নয়া দিল্লি: কেন্দ্রীয় সংখ্যালঘু উন্নয়নের প্রতিমন্ত্রী দায়িত্ব নিয়েই TV9 বাংলার মুখোমুখি জন বার্লা (John Barla)। তবে কুর্সিতে বসার পর পৃথক উত্তরবঙ্গের দাবি এড়িয়ে গেলেন তিনি। বললেন, উত্তর বাংলার উন্নয়নই তাঁর একমাত্র লক্ষ্য।
TV9 বাংলাকে জন বার্লা বললেন, “কেন্দ্রের যত প্রকল্পগুলি আছে, রাজ্যে তার পূর্ণ প্রয়োগ করতে চাই। কেন্দ্রের সঙ্গে মিলে কাজ করতে চাই। মুখ্যমন্ত্রীকেও এ বিষয়ে এগিয়ে আসতে হবে।” এরপরই তাঁকে প্রশ্ন করা হয়, পৃথক উত্তরবঙ্গের যে দাবি তিনি তুলেছেন, মন্ত্রিত্ব পাওয়ার পর কি তা আরও জোরাল হল? সরাসরি সে প্রশ্নের উত্তর দেন নি জন বার্লা। অত্যন্ত কৌশলী ও রক্ষণশীলতার সঙ্গে ঘুরিয়ে তিনি বললেন, “আমরা জনগণের জন্য আরও বেশি কাজ করতে পারব। উত্তরবঙ্গের মানুষের আমাদের ওপর ভরসা রেখেছে। গোটা উত্তর বাংলার উন্নয়ন করব।”
পাহাড়ে যাতে শান্তি ফিরে আসে, গোটা বাংলায় যাতে শান্তি ফিরে আসে, সেই বার্তা দেন জন বার্লা। সম্প্রতি জন বার্লার একটি মন্তব্য গোটা বাংলার রাজ্য রাজনীতিকে হেলিয়ে দিয়েছিল। বিশ্লেষকদের কথায়, কার্যত বঙ্গভঙ্গের তত্ত্ব খাঁড়া করেছিলেন তিনি। অস্বস্তি এড়াতে বিজেপির শীর্ষ নেতৃত্ব তাঁদের ‘বঙ্গভঙ্গ’ নিয়ে অবস্থান স্পষ্ট করে দেন। তারপরেও উত্তরবঙ্গকে পৃথক রাজ্য অথবা কেন্দ্রশাসিত অঞ্চল করার দাবিতে অনড় ছিলেন বিজেপি সাংসদ। দিলীপ ঘোষরা যখন তাঁকে বোঝাবেন বলেছেন তিনিও ঘুরে উত্তরবঙ্গের অবস্থা এবং কেন পৃথক উত্তরবঙ্গ চান সে নিয়ে পাল্টা বোঝানোর বার্তা দিয়েছেন বার্লা।
আরও পড়ুন: ‘পুরসভা গোয়েন্দাগিরি করে না’ দেবাঞ্জনকাণ্ড নিয়ে শুভেন্দুর বক্তব্যের পাল্টা ফিরহাদ
এই জল্পনার মাঝেই মোদীর মন্ত্রিসভায় জন বার্লার উপস্থিতি নিয়ে গুঞ্জন। বার্লা যে মোদী ক্যাবিনেটে থাকতে পারেন, তা আগে থেকেই আঁচ করতে পেরেছিলেন বিশ্লেষকরা। তবে তাঁদের বক্তব্য ছিল, বিজেপি আদতে বার্তা দিতে চাইছে, উত্তরবঙ্গের প্রতি ধারাবাহিক অন্যায়ও উপেক্ষা করার নয়। এই পরিস্থিতিতে বার্লাকে কেন্দ্রীয় মন্ত্রী করা হলে পৃথক রাজ্যের দাবিতে পরোক্ষে সমর্থন করা হবে বলে অনেকে মনে করছেন। কিন্তু সেই পৃথক উত্তরবঙ্গের দাবিদার জন বার্লার গলাতেই মন্ত্রিত্বের পর সুর নরম। পর্যবেক্ষকরা বলছেন, আসলে মন্ত্রিত্ব পেয়েই কোনও বিতর্কে জড়াতে চাইছেন না বার্লা। মোদী তাঁর নতুন মন্ত্রীদের যে এ ব্যাপারে আগেই সতর্ক করেছেন।