Kamal Nath: কমল নাথ কি বিজেপিতে যাচ্ছেন? জবাব দিলেন কংগ্রেস নেতৃত্ব

Sukla Bhattacharjee |

Feb 18, 2024 | 10:06 PM

Congress: মধ্য প্রদেশ কংগ্রেসের প্রধান জিতেন্দ্র পাটোয়ারি আরও বলেন, "কারও বিশ্বাস নিয়ে জনগণের মনে প্রশ্ন তুলে দেওয়ার জন্য বিজেপি সংবাদমাধ্যমের অপব্যবহার করছে।" কমল নাথ সর্বদা কংগ্রেসের আদর্শের সঙ্গে চলেন, তাঁর বিশ্বাসযোগ্যতা নিয়েও বিজেপি প্রশ্ন তুলে দিতে চায় বলে অভিযোগ পাটোয়ারির।

Kamal Nath: কমল নাথ কি বিজেপিতে যাচ্ছেন? জবাব দিলেন কংগ্রেস নেতৃত্ব
কমল নাথ।
Image Credit source: Twitter

Follow Us

নয়া দিল্লি: কমল-বনে নয়, হাত শিবিরেই থাকছেন কমল নাথ (Kamal Nath)। প্রায় ২৪ ঘণ্টা ধরে জল্পনা চলার পর অবশেষে রবিবার সন্ধ্যায় প্রবীণ নেতা তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী কমল নাথের বিজেপিতে যাওয়ার কথা খারিজ করে দিল কংগ্রেস নেতৃত্ব। প্রবীণ কংগ্রেস নেতা নিজেও হাত শিবিরেই থাকার কথা জানিয়েছেন বলে দাবি মধ্য প্রদেশ কংগ্রেসের প্রধান জিতেন্দ্র পাটোয়ারি।

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে মধ্য প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক জিতেন্দ্র পাটোয়ারি বলেন, “আমি কমল নাথের সঙ্গে কথা বলেছি। তিনি নিজে বলেছেন, তাঁর বিজেপিতে যাওয়ার যে জল্পনা শুরু হয়েছে, সেটা কেবল চক্রান্ত। তিনি সর্বদা কংগ্রেসে ছিলেন, এখনও আছেন এবং আগামী দিনেও থাকবেন।” শেষ শ্বাস পর্যন্ত কমল নাথ কংগ্রেসের আদর্শের সঙ্গেই চলবেন বলেও দাবি পাটোয়ারির।

জিতেন্দ্র পাটোয়ারি আরও বলেন, “কারও বিশ্বাস নিয়ে জনগণের মনে প্রশ্ন তুলে দেওয়ার জন্য বিজেপি সংবাদমাধ্যমের অপব্যবহার করছে।” কমল নাথ সর্বদা কংগ্রেসের আদর্শের সঙ্গে চলেন, তাঁর বিশ্বাসযোগ্যতা নিয়েও বিজেপি প্রশ্ন তুলে দিতে চায় বলে অভিযোগ পাটোয়ারির।

প্রসঙ্গত, মধ্য প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কমল নাথের সঙ্গে কংগ্রেসের সম্পর্ক প্রায় ৫০ বছরের। কিন্তু, শনিবার হঠাৎ করেই কয়েকজন বিধায়কের সঙ্গে কমল নাথ ও তাঁর ছেলে নকুল দিল্লি যান। সেখান থেকেই জল্পনার সূত্রপাত। কংগ্রেসের অন্দরের খবর, কমল নাথ রাজ্যসভার টিকিট চেয়েছিলেন। কিন্তু, তাঁর আর্জি প্রত্যাখ্যন করেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে। এতেই ক্ষুণ্ণ হয়ে কমল নাথ কংগ্রেসের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নেন এবং বিজেপিতে যোগদান করছেন বলে জল্পনা ছড়ায়।

Next Article