AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

S Jaishankar: ‘কান খুলে শুনে রাখুন…ট্রাম্প-মোদীর মধ্যে কথা হয়নি’, সাফ জানালেন বিদেশমন্ত্রী

Operation Sindoor: প্রধানমন্ত্রীর সুর বিদেশমন্ত্রীর গলাতেও। তিনিও বলেন যে পাকিস্তান সন্ত্রাসে মদত বন্ধ না করলে সিন্ধু জলচুক্তি রদ-ই থাকবে। জল ও রক্ত একসঙ্গে বইতে পারে না।

S Jaishankar: 'কান খুলে শুনে রাখুন...ট্রাম্প-মোদীর মধ্যে কথা হয়নি', সাফ জানালেন বিদেশমন্ত্রী
রাজ্যসভায় কড়া জবাব বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের।Image Credit: PTI
| Updated on: Jul 30, 2025 | 3:04 PM
Share

নয়া দিল্লি: ভারত-পাকিস্তান সংঘাত চলাকালীন কোনও কথা হয়নি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে। অপারেশন সিঁদুর নিয়ে রাজ্যসভায় জবাব দিতে গিয়েই রাজ্যসভায় বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।

এ দিন রাজ্যসভায় বিদেশমন্ত্রী বলেন, “আমি ওদের বলতে চাই, কান খুলে শুনে রাখুন। ২২ এপ্রিল থেকে ১৬ জুন পর্যন্ত প্রেসিডেন্ট ট্রাম্প ও প্রধানমন্ত্রী মোদীজির মধ্যে একটাও ফোনকল হয়নি।”

ভারত-পাকিস্তান সংঘাতে তৃতীয় পক্ষের মধ্যস্থতা মানবে না, এ কথা আরও একবার স্পষ্ট করে দিয়ে তিনি বলেন যে আলোচনা দ্বিপাক্ষিকই হতে হবে এবং পাকিস্তানকে ডিজিএমও  মারফতই ফর্মাল অনুরোধ জানাতে হবে সংঘর্ষবিরতির জন্য।

এস জয়শঙ্কর বলেন, “যখন অপারেশন সিঁদুর শুরু হয়েছিল, একাধিক দেশ আমাদের সঙ্গে যোগাযোগ করেছিল যে পরিস্থিতি কতটা গুরুতর তা বোঝার জন্য এবং কতদিন এই সংঘাত চলবে…আমরা সব দেশকে একই বার্তা দিয়েছিলাম…যে আমরা কোনও ধরনের মধ্যস্থতায় রাজি নই। আমাদের ও পাকিস্তানের মধ্যে যা হবে, তা দ্বিপাক্ষিকই হবে। আমরা পাকিস্তানের হামলার জবাব দিয়েছি এবং জবাব দিতে থাকব। যদি সংঘাত থামাতে চায়, তবে পাকিস্তানকে অনুরোধ করতে হবে। এবং সেই অনুরোধ ডিজিএমও-র মাধ্যমেই আসতে হবে।”

প্রধানমন্ত্রীর সুর বিদেশমন্ত্রীর গলাতেও। তিনিও বলেন যে পাকিস্তান সন্ত্রাসে মদত বন্ধ না করলে সিন্ধু জলচুক্তি রদ-ই থাকবে। জল ও রক্ত একসঙ্গে বইতে পারে না। বিদেশমন্ত্রী বলেন, “বিভিন্ন দিক থেকেই সিন্ধু জলচুক্তি অন্য চুক্তির থেকে আলাদা। আমার মনে পড়ছে না বিশ্বে এমন কোনও চুক্তি রয়েছে যেখানে গুরুত্বপূর্ণ নদীকে অন্য দেশে প্রবাহিত হতে দেওয়া হয়েছে কোনও অধিকার ছাড়াই। গতকাল আমি শুনলাম কয়েকজন এই ইতিহাস বিশ্বাস করতে পারছেন না। তারা চান ইতিহাস ভুলে যাক মানুষ। হয়তো ওরা নির্দিষ্ট কিছু জিনিসই মনে করতে চায়।”

কংগ্রেসকে আরও আক্রমণ করে তিনি জওহরলাল নেহরুর বক্তব্যও তুলে ধরেন সিন্ধু জলচুক্তি নিয়ে। এরপর তিনি বলেন যে নেহরু সিন্ধু জলচুক্তি ও ৩৭০ অনুচ্ছেদ নিয়ে যে ভুল করে গিয়েছিলেন, তা শুধরে দিয়েছেন প্রধানমন্ত্রী মোদী।