময়ই তাকে গ্রেফতার করেছিল পুলিশ। তার কাছ থেকেই ওই বিশেষ ধরনের আইইডি পাওয়া গিয়েছিল। জম্মু ও কাশ্মীর পুলিশের প্রধান দিলবাগ সিং বলেছেন, “কেন্দ্রশাসিত অঞ্চলে এই ধরনের বোমা উদ্ধারের ঘটনা এই প্রথম। আমরা অতীতে কোনওদিন কোনও পারফিউম আইইডি পাইনি। কেউ সেটা চাপা দেওয়া বা খোলার চেষ্টা করলেই আইইডি-টে বিস্ফোরণ ঘটবে।”
সেই সময় পুলিশ প্রধান জানিয়েছলেন, পাকিস্তানি হ্যান্ডলারদের নির্দেশে কাজ করছিলেন আরিফ। সেই সময় বৈষ্ণো দেবী তীর্থযাত্রা চলছিল। তীর্থযাত্রীদের একটি বাসে বোমা হামলা চালিয়েছিল সে। বর্তমানে, কাশ্মীরে অমরনাথ যাত্রা চলছে। তীর্থযাত্রীদের নিরাপত্তার জন্য গোটা উপত্যকা জুড়ে এখন ব্যপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এই চারটি আইইডি ব্যবহার করে অমরনাথ যাত্রীদের উপর কোনও হামলা চালানোর ছক ছিল কিনা, তার তদন্ত চলছে।