AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

K Kavitha: নিজের বাবার দল থেকেই সাসপেন্ড! ষড়যন্ত্রের অভিযোগ এনে দল ছাড়লেন কবিতা

BRS:

K Kavitha: নিজের বাবার দল থেকেই সাসপেন্ড! ষড়যন্ত্রের অভিযোগ এনে দল ছাড়লেন কবিতা
কে কবিতা।Image Credit: PTI
| Updated on: Sep 03, 2025 | 6:42 PM
Share

হায়দরাবাদ: নিজের বাবার দল ছাড়লেন কে কবিতা। তেলঙ্গানা জাগ্রুতি প্রেসিডেন্ট কে কবিতা  আজ, বুধবার তিনি বিধান পরিষদের সদস্য় পদ থেকে ইস্তফা দেন। গতকালই তাঁর বাবা তথা তেলঙ্গানার প্রাক্তন মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের দল, বিআরএস থেকে তাঁকে সাসপেন্ড করা হয় দলের প্রবীণ নেতাদের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করায়।

তেলঙ্গানার প্রাক্তন শাসক দল ভারত রাষ্ট্র সমিতি (BRS)-র অন্দরে অনেকদিন ধরেই টালমাটাল পরিস্থিতি চলছে। কে কবিতা প্রকাশ্যে অভিযোগ করেন যে দলেরই নেতা হরিশ রাও এবং প্রাক্তন সাংসদ জে সন্তোষ কুমার তাঁর বাবা তথা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী কেসিআরের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। এই অভিযোগ আনার পরই মঙ্গলবার তাঁকে দল থেকে সাসপেন্ড করা হয়। দলের তরফে বলা হয়, তার কার্যকলাপ দলের নীতি বিরুদ্ধ।

এ দিন, ৩ সেপ্টেম্বর স্পিকারের কাছে নিজের ইস্তফা জমা দেন কে কবিতা। নিজের ভাই তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী কেটি রামা রাওয়ের উদ্দেশে কবিতা বলেন, “রাম আন্নার কাছে অনুরোধ করছি কেসিআরের স্বাস্থ্য ও দলের কার্যকর্তাদের খেয়াল রাখতে।”

সাংবাদিক বৈঠকে কে কবিতা নিজের বাবা কেসিআর-কে অনুপ্রেরণা বলে উল্লেখ করেন। তেলঙ্গানার দলিত ও পিছিয়ে পড়া শ্রেণির মানুষদের তিনি সুবিচার এনে দিয়েছেন। কিন্তু এরপরই তিনি বোমা ফাটান। কবিতা বলেন যে দলের মধ্যেই তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে। তিনি বলেন, “আমি রামান্নার কাছে অনুরোধ করছি, পার্টি অফিস থেকেই আমার বিরুদ্ধে মিথ্যা প্রচার করা হয়েছে। যখন নিজের দাদা, দলের ওয়ার্কিং প্রেসিডেন্টের কাছ থেকে কোনও জবাব পাইনি, তখন আমি পরিস্থিতিটা বুঝেছি।”

দলের নেতা হরিশ রাওয়ের দিকে আঙুল তুলে কে কবিতা দাবি করেন যে তেলঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডির সঙ্গে তিনি ষড়যন্ত্র করেছেন।  হরিশ রাওয়ের সঙ্গে অন্ধ্র প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওয়াইএস রাজাশেখর রেড্ডির সঙ্গেও তাঁর যোগাযোগ রয়েছে বলে দাবি করেন। বলেন, “দিল্লি সফরের সময় রেবন্তের পা ধরেছিলেন হরিশ রাও। সেখান থেকেই ষড়যন্ত্রের বীজ রোপণ হয়েছিল।”

হরিশ রাওয়ের এত টাকা কোথা থেকে এসেছে, তা নিয়েও প্রশ্ন তোলেন কে কবিতা। কালেশ্বরম প্রকল্পে দুর্নীতিতে সামিল তিনি, এই অভিযোগই করেন। এমনকী, এও বলেন যে সেই দুর্নীতির টাকা বিধায়কদের নিজের নিয়ন্ত্রণে রাখতে ব্যবহার করতেন বলে দাবি করেন কবিতা। দলের প্রবীণ নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগও করেন। নিজের বাবা ও দাদাকে হরিশ রাও ও সন্তোষের থেকে সতর্ক থাকতে বলেন প্রকাশ্যে। বলেন যে এরা তাদের ক্ষতি করতে চায়। এদের সরিয়ে দিলেই একমাত্র দল টিকে থাকতে পারবে।

প্রসঙ্গত, আবগারি দুর্নীতি মামলায় নাম জড়িয়েছিল কেসিআর কন্যার। একাধিকবার ইডি, সিবিআই তলবের পর তাঁকে গ্রেফতারও করা হয়েছিল।