Kadai Kitchen: জেলের ভিতরে খাবার খেতে চান? চলে যান ‘কড়াই কিচেনে’
Jameshedpur: জেলের ভিতর খাবার খাওয়ার অভিজ্ঞতা এ বার পাওয়া যাবে রেস্তোরাঁতে।
জামশেদপুর: জেলের ভিতরে থাকতে হয় অপরাধীদের। সেখানেই খাবার খেতে হয় তাঁদের। কিন্তু জেলের ভিতর খাবার খাওয়ার অভিজ্ঞতা কেমন। তা জানা থাকে না অধিকাংশ জনেরই। সেই অভিজ্ঞতা নিতে তো আর অপরাধ করে জেলে যাওয়া যায় না। সে কথা ভেবেই একটি রেস্তোরাঁ গ্রাহকদের জন্য অভিনব আয়োজন করেছে। জেলের ভিতর খাবার খাওয়ার অভিজ্ঞতা এ বার পাওয়া যাবে রেস্তোরাঁতে। এই অনন্য অভিজ্ঞতা দিতে চলেছে ঝাড়খণ্ডের একটি রেস্তোরাঁ। ঝাড়খণ্ডের জামশেদপুরে খোলা হয়েছে এই রেস্তোরাঁ। নাম দেওয়া হয়েছে ‘কয়েদি কিচেন’। তা নিয়ে ব্যাপক উন্মাদনা তৈরি হয়েছে জামশেদপুরবাসীর মধ্যে। নেটিজেনরাও এই রেস্তোরাঁ নিয়ে উচ্ছ্বসিত।
সংবাদ সংস্থা এএনআই এই রেস্তোরাঁ ছবি শেয়ার করেছে টুইটারে। সেখানে দেখা যাচ্ছে, রেস্তোরাঁর ভিতরের অংশ দেখতে অনেকটা জেল সেল যেমন হয় সে রকম। কয়েদিদের থাকার জায়গার আদলে তৈরি হয়েছে খাওয়ার জায়গা। সেখানে ঢোকার মুখে রয়েছে লোহার দরজা। তা খুলে ভিতরে যেতে হবে ক্রেতাকে। সেলের ভিতরেই আছে টেবিল। লোহার দরজায় দাঁড়িয়ে রয়েছে ‘জেলকর্মী’ সেজে থাকা দ্বাররক্ষী। ক্রেতারা ভিতরে ঢুকতেই লোহার দরজা লাগিয়ে দেন তিনি।
কয়েদি কিচেন নামের ওই রেস্তোরাঁর ওয়েটার পরে থাকেন জেলের কয়েদিদের মতো পোশাক। রেস্তোরাঁর ম্যানেজার থাকেন জেলারের বেশে। চোর পুলিশের মধ্যে সুস্বাদু খাবার খাওয়ার অভিজ্ঞতা মিলতে পারে এই রেস্তোরাঁয়।
Jamshedpur, Jharkhand | A jail theme-based restaurant, ‘Kaidi Kitchen’, opened in Jamshedpur to give customers a unique experience of having food inside prison. Jail cell-like sitting areas along with waiters in guise of prisoners & a jailer carrying handcuffs, serve the people pic.twitter.com/Nx3KEDFsWs
— ANI (@ANI) September 3, 2022
এই রেস্তোরাঁ দেখে নেটিজেনরা বিভিন্ন মন্তব্য করেছেন। এক জন লিখেছেন, “সত্য়ি করে যার জেলে যাওয়ার আগে এখানে কেউ রিহার্সাল করতে পারে।” কেউ বলেছেন, “এসির বদলে সাধারণ ঘর, লোহার চেয়ার বসে খেয়ে দেওয়া উচিত।”
কড়াই কিচেনের ঢঙেই উত্তর প্রদেশে রয়েছে বেল আউন ক্যাফে। উত্তর প্রদেশের শাহারনপুরে রয়েছে সেই রেস্তোরাঁ।