Nitish Kumar: ‘বিজেপি ৫০টা আসন পাবে যদি…’, লোকসভা নির্বাচনের ঘুটি সাজিয়ে ফেললেন নীতীশ

Nitish Kumar: জেডিইউয়ের কার্যনির্বাহী বৈঠকে গতকাল দুটি প্রস্তাবনা পাশ করা হয়। প্রথম প্রস্তাবনায় বলা হয়েছে, নীতীশ কুমার বিরোধীদের একজোট করার লক্ষ্যে কাজ করবে।

Nitish Kumar: 'বিজেপি ৫০টা আসন পাবে যদি...', লোকসভা নির্বাচনের ঘুটি সাজিয়ে ফেললেন নীতীশ
ফাইল ছবি (সৌজন্যে : PTI)
Follow Us:
| Edited By: | Updated on: Sep 04, 2022 | 6:46 AM

পটনা: এক মাস আগেও জোটসঙ্গী ছিলেন, এখন সেই বিজেপিকেই পর্যদুস্ত করতে উঠে পড়ে লেগেছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। শনিবারই জেডিইউয়ের রাজ্য কার্যনির্বাহী বৈঠক শেষে নীতীশ কুমার বলেন, যদি সমস্ত বিরোধী দলগুলি একজোট হয়, তবে আসন্ন লোকসভা নির্বাচনের ফল সম্পূর্ণ আলাদা হবে। বিজেপির আসনসংখ্যা ৫০ -এ কমে দাঁড়াবে।

আর মুখ্যমন্ত্রী নয়, এবার প্রধানমন্ত্রী হতে চান নীতীশ কুমার, এই জল্পনা অনেক আগে থেকেই রটেছিল। যদিও বারংবারই সেই জল্পনাকে উড়িয়ে দিয়েছেন জেডিইউ নেতা। সম্প্রতিই বিজেপির সঙ্গে জোট ভাঙার পর আরজেডি-কংগ্রেসের সঙ্গে নতুন জোট সরকারের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেওয়ার পরও তিনি জানিয়েছিলেন যে, প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখেন না তিনি। জাতীয় রাজনীতিতে প্রবেশেরও কোনও ইচ্ছা নেই তাঁর। তবে শনিবার জেডিইউয়ের রাজ্য কার্যনির্বাহী কমিটির বৈঠকে লোকসভা নির্বাচনেও বিজেপিকে হারানোর জন্য সুর চড়ালেন নীতীশ কুমার।

জেডিইউয়ের কার্যনির্বাহী বৈঠকে গতকাল দুটি প্রস্তাবনা পাশ করা হয়। প্রথম প্রস্তাবনায় বলা হয়েছে, নীতীশ কুমার বিরোধীদের একজোট করার লক্ষ্যে কাজ করবে। অপর প্রস্তাবনায় বলা হয়েছে, বিজেপির শাসনে দেশ এক অঘোষিত জরুরি অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে। বিরোধীদের একজোট করতে নীতীশ কুমার অন্যান্য বিজেপি বিরোধী দলগুলির সঙ্গে দেখা করবেন বলেও জানা গিয়েছে। সংবাদসংস্থা সূত্রে খবর, সোমবারই তিনি তিনদিনের দিল্লি সফরে যাচ্ছেন। সেখানে তিনি বিরোধী দলগুলির সঙ্গে বৈঠক করতে পারেন।

এদিনের বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নীতীশ কুমার বলেন, “যদি সমস্ত বিরোধী দলগুলি একজোট হয়ে লোকসভা নির্বাচনে লড়ে, তবে বিজেপি আসন সংখ্যা কমে ৫০-এ দাঁড়াবে। আমি সমস্ত দলকে একজোট করার চেষ্টা করছি।”

উল্লেখ্য, বিহারের মতোই মণিপুরেও বিজেপির সঙ্গে জেডিইউয়ের জোট ভাঙতেই, শুক্রবারই মণিপুরের সাতজন জেডিইউ বিধায়কদের মধ্যে পাঁচজন বিজেপিতে যোগ দেন। এই ঘটনায় বেজায় ক্ষুব্ধ নীতীশ কুমার। অন্যদিকে, বিজেপি নেতা তথা একসময়ে নীতীশ কুমারের ডেপুটি সুশীল মোদী বলেন, “অরুণাচল প্রদেশের পর এবার মণিপুরও জেডিইউ মুক্ত হয়েছে। এভাবেই একদিন বিহারও নীতীশ কুমারের শাসন থেকে মুক্তি পাবে।”