Pawan Kalyan: রাস্তায় শুয়ে চন্দ্রবাবু নাইডুর গ্রেফতারির প্রতিবাদ, আটক অভিনেতা পবন কল্যাণ

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Sep 10, 2023 | 9:23 AM

Chandrababu Naidu: চন্দ্রবাবু নাইডুর গ্রেফতারির প্রতিবাদে এদিন ভোরে মাটিতে শুয়ে প্রতিবাদ করেন জনসেনা পার্টির প্রেসিডেন্ট পবন কল্য়াণ।  তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন দলের নেতা নাদেন্দলা মনোহরও। বিক্ষোভ-অশান্তি বাড়তেই তাঁদের আটক করে পুলিশ। সূত্রের খবর, পবন কল্য়াণ সহ আটক নেতাদের বিজয়ওয়াড়ায় নিয়ে যাওয়া হচ্ছে।

Pawan Kalyan: রাস্তায় শুয়ে চন্দ্রবাবু নাইডুর গ্রেফতারির প্রতিবাদ, আটক অভিনেতা পবন কল্যাণ
রাস্তায় শুয়ে প্রতিবাদ পবন কল্য়াণের।
Image Credit source: ANI

Follow Us

চেন্নাই: চন্দ্রবাবু নাইডুর গ্রেফতারির প্রতিবাদ করতে গিয়ে আটক হলেন অভিনেতা তথা জনসেনা পার্টির সভাপতি পবন কল্য়াণ। আটক করা হয়েছে দলের প্রবীণ নেতা নাদেন্দলা মনোহরকেও। অন্ধ্র প্রদেশ পুলিশের তরফে জানানো হয়েছে, এনটিআর জেলায় বিক্ষোভ দেখাচ্ছিলেন জনসেনা পার্টির সমর্থকরা। অশান্তি সৃষ্টি করতেই তাঁদের আটক করা হয়। বিজয়ওয়াড়ায় নিয়ে যাওয়া হচ্ছে তাঁদের।

দুর্নীতির অভিযোগে শনিবার ভোরেই গ্রেফতার হন অন্ধ্র প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু। তাঁর বিরুদ্ধে অন্ধ্র প্রদেশ সরকারের স্কিল ডেভেলপমেন্ট স্কিমে ৩৭১ কোটি টাকার দুর্নীতির অভিযোগ রয়েছে। নির্বাচনী প্রচার সেরে শনিবার ভোরে তিনি যখন ভ্যানিটি ভ্য়ানে বিশ্রাম নিচ্ছিলেন, সেই সময়ই তাঁকে গ্রেফতার করে সিআইডি। গতকাল স্বাস্থ্য পরীক্ষার পর আজ ভোররাতে টিডিপি প্রধানকে অ্যান্টি-কোরাপশন ব্যুরোর আদালতে পেশ করা হয়।

এদিকে, চন্দ্রবাবু নাইডুর গ্রেফতারির প্রতিবাদে এদিন ভোরে মাটিতে শুয়ে প্রতিবাদ করেন জনসেনা পার্টির প্রেসিডেন্ট পবন কল্য়াণ।  তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন দলের নেতা নাদেন্দলা মনোহরও। বিক্ষোভ-অশান্তি বাড়তেই তাঁদের আটক করে পুলিশ। সূত্রের খবর, পবন কল্য়াণ সহ আটক নেতাদের বিজয়ওয়াড়ায় নিয়ে যাওয়া হচ্ছে। তবে তাঁদের বিরুদ্ধে কোনও এফআইআর দায়ের করা হয়নি বলেই জানা গিয়েছে।

শনিবার চন্দ্রবাবু নাইডুর গ্রেফতারির পরই প্রতিবাদে সরব হন জনসেনা পার্টির প্রধান পবন কল্যাণ। প্রাক্তন মুখ্যমন্ত্রীকে সমর্থন জানাতে হায়দরাবাদ থেকে বিজয়ওয়াড়ার দিকে রওনা দেন তিনি। কিন্তু পুলিশ তাঁর বিমানের উড়ানের অনুমতি না দেওয়ায় বাধ্য় হয়ে সড়কপথেই বিজয়ওয়াড়ার দিকে রওনা দেন। এনটিআর জেলায় তাঁর কনভয়কে দুইবার আটকানো হলে, তিনি গাড়ি থেকে নেমে মঙ্গলাগিরির দিকে রওনা দেন।

সেখানেও পুলিশ পথ আটকালে অনুমানচিপাল্লীর রাস্তায় শুয়ে পড়েন পবন কল্যাণ। এরপরই পুলিশ তাঁকে আটক করে। জোর করে গাড়িতে তোলা হয়।

Next Article