নয়া দিল্লি: গত বুধবার (৮ মার্চ) ছিল হোলি। আবার ওই দিনই ছিল আন্তর্জাতিক নারী দিবসও। আর মহিলাদের জন্য নিবেদিত এই দিনেই দিল্লির একদল পুরুষের জঘন্য আচরণে লজ্জায় মুখ ঢাকল ভারতের। হোলি উদযাপনে সামিল হতে এসে ভয়ঙ্কর অভিজ্ঞতার শিকার হতে হল এক ২২ বছর বয়সী জাপানি যুবতীকে। দোল খেলার নামে ওই ধস্তাধস্তি, যৌন হয়রানি, জাপ্টে ধরা – কিছুই বাকি রাখেনি একদল পুরুষ। ঘটনার একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেই ভিডিয়োতে দেখা যাচ্ছে, জাপানি যুবতী ওই পুরুষের দলকে বাধা দিচ্ছেন। আর তাঁকে ঘিরে ধরে জোর খাটিয়ে তাঁর গায়ে-মুখে রং লাগাচ্ছে ওই পুরুষের দল। এক ব্যক্তিকে তাঁর মাথায় একটি ডিমও ভাঙতে দেখা গিয়েছে। , ক্ষোভের জন্ম দিয়েছে এবং কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে। ভাইরাল ভিডিয়টি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ক্ষোভের জন্ম দিয়েছে। ভিডিয়োটি পুলিশের নজরও এড়ায়নি। শুক্রবার দিল্লি পুলিশ বলেছে, “ভিডিয়োটিতে যে ল্যান্ডমার্কগুলি দেখা যাচ্ছে, তার ভিত্তিতে ভিডিয়োটি পাহাড়গঞ্জের বলে মনে হচ্ছে। তবে, ওই এলাকায় সত্যিই এমন কোনও ঘটনা ঘটেছে, নাকি ভিডিয়োটি পুরনো, তা যাচাই করা হচ্ছে।”
ভাইরাল ভিডিয়োটিতে দেখা যাচ্ছে, একদল যুবক ওই যুবতীর উপর জোর করে রং দিচ্ছে। হাত দিয়ে মুখ এবং শরীর আড়াল করে সম্ভ্রম রক্ষার চেষ্টা করেন তিনি। এরই মধ্যে অপর একজন এসে ওই যুবতীর মাথায় ডিম ফাটায়। পুরো সময়টা যুবতীকে আতঙ্কে চিৎকার করতে শোনা যায়। এমনকি, “বাই, বাই, বাই” বলে ওই পুরুষদের হাত থেকে নিজেকে ছাড়িয়ে সেখান থেকে সরে যাওয়ার চেষ্টা করেন যুবতী। কিন্তু, উদ্দাম পুরুষদের “হোলি হ্যায়, হোলি হ্যায়” স্লোগানের আওয়াজে তাঁর কন্ঠস্বর চেপে যায়। অবশেষে ওই পুরুষদের দলের খপ্পর থেকে তিনি নিজেকে মুক্ত করেন। কিন্তু, সঙ্গে সঙ্গে আবার এক ব্যক্তি “হ্যাপি হোলি” বলে চিৎকার করে তার মুখে রঙ দেওয়ার চেষ্টা করে। তাঁর হাত চেপে ধরে রাখার চেষ্টা করে। জাপানি যুবতীকে দেখা যায় ওই ব্যক্তিকে চড় মারতে। ভিডিয়োর শেষভাগে জাপানি মহিলাকে দেখা যায়, তিনি পুরো চুপচুপে হয়ে ভিজে গিয়েছেন। বাদুরে রঙের দাপটে তখন তাঁকে চেনাই দায়।
For those who were against the #BHARATMATRIMONY Holi campaign. A Japanese tourist in India. Imagine your sister, mother or wife being treated like this in another county? Maybe you will understand then. pic.twitter.com/VribIpXBab
— Ram Subramanian (@iramsubramanian) March 10, 2023
এই নির্লজ্জ হয়রানির দৃশ্য দেখে হতবাক নেটিজেনরা। অধিকাংশ মানুষ ভিডিয়োটি দেখেই ওই পুরুষদের চিহ্নিত করে শাস্তি দেওয়ার দাবি জানিয়েছে। আন্তর্জাতিক নারী দিবসেই একজন বিদেশি মহিলাকে এইভাবে হেনস্থা করার ঘটনা, গোটা দেশের লজ্জা বলে জানিয়েছেন তারা। ভিডিয়োটির প্রেক্ষিতে দিল্লি পুলিশ এবং জাতীয় মহিলা কমিশনের পদক্ষেপ দাবি করা হয়েছে। বলিউড অভিনেত্রী রিচা চাড্ডাও ভিডিয়োটি শেযার করে, পুরুষদের শাস্তির দাবি জানিয়েছেন। বিজেপি নেত্রী তথা জাতীয় মহিলা কমিশনের সদস্য খুশবু সুন্দরও এই ঘটনার তীব্র সমালোচনা করেছেন।
২২ বছর বয়সী এই জাপানি পর্যটক গত কয়েক মাস ধরে ভারতে একা একাই ভ্রমণ করছেন বলে জানা গিয়েছে। তবে, তিনি ঠিক কোথায় এই হেনস্থার শিকার হয়েছেন, তা এখনও স্পষ্ট নয়। পুলিশ প্রাথমিকভাবে এলাকাটি পাহাড়গঞ্জ বলে মনে করছে। কিন্তু, সেখানকার স্থানীয় থানায় কোনও বিদেশীর সঙ্গে দুর্ব্যবহার সংক্রান্ত কোনও অভিযোগ দায়ের হয়নি। দিল্লি পুলিশ এক বিবৃতিতে বলেছে, “যুবতীর পরিচয় এবং ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্য জানতে জাপানি দূতাবাসের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। স্থানীয় পুলিশ অফিসার এবং গোয়েন্দাদের মাধ্যমে ভিডিয়োটিতে যে পুরুষদের দেখা গিয়েছে, তাদের পরিচয় নিশ্চিত করার চেষ্টা চলছে। বিস্তারিত তদন্তের পর, উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।”