Jammu & Kashmir Assembly Election 2024 Phase 1 Voting Day Live Updates: ১০ বছরে প্রথম বিধানসভা ভোট, প্রথম দফায় ভোট পড়ল প্রায় ৫৯ শতাংশ

| Updated on: Sep 20, 2024 | 12:36 PM

J&K Assembly Polls 2024 Phase 1 Live Voting Day News Updates in Bengali: আজ, ১৮ সেপ্টেম্বর প্রথম দফার ভোট গ্রহণ। মোট ২৪টি আসনে ভোট গ্রহণ হবে। প্রথম দফায় দক্ষিণ কাশ্মীর অঞ্চলের ১৬টি আসনে এবং জম্মু অঞ্চলের ৮টি আসনে ভোট হচ্ছে। প্রায় ২৩.২৭ লক্ষ ভোটার ২১৯ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবে।

Jammu & Kashmir Assembly Election 2024 Phase 1 Voting Day Live Updates: ১০ বছরে প্রথম বিধানসভা ভোট, প্রথম দফায় ভোট পড়ল প্রায় ৫৯ শতাংশ
১০ বছর পর ভোট জম্মু-কাশ্মীরে।Image Credit source: PTI

দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে নির্বাচন হচ্ছে উপত্যকায়। আজ, বুধবার থেকে শুরু জম্মু-কাশ্মীরের বিধানসভা নির্বাচন। মোট তিন দফায় ভোট হবে জম্মু-কাশ্মীরে। আজ, ১৮ সেপ্টেম্বর প্রথম দফার ভোট গ্রহণ। মোট ২৪টি আসনে ভোট গ্রহণ হবে। প্রথম দফায় দক্ষিণ কাশ্মীর অঞ্চলের ১৬টি আসনে এবং জম্মু অঞ্চলের ৮টি আসনে ভোট হচ্ছে। প্রায় ২৩.২৭ লক্ষ ভোটার ২১৯ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবে। এই ভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ ২০১৯ সালে সংবিধান থেকে ৩৭০ অনুচ্ছেদ অবলুপ্তি ও জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহারের পর প্রথমবার ভোট হতে চলেছে। হাইভোল্টেজ এই নির্বাচন যাতে সুষ্ঠভাবে হয়, তার জন্য নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে উপত্যকা।

LIVE NEWS & UPDATES

The liveblog has ended.
  • 18 Sep 2024 08:46 PM (IST)

    প্রথম দফায় ভোট পড়ল প্রায় ৫৯ শতাংশ

    জম্মু ও কাশ্মীরের ২৪টি আসনে বুধবার ভোট হয়। শেষপর্যন্ত প্রায় ৫৯ শতাংশ ভোট পড়েছে। ভোট শেষে নির্বাচন কমিশন জানিয়েছে, প্রথম দফায় শান্তিপূর্ণ ভোটগ্রহণ হয়েছে ২৪টি আসনে।

  • 18 Sep 2024 01:59 PM (IST)

    দুপুর ১টা পর্যন্ত ভোট পড়ল ৪১ শতাংশ

    জম্মু-কাশ্মীরের বিধানসভা নির্বাচনে মিলছে ভাল সাড়া। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, দুপুর ১টা পর্যন্ত ভোট পড়েছে ৪১.১৭ শতাংশ।

  • 18 Sep 2024 12:23 PM (IST)

    সকাল ১১টা পর্যন্ত ভোট পড়ল ২৬ শতাংশ

    নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, জম্মু-কাশ্মীর বিধানসভা নির্বাচনের প্রথম দফায় সকাল ১১টা পর্যন্ত ভোট পড়েছে ২৬.৭২ শতাংশ। এর মধ্যে ডোডা, কিশতেওয়ারের ৩২ শতাংশ ভোট পড়েছে। সর্বনিম্ন ভোট পড়েছে পুলওয়ামায়, ২০.৩৭ শতাংশ।

  • 18 Sep 2024 10:00 AM (IST)

    কত শতাংশ ভোট পড়ল জম্মু-কাশ্মীরে?

    জম্মু-কাশ্মীরে চলছে বিধানসভা নির্বাচন। আজ প্রথম দফার ভোটগ্রহণ। সকাল ৯টা পর্যন্ত জম্মু-কাশ্মীরে ১১.১১ শতাংশ ভোট পড়েছে বলেই জানিয়েছে নির্বাচন কমিশন।

  • 18 Sep 2024 08:20 AM (IST)

    পুলওয়ামায় ভোটারদের ভিড়

    সকালেই পুলওয়ামার কেন্দ্রে দেখা গেল ভোটারদের লাইন।

  • 18 Sep 2024 08:10 AM (IST)

    শেষ নির্বাচনে কোন দলের কেমন ফল ছিল?

    ২০১৪ সালে শেষবার বিধানসভা নির্বাচন হয় জম্মু-কাশ্মীরে। সেই নির্বাচনে পিডিপি দক্ষিণ কাশ্মীর এবং চেনাব উপত্যকায় ২২টি আসনের মধ্যে ১১টি আসন জিতেছিল। এটিই সর্বোচ্চ আসন ছিল। বিজেপি এবং কংগ্রেস ৪টি আসনে জিতেছিল, ন্যাশনাল কনফারেন্স ২টি আসন এবং সিপিআই-এম একটি আসন দখল করেছিল। ৩৭০ অনুচ্ছেদ বিলুপ্তির পরে, ডোডা এবং কিশতওয়ার জেলায় একটি করে আসন বেড়েছে। এবার ২৪টি আসনে ভোট হচ্ছে।

  • 18 Sep 2024 07:58 AM (IST)

    কুলগামে ভোটারদের লাইন

  • 18 Sep 2024 07:55 AM (IST)

    ভোট গ্রহণ চলবে ৬টা পর্যন্ত

    জম্মু-কাশ্মীরে প্রথম দফা নির্বাচন আজ। ২৪টি কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়েছে সকাল ৭টা থেকে। ভোট গ্রহণ হবে সন্ধে ৬টা পর্যন্ত।

  • 18 Sep 2024 07:53 AM (IST)

    জম্মুর কোথায় ভোট?

    বিধানসভা নির্বাচনের প্রথম দফায় জম্মুর ৮টি বিধানসভা কেন্দ্রে ভোট হচ্ছে আজ। এর মধ্যে রয়েছে ইন্দেরওয়াল, কিশতওয়ার, পাদার-নাগসেন ভদেরওয়াহ, ডোডা, ডোডা পশ্চিম, রামবান এবং বানিহাল আসন।  নির্বাচনে মোট ৬৪ জন প্রার্থী রয়েছেন, এর মধ্যে ২৫ জন নির্দল প্রার্থী।

  • 18 Sep 2024 07:49 AM (IST)

    কাশ্মীরের কোথায় কোথায় ভোট আজ?

    জম্মু ও কাশ্মীরে প্রথম দফায় যে ২৪টি আসনের জন্য নির্বাচন হচ্ছে, তার মধ্যে ১৬টি আসন দক্ষিণ কাশ্মীরের। পাম্পোর, ত্রাল, পুলওয়ামা, রাজপোরা, জৈনাপোরা, সোপিয়ান, ডিএইচ পোরা কুলগাম, দেবসার, ডোরু, কোকেরনাগ, অনন্তনাগ পশ্চিম, অনন্তনাগ, শ্রীগুফওয়ারা-বিজভেরা, শাঙ্গাস-অনন্তনাগ পূর্ব এবং পহেলগাম আসন অন্তর্ভুক্ত।

Published On - Sep 18,2024 7:48 AM

Follow Us: