AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Japan ambassador: বড়া পাও খেতে গিয়ে জাপানি রাষ্ট্রদূতের লাগল ঝাল! ভিডিয়ো দেখে মোদী বললেন…

Japan ambassador vada pav Video: পুনে সফরে গিয়ে সেখানকার রাস্তার খাবার বা স্ট্রিট ফুড চেখে দেখলেন ভারতে নিযুক্ত জাপানি রাষ্ট্রদূত হিরোশি সুজুকি। তবে খেতে গিয়ে ঝালে মরলেন তিনি। ভিডিয়ো দেখে কী বললেন প্রধানমন্ত্রী মোদী?

Japan ambassador: বড়া পাও খেতে গিয়ে জাপানি রাষ্ট্রদূতের লাগল ঝাল! ভিডিয়ো দেখে মোদী বললেন...
পুনের রাস্তায় বড়া পাওয়ে কামড় জাপানি রাষ্ট্রদূতের, রসিক মন্তব্য প্রধানমন্ত্রী মোদীর
| Edited By: | Updated on: Jun 11, 2023 | 6:56 PM
Share

পুনে / নয়া দিল্লি: পুনে সফরে গিয়ে সেখানকার ‘স্ট্রিট ফুড’ বা রাস্তার খাবার চেখে দেখলেন ভারতে নিযুক্ত জাপানি রাষ্ট্রদূত হিরোশি সুজুকি। এক অনুষ্ঠানে যোগ দিতে সম্প্রতি পুনে গিয়েছিলেন তিনি। সেখানে, তাঁকে এবং তাঁর স্ত্রীকে দেখা গেল বড়া পাও, মিসাল পাও-সহ মহারাষ্ট্রের বিভিন্ন স্ট্রিট ফুড উপভোগ করতে। তবে, তাঁর জাপানি জিভে ভারতীয় খাদ্যপদ ঝাল লেগেছে। হিরোশি সুজুকি জানিয়েছেন, ঝাল খাওয়ার প্রতিযোগিতায় তাঁকে হারিয়ে দিয়েছেন তাঁর স্ত্রী। সস্ত্রীক জাপানি রাষ্ট্রদূতের ভারতীয় রাস্তার খাদ্যপদ চেখে দেখার এই ভিডিয়ো, স্বাভাবিকভাবেই নেটিজেনদের নজর কেড়েছে। একই সঙ্গে দৃষ্টি আকর্ষণ করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীরও। সোশ্যাল মিডিয়ায় মজার মজার মন্তব্য করা এবং প্রতিক্রিয়া ব্যক্ত করার জন্য বিশেষ পরিচিতি রয়েছে প্রধানমন্ত্রী মোদীর। এই ক্ষেত্রেও তার ব্যতিক্রম ঘটেনি। মোদী বলেছেন, ‘এটা এমন এক প্রতিযোগিতা, যেখানে আপনি হারতে আপত্তি করবেন না।’

শুক্র ও শনিবার, পুনের বিভিন্ন রেস্তোরাঁ এবং রাস্তার ধারের খাবারের দোকান থেকে তাঁর এবং তাঁর স্ত্রীর বিভিন্ন মহারাষ্ট্রীয়-স্টাইলের স্ট্রিট ফুড খাওয়ার বেশ কয়েকটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন জাপানি রাষ্ট্রদূত হিরোশি সুজুকি। বড়া পাও, মিসাল পাও, পাও ভাজি খেয়ে তিনি জানিয়েছেন, “আমি ভারতের স্ট্রিট ফুড পছন্দ করি … তবে থোড়া তিখা কম প্লিজ (একটু কম ঝাল দিন)!” তিনি জানিয়েছেন, তাঁর টুইটার ফলোয়ার্সরা তাঁকে পুনের বিখ্যাত মিসাল পাও খাওয়ার সুপারিশ করেছিলেন। ভিডিয়োতে দেখা গিয়েছে, রেস্তোরাঁতে গিয়ে সুজুকি কম মশলাদার খাবার চাইছেন, আর তাঁর স্ত্রী চাইছেন বেশি মশলাদার খাবার। আরও দেখা গিয়েছে, তাঁর স্ত্রী সুজুকিকে জিজ্ঞেস করছেন, বড়া পাও-এর সঙ্গে তিনি কাঁচা লঙ্কা খাবেন কিনা? জবাবে সুজুকি জানান, বড়া পাও তাঁর এমনিতেই ঝাল লাগছে। শনিবার এই বিষয়ে পোস্ট করা শেষ ভিডিয়োটিতে সুজুকি বলেন, “ঝাল খাওয়ার বিষয়ে আমার স্ত্রী আমাকে হারিয়ে দিয়েছে!”

পুনেতে গিয়ে জাপানি রাষ্ট্রদূত এবং তাঁর স্ত্রীর ভারতীয় স্ট্রিট ফুড খাওয়ার এই প্রচেষ্টাকে সাধুবাদ জানিয়েছেন ভারতীয় নেটিজেনরা। তাদের মধ্যে রয়েছেন ভারতীয় প্রধানমন্ত্রীও। হিরোশি সুজুকির শনিবারের টুইটটি রিটুইট করে নরেন্দ্র মোদী লিখেছেন, “এটি এমন একটা প্রতিযোগিতা মিস্টার অ্যাম্বাসাডর,  যেখানে আপনি হারতে আপত্তি করবেন না। আপনি ভারতের খাদ্য বৈচিত্র্য উপভোগ করছেন এবং সেটা এমন একটি উদ্ভাবনী উপায়ে উপস্থাপন করেছেন, দেখে ভালো লাগছে। এই রকম আরও ভিডিয়ো আসুক।” এর আগে চলতি বছরের মার্চ মাসে, ভারত সফরে এসেছিলেন জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা। সেই সময় তাঁকে নয়া দিল্লির বুদ্ধ জয়ন্তী পার্কে নিয়ে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুই রাষ্ট্রনেতাকে ফুচকা, আম পান্না, লস্যির মতো বিভিন্ন ভারতীয় স্ট্রিটফুড খেতে দেখা গিয়েছিল।

বড়া পাও খেতে গিয়ে ঝাল লাগায়, জাপানি রাষ্ট্রদূত হিরোশি সুজুকিকে তাঁর সোশ্যাল মিডিয়া ফলোয়াররা মিস্টি ভারতীয় খাবার খাওয়ার পরামর্শ দিয়েছেন। একজন বলেছেন, বড়া পাও সত্যিই খুব ঝাল এবং একজন জাপানি হিসেবে সেটা খাওয়া অত্যন্ত সাহসের কাজ। ঝাল কমাতে আমের লস্যি বা আমের আইসক্রিম খাওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। এছাড়া, তাঁকে বাটারমিল্ক বা মিষ্টি খাওয়ার পরামর্শও দিয়েছেন ভারতীয়রা। নতুন খাবার খাওয়ার বিষয়ে তাঁর এই ইচ্ছার প্রশংসাও করেছেন বহু মানুষ।