Viral Video: বাসে ওঠার চেষ্টা মত্তের, লাথি মেরে নামালেন কন্ডাকটর

TV9 Bangla Digital | Edited By: অংশুমান গোস্বামী

Sep 10, 2022 | 7:00 AM

Karnataka: সম্প্রতি ঘটনাটি ঘটেছে দক্ষিণ কর্নাটক জেলার পুত্তুরে। তবে মত্তকে লাথি মেরে ফেলে দিলেও কেউ তাঁকে সাহায্য করতে আসেননি।

Viral Video: বাসে ওঠার চেষ্টা মত্তের, লাথি মেরে নামালেন কন্ডাকটর
মত্তকে বাস থেকে নামাচ্ছেন কন্ডাকটর

Follow Us

মত্ত অবস্থায় গণপরিবহণে উঠলে সেখানে থাকা যাত্রীদের অসুবিধা হওয়াটাই স্বাভাবিক। কিন্তু অনেক ক্ষেত্রেই তা কেউ মেনে চলেন না। মত্ত অবস্থায় বাসে ট্রামে উঠে অপ্রকৃতস্থ আচরণ করেন অনেকে। অনেক ক্ষেত্রে বাস কন্টাকডর মত্তদের বিরুদ্ধে পদক্ষেপ করেন, অনেক সময় করেন না। সম্প্রতি একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যাচ্ছে, মত্ত যাত্রীর সঙ্গে কী করলেন বাস কন্ডাকটর।

কর্নাটকের সরকারি বাসে উঠেছিলেন এক মত্ত ব্যক্তি। বাসে উঠে চিৎকার শুরু করতেই তাঁকে বাস থেকে নামিয়ে দেন কন্ডাকটর। নামতে না চাইলে প্রথমে চড় মারেন। তার পর সজোরে লাথি মেরে বাস থেকে ফেলে দেন। বাস থেকে কন্ডাকটরের লাথি খেয়ে মাটিতে লুটিয়ে পড়েন ওই মত্ত ব্যক্তি। দুহাত ছড়িয়ে রাস্তাতেই পড়ে থাকেন তিনি। কন্ডাকটর কিছুক্ষণ অপেক্ষা করে বাসের দরজা লাগিয়ে দেন। তার পর বাস ছেড়ে চলে যায়।

 

সম্প্রতি ঘটনাটি ঘটেছে দক্ষিণ কর্নাটক জেলার পুত্তুরে। তবে মত্তকে লাথি মেরে ফেলে দিলেও কেউ তাঁকে সাহায্য করতে আসেননি। যদি এই ঘটনার ভিডিয়ো ছড়িয়ে পড়তে শাস্তির খাঁড়া নেমে এসেছে। ওই বাস কন্টাকটরকে সাসপেন্ড করা হয়েছে। যা নিয়ে দ্বিধাবিভক্ত নেটিজেনরা। তাঁদের একাংশ মনে করছেন, ওই কন্ডাকটর ঠিক কাজ করেছেন। মত্তদের সঙ্গে এ রকমই করা উচিত। তাঁরা কন্ডাকটরের পাশে দাঁড়িয়েছেন। অপর দল মত্তের প্রতি কিছুটা হলেও সহানুভূতিশীল। তাঁরা মনে করছেন, মত্ত বলেই তাঁকে মারতে হবে এ রকম কোনও মানে নেই। বাস কন্ডাকটর ভদ্র ভাবেই তাঁকে নামাতে পারেতন।

Next Article