শ্রীনগর: জম্মু ও কাশ্মীরের কারার দফতরের উচ্চ পদস্থ এক পুলিশকর্তার মৃতদেহ উদ্ধার হল তাঁর বাড়িতে। তিনি জম্মু ও কাশ্মীরের কারা দফতরের ডিজিপি পদমর্যাদার অফিসার। সোমবার রাতে হেমন্ত কুমার লোহিয়া নামের ওই অফিসারের দেহ উদ্ধার হয়েছে। ঘটনার খবর টুইট করে জানানো হয়েছে জম্মু ও কাশ্মীরের পুলিশের তরফে। ঘটনার তদন্ত শুরু করেছে সে রাজ্যের পুলিশ। প্রাথমিক ভাবে পুলিশ মনে করছে, খুন করা হয়েছে ওই অফিসারকে। তাঁর গৃহ সহায়কই এই খুন করেছেন বলে সন্দেহ পুলিশের। ঘটনার পর থেকেই পলাতক ওই গৃহ সহায়ক। তাঁর খোঁজে চালানো হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। তবে খুনের পাশাপাশি আর বিভিন্ন বিষয়েও তদন্ত চালাচ্ছে পুলিশ। পরে পুলিশ জানিয়েছে, অভিযুক্ত গৃহ সহায়ককে গ্রেফতার করা হয়েছে।
জানা গিয়েছে, মৃত অফিসার হেমন্ত কুমার লোহিয়ার নিজের বাড়িতে সংস্কারের কাজ চলছে। তাই তিনি নিজের পরিবার নিয়ে তাঁর বন্ধু রাজীব খাজুরিয়ার বাড়িতে থাকছিলেন। ঘটনা নিয়ে জম্মু জোনের অতিরিক্ত ডিরেক্টর জেনারেল অব পুলিশ মুকেশ সিং বলেছেন, “ঘটনার পর থেকে গৃহ সহায়ক পলাতক। তাঁর খোঁজে তল্লাশি শুরু করা হয়েছে। গৃহ সহায়কের নাম ইয়াসির। তাঁর বাড়ি জম্ম ও কাশ্মীরের রামবন জেলায়।” ওই অফিসারের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তিনি আরও বলেছেন, “হেমন্ত লোহিয়ার দেহ যে ভাবে পাওয়া গিয়েছে, তাতে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, তিনি খুন হয়েছে। তাঁর গলা কেটে খুন করা হয়েছে। ফরেন্সিক দল ও ক্রাইম দলের সদস্যরা ঘটনাস্থলে গিয়েছে। তদন্ত শুরু হয়েছে।”
জানা গিয়েছে, ৫৭ বছরের লোহিয়া ১৯৯২ সালের আইপিএস ব্যাচের অফিসার। অগস্ট মাসে কারা দফতরের ডিজিপি হয়েছিলেন তিনি।