Supreme Court: বিচারপতি ভার্মার আর্জি শোনার প্রয়োজন নেই, রায়ে স্পষ্ট করে দিল সুপ্রিম কোর্ট
Supreme Court: শুনানির পর গত ৩০ জুলাই রায় স্থগিত রাখা হয়েছিল। আজ, বৃহস্পতিবার সে রায় দিল শীর্ষ আদালত। ডিভিশন বেঞ্চ স্পষ্ট জানিয়েছে যে, যেহেতু বিচারপতি ভার্মা ওই তদন্তে অংশ নিয়েছিলেন ও তারপর চ্যালেঞ্জ করেছেন, তাই এই আর্জি শোনার কোনও প্রয়োজন নেই।

নয়া দিল্লি: খারিজ হয়ে গেল বিচারপতি যশবন্ত ভার্মার আর্জি। সুপ্রিম কোর্টের অন্তর্বর্তী তদন্ত রিপোর্টকে চ্যালেঞ্জ করে বিচারপতি ভার্মা যে আর্জি জানিয়েছিলেন, তা খারিজ করে দিল বিচারপতি দীপঙ্কর দত্ত ও বিচারপতি এজি মাসিহের বেঞ্চ। তৎকালীন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না ওই রিপোর্টের ভিত্তিতে বিচারপতি ভার্মার অপসারণের সুপারিশ করেছিলেন।
শুনানির পর গত ৩০ জুলাই রায় স্থগিত রাখা হয়েছিল। আজ, বৃহস্পতিবার সে রায় দিল শীর্ষ আদালত। ডিভিশন বেঞ্চ স্পষ্ট জানিয়েছে যে, যেহেতু বিচারপতি ভার্মা ওই তদন্তে অংশ নিয়েছিলেন ও তারপর চ্যালেঞ্জ করেছেন, তাই এই আর্জি শোনার কোনও প্রয়োজন নেই।
বিচারপতি ভার্মার প্রশ্ন ছিল, সুপ্রিম কোর্টের ওই তদন্ত আইনানুগ কি না। এদিন রায় ঘোষণা করে বিচারপতি দত্ত বলেন, “পুরো প্রক্রিয়া আইনিভাবে হয়েছে। এটা কোনও সমান্তরাল বা অতি-সাংবিধানিক বিষয় নয়।”
বিচারপতি ভার্মার বাড়ি থেকে টাকা উদ্ধার হওয়ার পর তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পর্কে তদন্ত করতে সুপ্রিম কোর্ট একটি ইন হাউস তদন্ত কমিটি গঠন করেছিল। সেই কমিটির রিপোর্ট প্রকাশ হওয়ার পর তৎকালীন প্রধান বিচারপতি সঞ্জয় খান্না বিচারপতি ভার্মাকে অপসারণের সুপারিশ করেছিলেন। রিপোর্ট দেওয়া হয়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে। তা নিয়ে আপত্তি জানিয়েই ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন বিচারপতি ভার্মা। তাঁর পক্ষে সওয়াল করেন আইনজীবী কপিল সিবল।
