Karnataka MLA Warning: ‘৩ বার ঠকিয়েছেন, এবারও যদি ঠকান, তাহলে…’, ভরা সভাতেই হুঁশিয়ারি বিধায়কের

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Dec 12, 2022 | 8:37 AM

MLA Controversy: বিজেপি বিধায়ক বলেন, "এর আগের তিনটি নির্বাচনেও আপনারা আমায় ঠকিয়েছেন ভোট না দিয়ে। ছয় মাস বাদে আবার নির্বাচন রয়েছে। যদি এবার আপনারা ফের আমায় ঠকান, তবে আমিও একই কাজ করব আপনাদের সঙ্গে।"

Karnataka MLA Warning: ৩ বার ঠকিয়েছেন, এবারও যদি ঠকান, তাহলে..., ভরা সভাতেই হুঁশিয়ারি বিধায়কের
বিতর্কিত মন্তব্য বিজেপি বিধায়কের।

Follow Us

বেঙ্গালুরু: হাতে মাত্র ছয় মাস সময়। তারপরেই রয়েছে নির্বাচন। জোরকদমে শুরু হয়ে গিয়েছে প্রচার। বিভিন্ন কেন্দ্রে গিয়ে ভোট চাইছেন নেতা-মন্ত্রীরা। কিন্তু ভোট চাইতে গিয়ে অনুরোধ নয়, ভোটারদের রীতিমতো হুমকি দিতে দেখা গেল বিধায়ককে। মঞ্চে দাঁড়িয়েই বিধায়ককে বলতে শোনা গেল, “যদি আমি আপনাদের জন্য কাজ করি আর আপনারা আমার জন্য সাহায্যের হাত না বাড়িয়ে দেন, তবে আপনাদের সাহায্য করে কোনও লাভ নেই”। ইতিমধ্যেই ভাইরাল সেই বিধায়কের ভিডিয়ো। কর্নাটকের বিজেপি বিধায়ক প্রীতম গৌড়াকেই ভোটারদের হুঁশিয়ারি দিতে দেখা যায়।

প্রীতম গৌড়া নামক কর্নাটকের হাসানের বিধায়ক শ্রী নগর কেন্দ্রে গিয়েছিলেন ভোট প্রচারে। সেখানে গিয়েই মুসলিম ভোটারদের উদ্দেশে বলেন, “এতদিন আমি মুসলিম ভাইদের নিজেদের ভাই বলেই মনে করেছি। আগামিদিনেও তাই করব। তবে যদি আমি আপনাদের জন্য কাজ করি এবং আপনারা সাহায্যের জন্য হাত না বাড়িয়ে দেন, তবে আপনাদের সাহায্য করার কোনও অর্থই নেই। এটা আপনাদের দায়িত্ব যে আমি যেন এই সিদ্ধান্ত না নিই।”

তিনি আরও বলেন, “এর আগের তিনটি নির্বাচনেও আপনারা আমায় ঠকিয়েছেন ভোট না দিয়ে। ছয় মাস বাদে আবার নির্বাচন রয়েছে। যদি এবার আপনারা ফের আমায় ঠকান, তবে আমিও একই কাজ করব আপনাদের সঙ্গে। কোনও প্রয়োজনে আমাকে আর পাবেন না।  আপনারা আমার বাড়িতে আসলে আমি কফি খাওয়াব, তারপর বাড়ি পাঠিয়ে দেব। জল, সড়ক ও নিকাশি ব্যবস্থা সংক্রান্ত কাজগুলি করে দেব কারণ সেটা আমার দায়িত্ব। কিন্তু ব্যক্তিগতভাবে আমি আপনাদের কোনও সাহায্য বা কাজ করে দেব না।”

ইতিমধ্যেই বিধায়কের ওই ভিডিয়ো ঘিরে বিতর্ক শুরু হয়েছে। জনপ্রতিনিধি হিসাবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তিনি কীভাবে ভোটারদের শাসাতে পারেন, তা নিয়েও একাধিক প্রশ্ন উঠেছে। যদিও এই বিষয়ে দলের তরফে এখনও কোনও মন্তব্য করা হয়নি।

Next Article