Kartarpur Sahib Gurdwara: কর্তারপুর সাহিব গুরুদ্বারে ডান্সিং পার্টিতে মদ, মাংস? তীব্র প্রতিবাদ বিজেপি নেতার

TV9 Bangla Digital | Edited By: Sukla Bhattacharjee

Nov 20, 2023 | 7:03 PM

Kartarpur Sahib Gurdwara: শিখ সম্প্রদায়ের প্রধান ধর্মগুরু গুরুনানক দেব যেখানে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন, সেই কর্তারপুর সাহিব গুরুদ্বারে নাচের পার্টির আয়োজনে স্বাভাবিকভাবেই ক্ষুব্ধ শিখ ধর্মাবলম্বীদের একাংশ। ঘটনাটি 'দুর্ভাগ্যজনক' বলে উল্লেখ করেছেন দামাদা সাহিবের জিয়ানি হরপ্রীত সিং।

Kartarpur Sahib Gurdwara: কর্তারপুর সাহিব গুরুদ্বারে ডান্সিং পার্টিতে মদ, মাংস? তীব্র প্রতিবাদ বিজেপি নেতার
কর্তারপুর সাহিব গুরুদ্বার।

Follow Us

চণ্ডীগঢ়: গুরদ্বারে নাচের পার্টি? পাকিস্তানের পঞ্জাব প্রদেশের কর্তারপুর সাহিব গুরদ্বার (Kartarpur Sahib Gurdwara) দুই দেশেরই শিখ ধর্মাবলম্বীদের কাছে বিশেষ তীর্থস্থান। সেই কর্তারপুর সাহিব গুরদ্বারে ডান্সিং পার্টির একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। যা নিয়ে চরম বিতর্ক শুরু হয়েছে। শুধু তাই নয়, গুরুদ্বারে বসে ডান্সিং পার্টিতে মদ, মাংস খাওয়ার অভিযোগও উঠেছে। BJP নেতা মঞ্জিন্দর সিং সীরসা এই অভিযোগে সরব হয়েছেন।

এক সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে বিজেপি নেতা মঞ্জিন্দর সিং সীরসা বলেন, “নারোওয়ালে (পাকিস্তান) পিএমইউ কর্তারপুর করিডোর কমিটি-সহ কর্তারপুর গুরুদ্বার প্রশাসনের স্থানীয় ডেপুটি কমিশনার এবং ডিএসপি গুরুদ্বার চত্বরে একটি নাচের পার্টির আয়োজন করেছিল এবং সেই পার্টিতে উপস্থিত সকলে মদ ও মাংস খেয়েছেন। তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত। আমি এই কাজের তীব্র নিন্দা জানাই।” পাকিস্তান সরকারের কাছে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা করার দাবিও তুলেছেন বিজেপি নেতা। এব্যাপারে বিদেশমন্ত্রীর হস্তক্ষেপেরও আবেদন জানিয়েছেন তিনি।

গত ১৮ নভেম্বর কর্তারপুর সাহিব গুরুদ্বার চত্বরে নাচের পার্টির আয়োজন করা হয়। এই পার্টির উদ্যোক্তাদের মধ্যে ছিলেন পিএমইউ কর্তারপুর করিডরের সিইও সঈদ আবু বাকর কুরেশি। দরবার সাহিবের দর্শনী দেওরি থেকে ২০ ফুট দূরে আয়োজিত এই পার্টি চলেছিল ৩ ঘণ্টা ধরে। স্থানীয় সময় অনুযায়ী, রাত ৮টায় পার্টি শুরু হয় এবং চলে রাত ১১টা পর্যন্ত। বিভিন্ন সম্প্রদায়ের ৮০ জনের বেশি লোক এই পার্টিতে সামিল হয়েছিলেন। ছিলেন নারওয়ালের ডেপুটি কমিশনার মহম্মদ শাহরুখ, জেলা পুলিশ আধিকারিক ও কর্তারপুর গুরুদ্বারের প্রধান জিয়ানি গোবিন্দ সিং। সেই ডান্সিং পার্টির ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যা দেখে হতবাক শিখ সম্প্রদায়ের সদস্যরা।

ভিডিয়োটিতে কী দেখা যাচ্ছে?

কর্তারপুর সাহিব গুরুদ্বারের ডান্সিং পার্টির ভিডিয়োটিতে দেখা যাচ্ছে, কর্তারপুর করিডরের সিইও সঈদ আবু বাকর কুরেশি পর্যন্ত নাচে পা মিলিয়েছেন। নারওয়ালের ডেপুটি কমিশনারের সঙ্গে নাচের তালে তাঁকে নাচতে দেখা যায়।

শিখ সম্প্রদায়ের প্রধান ধর্মগুরু গুরুনানক দেব যেখানে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন, সেই কর্তারপুর সাহিব গুরুদ্বারে নাচের পার্টির আয়োজনে স্বাভাবিকভাবেই ক্ষুব্ধ শিখ ধর্মাবলম্বীদের একাংশ। ঘটনাটি ‘দুর্ভাগ্যজনক’ বলে উল্লেখ করেছেন দামাদা সাহিবের জিয়ানি হরপ্রীত সিং। এই ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে পাকিস্তান সরকারকে কড়া পদক্ষেপ করার দাবিও জানিয়েছেন তিনি।

প্রসঙ্গত, ভারত-পাকিস্তানের মধ্যে ভিসা-ফ্রি সীমান্ত পেরোনো করিডর হল কর্তারপুর করিডর। এই করিডরের মাধ্যমে সরাসরি পাকিস্তানের কর্তারপুর সাহিব গুরুদ্বারের সঙ্গে পঞ্জাবের গুরুদাসপুরের ডেরা বাবা নানক গুরুদ্বারের মধ্যে সংযোগ করে। ২০১৯ সালের নভেম্বরে ৪.৭ কিলোমিটার দীর্ঘ এই করিডরটি খুলে দেওয়া হয়।

Next Article