J&K Terrorist Attack: কাজে বেরতেই হাত ফুঁড়ে গেল গুলি! উপত্যকায় ফের জঙ্গিদের নিশানায় পরিযায়ী শ্রমিক

ঈপ্সা চ্যাটার্জী |

Oct 24, 2024 | 11:22 AM

Attack on Migrant Worker: আহত যুবকের নাম শুভম কুমার (১৯)। তাঁর বাড়ি উত্তর প্রদেশের বিজনৌরে। পরিযায়ী শ্রমিক হিসাবে জম্মু-কাশ্মীরে কাজ করতে এসেছিল ওই যুবক। আজ সকালে জম্মু-কাশ্মীরের ত্রালের বাতাগুন্দ গ্রামে তাঁর উপরে হামলা করে জঙ্গিরা।

J&K Terrorist Attack: কাজে বেরতেই হাত ফুঁড়ে গেল গুলি! উপত্যকায় ফের জঙ্গিদের নিশানায় পরিযায়ী শ্রমিক
Image Credit source: PTI

Follow Us

শ্রীনগর: গান্দেরবালের পর ত্রাল। ফের জম্মু-কাশ্মীরে জঙ্গিদের নিশানায় পরিযায়ী শ্রমিক। এবার ১৯ বছরের এক যুবকের উপরে গুলি চালাল জঙ্গিরা। আহত অবস্থায় ওই যুবককে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। এই নিয়ে এক সপ্তাহের মধ্যেই কাশ্মীরে তৃতীয়বার পরিযায়ী শ্রমিকদের উপরে জঙ্গি হামলা হল।

জানা গিয়েছে, আহত যুবকের নাম শুভম কুমার (১৯)। তাঁর বাড়ি উত্তর প্রদেশের বিজনৌরে। পরিযায়ী শ্রমিক হিসাবে জম্মু-কাশ্মীরে কাজ করতে এসেছিল ওই যুবক। আজ সকালে জম্মু-কাশ্মীরের ত্রালের বাতাগুন্দ গ্রামে তাঁর উপরে হামলা করে জঙ্গিরা।

ওই পরিযায়ী শ্রমিককে লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা। যুবকের হাতে গুলি লাগে। পরে স্থানীয় বাসিন্দারাই উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে ওই যুবকের অবস্থা স্থিতিশীল বলেই জানা গিয়েছে। এদিকে, জঙ্গি হামলার খবর পেয়েই অভিযানে নেমেছে যৌথ বাহিনী। জঙ্গিদের খোঁজে এলাকা ঘিরে ফেলে তল্লাশি চালানো হচ্ছে।

এর আগে গত ২০ অক্টোবর সোনমার্গের গান্দেরবাল জেলায় সুডঙ্গের কাজ করতে আসা ছয় পরিযায়ী শ্রমিক ও এক চিকিৎসককে গুলি করে হত্যা করে জঙ্গিরা। তার আগে, ১৮ অক্টোবর বিহারের এক পরিযায়ী শ্রমিককেও জম্মু-কাশ্মীরের সোপিয়ানে খুন করে জঙ্গিরা। এই হামলার পিছনে লস্কর-ই-তৈবার শাখা সংগঠন দ্য রেসিস্ট্যান্স ফ্রন্ট ছিল বলেই জানা গিয়েছে।

Next Article
Cyclone Dana: ফুঁসছে সমুদ্র, দমকা হাওয়ায় সোজাভাবে দাঁড়ানোও দায়! দানা আছড়ে পড়ার আগেই ধামরায় ভয় ধরানো পরিস্থিতি
New Lady of Justice Statue: ‘পরিবর্তনের পিছনে যুক্তি কী?’, লেডি অব জাস্টিসের নতুন মূর্তি নিয়ে প্রশ্ন তুললেন সিব্বল