Congress: সিঙাড়া কেনার টাকা নেই কংগ্রেসের কাছে! আজব দাবি JDU সাংসদের, কেন জানেন?
INDIA Alliance: গত মঙ্গলবারই ইন্ডিয়া জোটের বৈঠক হয়। জেডিইউ সাংসদের দাবি, আগে জোটের বৈঠকে অন্তত চা ও সিঙাড়া দেওয়া হয়েছিল, কিন্তু চতুর্থ বৈঠকে শুধুমাত্র চা ও বিস্কুটই দেওয়া হয়েছিল। বৈঠকে উপস্থিত নেতাদের কপালে একটা সিঙাড়াও জোটেনি।
নয়া দিল্লি: দেশের অন্যতম ধনী রাজনৈতিক দল কংগ্রেস (Congress)। সেই দলেরই নাকি টাকা নেই। আর্থিক সঙ্কট এতটাই চরমে যে মিষ্টিমুখ অবধি করানোর ক্ষমতা নেই। অন্তত এমনটাই দাবি ইন্ডিয়া জোটের (INDIA Alliance) অন্যতম শরিক জনতা দল (ইউনাইটেড)-র (JDU) সাংসদের। নীতীশ কুমারের (Nitish Kumar) দলের সাংসদ সুনীল কুমার পিন্টো কংগ্রেসকে খোঁচা দিয়ে বলেন, দলের (কংগ্রেস) কাছে সিঙাড়ার ব্যবস্থা করার মতোও টাকা নেই।
গত মঙ্গলবারই ইন্ডিয়া জোটের বৈঠক হয়। জেডিইউ সাংসদের দাবি, আগে জোটের বৈঠকে অন্তত চা ও সিঙাড়া দেওয়া হয়েছিল, কিন্তু চতুর্থ বৈঠকে শুধুমাত্র চা ও বিস্কুটই দেওয়া হয়েছিল। বৈঠকে উপস্থিত নেতাদের কপালে একটা সিঙাড়াও জোটেনি।
সিঙাড়া না পেয়েই জেডিইউ সাংসদ সুনীল কুমার পিন্টো খোঁচা দিয়ে বলেন, “কালকের মিটিং চা-বিস্কুট দিয়েই সাড়া হয়েছে। সিঙাড়া ব্যবস্থা করার মতো টাকাও নেই কংগ্রেসের কাছে। কারণ সম্প্রতিই কংগ্রেস বলেছিল, তাদের কাছে ফান্ড নেই। লোকজনদের কাছ থেকে অনুদান চাওয়া হচ্ছে। সেই অনুদান আসতে দেরি হবে। সেই কারণে ইন্ডিয়া জোটের চতুর্থ বৈঠক শুধু চা-বিস্কুট দিয়েই শেষ করা হয়েছে।”
I.N.D.I गठबंधन की मीटिंग में समोसा न होने की वजह से मायूस हैं नीतीश कुमार के सांसद। बोले, किसी भी सीरियस मुद्दे पर चर्चा नहीं हुई।
जब तक नीतीश कुमार को गठबंधन के प्रधानमंत्री पद का उम्मीदवार घोषित नहीं किया जाएगा, इसी तरह की शिकायतें आती रहेंगी। 😂 pic.twitter.com/yJ5g4aG4Ak
— Amit Malviya (@amitmalviya) December 20, 2023
জেডিইউ সাংসদের সেই মন্তব্য আবার এক্স হ্যান্ডেলে পোস্ট করেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য। পোস্টের ক্য়াপশনে তিনি লেখেন, “নীতীশ কুমারের সাংসদরা ইন্ডিয়া জোটের বৈঠকে সিঙারা না থাকায় অসন্তুষ্ট হয়েছেন। বলছেন, কোনও গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়নি। যতক্ষণ অবধি নীতীশ কুমারকে জোটের প্রধানমন্ত্রীর মুখ হিসাবে ঘোষণা না করা হবে, ততক্ষণ অবধি এই ধরনের অভিযোগ আসতেই থাকবে।”