নয়া দিল্লি: পশ্চিমবঙ্গ থেকে দিল্লি ফিরেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠকে বসলেন জেপি নড্ডা। সূত্রের খবর, দু’জনে সন্ধ্যা ৭টা নাগাদ একান্তে এই রুদ্ধদ্বার বৈঠক করেন। বাংলায় ভোট পরবর্তী হিংসা যেমন এই বৈঠকের অন্যতম আলোচ্য বিষয় ছিল, তেমনই অন্যান্য বেশ কিছু ইস্যু নিয়েও তাঁদের মধ্যে আলোচনা হয়েছে বলে খবর। প্রায় দু’ঘণ্টা ধরে এই বৈঠক চলে বিজেপি সর্বভারতীয় সভাপতি এবং অমিত শাহের।
রাজ্যে ভোট পরবর্তী হিংসার জেরে ইতিমধ্যেই ১৬ জন নানা রাজনৈতিক দলের কর্মী প্রাণ হারিয়েছেন। নিহতদের মধ্যে বেশিরভাগই তাদের দলীয় কর্মী বলে দাবি বিজেপির। এই অবস্থায় আক্রান্ত পরিবারগুলির পাশে দাঁড়াতে রাজ্যে এসেছিলেন জেপি নড্ডা। দিল্লি ফিরে গিয়েই সেই প্রসঙ্গে শাহের সঙ্গে কথা বলেন তিনি। এর পাশাপাশি আগামী সময়ে বঙ্গে বিজেপির কী রণনীতি হবে সেই বিষয়েও আলোচনা হয়েছে। বিজেপি সূত্রে খবর, বিধানসভায় কে বিরোধী দলনেতা হবে, এবং পরবর্তী সময়ে মুখ্যমন্ত্রীর মুখ হিসেবে কাকে তুলে ধরা হবে, সেই সকল বিষয়েও আলোচনা হয়ে থাকতে পারে দু’জনের মধ্যে।
আরও পড়ুন: ভোট পরবর্তী হিংসায় মৃত ১৬ জনের পরিবারকে ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ, ঘোষণা মমতার
এ ছাড়া আরও একটি বিষয়ে সিদ্ধান্তের পথে এগোনো হয়েছে। অসমে বিজেপির পরবর্তী মুখ্যমন্ত্রী কে হবেন তা নিয়ে জট লেগেছে। বর্তমানে অসমে ভারপ্রাপ্ত মুখ্যমন্ত্রী সর্বনন্দ সোনেওয়াল হলেও ধারে ও ভারে তাঁর তুলনায় অনেকটাই এগিয়ে রয়েছেন হিমন্ত বিশ্বশর্মা। কারণ, সর্বানন্দ সোনেওয়াল মুখ্যমন্ত্রী হলেও অসমে হিমন্ত বিশ্বশর্মা অনেক বেশি জনপ্রিয়। তাঁর চ্যালেঞ্জিং পরিস্থিতি সামাল দেওয়ার ক্ষমতা বা নেতৃত্ব দেওয়ার গুণ নজর কেড়েছে মোদী-শাহেরও। তাই অসমে বিজেপি ক্ষমতায় ফিরে এলেও মুখ্যমন্ত্রী পদে বদল এলে অবাক হওয়ার কিছুই থাকবে না।
আরও পড়ুন: পিএম কিসান নিধি প্রকল্পে ছাড়পত্র মমতার, অবিলম্বে টাকা দিতে বললেন কেন্দ্রকে