Jharkhand Tribal Girl Murder: নারকীয় অত্যাচার! ধর্ষণের পর খুন করে গাছে ঝুলিয়ে দেওয়া হল আদিবাসী কিশোরীকে
Jharkhand Tribal Girl Murder: কিশোরীকে আগে খুন করে আত্মহত্যা প্রমাণের জন্য গাছে ঝুলিয়ে দেওয়া হয়েছিল কি না, তা ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলেই নিশ্চিতভাবে বলা যাবে।
রাঁচী: একের পর এক হামলা, খুন। মহিলাদের বিরুদ্ধে হওয়া অপরাধের যেন স্বর্গরাজ্য হয়ে উঠছে ঝাড়খণ্ড। এবার এক আদিবাসী কিশোরীর ঝুলন্ত দেহ উদ্ধার হল। প্রাথমিক তদন্তে অনুমান, ওই কিশোরীকে ধর্ষণ করে খুন করা হয়েছে এবং তারপর তাঁর দেহ গাছে ঝুলিয়ে দেওয়া হয়। ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের দুমকায়। শুক্রবার ভোরে স্থানীয় বাসিন্দারাই প্রথম ওই কিশোরীর ঝুলন্ত দেহ দেখতে পান। এরপরে তারা পুলিশে খবর দেন। ওই কিশোরীর দেহ ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছে।
পুলিশের তরফে জানানো হয়েছে, নির্যাতিত ওই কিশোরী তাঁর আত্মীয়ের সঙ্গে দুমকায় থাকতেন। স্থানীয় এক যুবকই তাঁকে ধর্ষণ করে খুন করে। ইতিমধ্যেই ওই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এদিকে সূত্রের খবর, ওই আদিবাসী কিশোরীর সঙ্গে অভিযুক্ত যুবকের প্রেমের সম্পর্ক ছিল। তাঁদের মধ্যে শারীরিক সম্পর্কও ছিল। ওই কিশোরী গর্ভবতী হয়ে পড়ায় যুবককে বিয়ে করার কথা বলে। কিন্তু অভিযুক্ত বিয়ে করতে অস্বীকার করে। এরপরই ওই যুবক তাঁকে ধর্ষণ করে খুন করে।
পুলিশ জানিয়েছে, গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। কিশোরীকে আগে খুন করে আত্মহত্যা প্রমাণের জন্য গাছে ঝুলিয়ে দেওয়া হয়েছিল কি না, তা ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলেই নিশ্চিতভাবে বলা যাবে।
दुमका में हुई घटना से मर्माहत हूँ। उक्त मामले में आरोपी को गिरफ्तार कर लिया गया है साथ ही मैंने @DumkaPolice को न्याय सुनिश्चित करने हेतु सख्त कानूनी कदम उठाने का निर्देश दिया है। परमात्मा दिवंगत बिटिया को शांति प्रदान कर शोकाकुल परिवार को यह विकट घड़ी सहन करने की शक्ति दे।
— Hemant Soren (@HemantSorenJMM) September 3, 2022
গোটা ঘটনা জানতে পেরেই টুইট করেন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। তিনি লেখেন, “দুমকার ঘটনায় আমি অত্যন্ত দুঃখিত। ওই ঘটনায় অভিযুক্তকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে। আমি দুমকা পুলিশকে কঠোর আইনি পদক্ষেপ করার নির্দেশ দিয়েছি যাতে নির্যাতিতা কিশোরী বিচার পায়। ওই কিশোরীর আত্মার শান্তি কামনা করি এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করছি এই কঠিন সময়ে তাঁর পরিবারকে যেন শক্তি দেন।”
सुना है कल आप अरमान अंसारी के जेहाद की शिकार संताल आदिवासी बच्ची के घर मिलने दुमका आ रहे हैं।
जानना चाहता हूं, आप किस भय से अभियुक्त का नाम लेने से बच रहे हैं?
हादसा कल ही पुलिस के संज्ञान में आ गया था।ये आपको बताया गया था या नहीं?
मुँह खोलने के लिये किसका इंतज़ार कर रहे थे? pic.twitter.com/yPhP5BZd3N
— Babulal Marandi (@yourBabulal) September 3, 2022
অন্যদিকে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ট্যাগ করে বিরোধী দলনেতা বাবুলাল মারান্ডিও টুইট করে বলেন, “দুমকার এই ঘটনা শুনলে আপনার রক্ত ফুটবে। গতকাল এক যুবক আদিবাসী কিশোরীকে ধর্ষণ করে গাছে ঝুলিয়ে দিয়েছে। অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। কিন্তু আ্রর কত আধিবাসী মহিলাকে এই ধরনের অপরাধের শিকার হতে হবে ঝাড়খণ্ডে?”
উল্লেখ্য, সম্প্রতিই এক কিশোরীর উপরে অ্যাসিড হামলা চালিয়েছিল এক যুবক। প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় ওই যুবক জানালা দিয়ে ঘুমন্ত কিশোরীর উপরে অ্যাসিড ঢেলে দেয়। ওই ঘটনায় কিশোরীর মুখ সহ শরীরের অনেকটা অংশই পুড়ে গিয়েছিল। দিন কয়েক জীবনযুদ্ধ চালানোর পর চলতি সপ্তাহেই ওই কিশোরীর মৃত্যু হয়।