JCB Tyre Burst: JCB টায়ারের বীভৎস বিস্ফোরণ! ছিন্ন-বিচ্ছিন্ন হয়ে গেল দুটি দেহ, দেখুন হাড়হিম করা ভিডিয়ো

TV9 Bangla Digital | Edited By: অরিজিৎ দে

May 05, 2022 | 8:00 PM

JCB machine: পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, টায়ারটির বিস্ফোরণের সঙ্গে সঙ্গে সামনে থাকা দু'জনের দেহ ছিন্ন-বিচ্ছিন্ন হয়ে যায়। পুলিশ আধিকারিকরা জানিয়েছেন এই ঘটনার তদন্ত চলছে বলেই জানিয়েছে পুলিশ।

JCB Tyre Burst: JCB টায়ারের বীভৎস বিস্ফোরণ! ছিন্ন-বিচ্ছিন্ন হয়ে গেল দুটি দেহ, দেখুন হাড়হিম করা ভিডিয়ো
ছবি: টুইটার

Follow Us

রায়পুর: বিভিন্ন নির্মাণ ভাঙার কাজে বুলডোজ়ার ব্যবহার করা হয় এই কথা আমরা সকলেই জানি। অনেক সময় বেআইনি উচ্ছেদ অভিযানেও ব্যবহার করা হয় বুলডোজ়ার। সে সংস্থাগুলি এই বিশেষ ধরনের গাড়ি নির্মাণ করে তাই মধ্যে জেসিবি বহুল প্রচলিত, তাই এই বিশেষ গাড়িগুলিকে অনেকে জেসিবিও বলে থাকেন। যেহেতু ভারী কাজ করতে এই বিশেষ গাড়ি ব্যবহার করা হয়, তাই এই গাড়ির বিশালকার চাকাও অন্য গাড়ির তুলনায় আলাদা হয়। জেসিবির চাকাতে হাওয়া ভরার সময় যে এমন কাণ্ড ঘটতে পারে, সেই কথা হয়ত কল্পনাও করতে পারেননি অনেকে। ছত্তীসগঢ়ের রাজধানী রায়পুরে মঙ্গলবার জেসিবির টায়ার বিস্ফোরণের ফলে ২ জনের মৃত্যু হয়েছে। রায়পুরের সিলটারা ইন্ডাসট্রিয়াল এলাকার এই মারাত্মক ঘটনাটি ঘটেছে। সেখানে নির্মাণকর্মীরা জেসিবির চাকাতে হাওয়া ভরার সময় এই ভয়ানকভাবে টায়ারটি বিস্ফোরণ হয়, সিসিটিভি ক্যামেরার ভিডিয়োতে দেখা গিয়েছে, যা চাকায় হাওয়া ভরার কাজ করছিলেন, বিস্ফোরণের ফলে তারা ছিটকে পড়েন।

পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, টায়ারটির বিস্ফোরণের সঙ্গে সঙ্গে সামনে থাকা দু’জনের দেহ ছিন্ন-বিচ্ছিন্ন হয়ে যায়। পুলিশ আধিকারিকরা জানিয়েছেন এই ঘটনার তদন্ত চলছে বলেই জানিয়েছে পুলিশ। তদন্ত নেমে পুলিশ দেখছে, ওই টায়ারে আগে থেকে কোনও খুঁত ছিল নাকি অতিরিক্ত হাওয়া ভরার কারণেই টায়ারটির বিস্ফোরণ হয়েছে। এমনকী ওই জেসিবি মালিককে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে বলেই জানিয়েছে পুলিশ। বিশেষজ্ঞদের মতে, টায়ারে কোনও খুঁত থাকলে অথবা অতিরিক্ত হাওয়া ভরা হলে টায়ার ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। গত বছর গুজরাটের রাজকোটে একটি চলন্ত বাসের টায়ার ফেটে যাওয়ার কারণ ৫ জনের মৃত্যু হয়েছিল এবং ১১ জন আহত হয়েছিল।

Next Article