কানপুর: শারীরিক গঠনে অস্বাভাবিকতার বিরল ঘটনা সামনে এল। উত্তর প্রদেশে কানপুরে থাকেন এক ব্যবসায়ী। তাঁর বয়স ৫২ বছর। গল ব্লাডারে অপারেশন করাতে গিয়েছিলেন তিনি। সে সময় তাঁর আলট্রা সনোগ্রাফি করা হয়। সেই ছবিতে দেখা যায়, ওই ব্যক্তির শরীরে তিনটি কিডনি রয়েছে। যদি তা নিয়ে কোনও অসুবিধা হয় তাঁর। শরীরে তিনটি কিডনি নিয়েই এখন ঘুরছেন তিনি।
এক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী ওই ব্যক্তির নাম সুশীল গুপ্তা। ৫২ বছরের সুশীল উত্তর প্রদেশের কানপুরের বাসিন্দা। ২০২০ সালে তাঁর গল ব্লাডারে সমস্যা দেখা দেয়। সেই চিকিৎসার জন্য তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন বলে জানিয়েছেন। সে সময় তাঁর আল্ট্রা সনোগ্রাফি করা হয়। তখনই দেখা যায় শরীরে তিনটি কিডনি রয়েছে তাঁর। এই অসঙ্গতি দেখে কয়েক মাস পর আল্ট্রা সনোগ্রাফি করা হয়েছিল। সেখানেও একই রিপোর্ট আসে।
তিনটি কিডনি নিয়েই ৫২ বছর কাটিয়ে ফেলেছেন ওই ব্য়বসায়ী। এক সংবাদমাধ্য়মকে তিনি জানিয়েছেন, তিনটি কিডনি থাকলেও এর জন্য তাঁর কোনও সমস্যা হয় না। সুশীল ইতিমধ্যেই চক্ষুদানের অঙ্গীকার করেছেন। তিনটি কিডনি আছে জানার পর, তিনি একটি কিডনি দানের করতে চান বলেও জানিয়েছেন। কারও দরকারে যদি লাগে, তাহলে তিনি দান করবেন বলে জানিয়েছেন। এর পাশাপাশি মৃত্যুর পর দেহ দানের অঙ্গীকার করে যাবেন বলেও জানিয়েছেন।
এরকম অনেকেই আছেন পৃথিবীতে, যাঁদের দেহে একটি মাত্র কিডনি রয়েছে। অনেক ক্ষেত্রে দুটি কিডনি নষ্ট হয়ে গেলে একটি কিডনি প্রতিস্থাপন করা হয়। তখন মানুষ একটি কিডনি নিয়েই জীবন কাটান। বিষয়টি নিয়ে সিনিয়র নেফ্রোলজিস্ট উমেশ দুবে বলেছেন, “তিনটি কিডনি থাকার ঘটনা দেশের মধ্যে বিরল। কোনও সমস্যা ছাড়াই কোনও মানুষ বাঁচতে পারে। তবে কোনও রকম সমস্যা হলে সঙ্গে সঙ্গে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।”