দেরাদুন: কেদারনাথ মন্দিরের (Kedarnath Temple) দেওয়ালজুড়ে রয়েছে গোল্ড প্লেটিং কারুকাজ। অর্থাৎ দেওয়ালে বসানো কারুকাজ করা সোনার প্লেট (Gold Plate)। যা সহজেই পুণ্যার্থীদের নজর কাড়ে। কিন্তু, সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া কয়েকটি ভিডিয়োয় ওই সোনার প্লেটের সত্যতা নিয়ে প্রশ্ন উঠেছে। ওগুলি আসলে সোনা নয়, পিতলের (Brass) প্লেট বলে দাবি নেটিজেনদের একাংশের। আর এই ঘটনায় রাজনীতির ময়দানে নেমেছে বিরোধীরাও। সোনার নামে কেদারনাথ মন্দিরের দেওয়ালে কারুকাজ করা পিতলের প্লেট বসানো রয়েছে অভিযোগ তুলে ভিডিয়োগুলি শেয়ার করেছে কংগ্রেস ও আম আদমি পার্টি (AAP)। যদিও ভিডিয়োগুলির সত্যতা যাচাই করেনি TV9 ডিজিটাল। তবে কংগ্রেস ও আপ-এর দাবি খারিজ করে দিয়ে এব্যাপারে মুখ খুলল শ্রী বদ্রীনাথ-কেদারনাথ মন্দির কমিটি (BKTC)। কর্তৃপক্ষের দাবি, গোটা ঘটনাটি চক্রান্ত। রাজনৈতিক চক্রান্ত করতেই ভুয়ো ভিডিয়ো তুলে ধরা হয়েছে বলে পাল্টা অভিযোগ BKTC-র।
ভিডিয়োগুলিতে কী দেখা যাচ্ছে?
কেদারনাথ মন্দিরের দেওয়ালের গোল্ড প্লেটেড কারুকাজ নিয়ে কয়েকটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। একটি ভিডিয়োয় দেখা যাচ্ছে, কেউ দেওয়ালের প্লেটগুলি পালিশ করে চকচক করছে। এটির শিরোনামে লেখা রয়েছে, “কেদারনাথে সোনা থেকে পিতলে বদলে যাওয়া প্লেটগুলি রাতে পুনরায় পালিশ করে সোনা বানানোর চেষ্টা ধরা পড়ে গিয়েছে।”
#केदारनाथ में रात को सोने से पीतल में बदल गयी प्लेटों को फिर पॉलिश कर सोना बनाने की कोशिस पकड़ी गई। सरकार स्थिति साफ करे दुनिया भर के सनातनधर्मियों में बाबा केदारनाथ जी के मंदिर में हो रहे इस छल – प्रपंच से रोष व बेदना है।@narendramodi @pushkardhami @RahulGandhi @digvijaya_28 pic.twitter.com/ItCMwAGbH4
— Manoj Rawat (@ManojRawatINC) June 18, 2023
আরেকটি ভিডিয়োতে দেখা যাচ্ছে, গোল্ড প্লেটের কিছু অংশ বসানো হচ্ছে এবং সেটি পরীক্ষা করা হচ্ছে। এটির ক্যাপশনে কেন্দ্র ও রাজ্যের ‘ডবল ইঞ্জিন’ সরকারের জবাব দেওয়া উচিত বলেও দাবি জানানো হয়েছে।
#केदारनाथ में रात को सोने से पीतल में बदल गयी प्लेटों को फिर पॉलिश कर सोना बनाने की कोशिश पकड़ी गई।
सरकार स्थिति साफ करे दुनिया भर के सनातनधर्मियों में बाबा केदारनाथ जी के मंदिर में हो रहे इस छल-प्रपंच से रोष व बेदना है।
केदारनाथ के पूर्व विधायक श्री मनोज रावत जी ने बड़ा खुलासा… pic.twitter.com/FuriMbtP4J
— Ram Gupta (AAP) आपका राम गुप्ता (@AAPkaRamGupta) June 18, 2023
সোশ্যাল মিডিয়ায় ভিডিয়োগুলি ভাইরাল হতেই বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন কেদারনাথ মন্দিরের সিনিয়ার পুরোহিতে সন্তোষ ত্রিবেদী। ‘তীর্থ পুরোহিত’ (পুণ্যার্থীদের পুরোহিত) মহাপঞ্চায়েতের ভাইস প্রেসিডেন্ট সন্তোষ ত্রিবেদীর অভিযোগ, সোনার প্লেটের নামে পিতলের প্লেটিং করার ঘটনাটি ১২৫ কোটি টাকার দুর্নীতি। ঘটনার তদন্তের দাবি তুলেছেন তিনি। যারা এই দুর্নীতিতে অভিযুক্ত তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের না হলে তিনি বিক্ষোভে বসবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন।
যদিও দুর্নীতির অভিযোগ খারিজ করে দিয়েছেন বদ্রীনাথ-কেদারনাথ মন্দির কমিটির চেয়ারম্যান অজেন্দ্র অজয়। ভিডিয়োগুলির সত্যতাও খারিজ করে দিয়ে তিনি বলেন, “রাজনৈতিক ষড়যন্ত্র করতেই ভিডিয়োগুলি তুলে ধরা হয়েছে।” তাঁর দাবি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেদারনাথ মন্দিরে পুণ্যার্থীদের বিশেষ সুবিধার ব্যবস্থা করা হয়েছে। যার ফলস্বরূপ গত দু-বছরে কেদারনাথে রেকর্ড সংখ্যক পুণ্যার্থী এসেছেন। তাই কেদারনাথ ধামের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতেই রাজনৈতিক ঘৃণ্য ষড়যন্ত্রের একটি অংশ হিসাবেই এই সমস্ত প্রচার করা হচ্ছে। মন্দিরের দেওয়ালে গোল্ড প্লেটিংয়ের কাজ আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া (ASI) পর্যবেক্ষণ করেছেন বলেও জানান তিনি।
একইসঙ্গে মন্দির কমিটির চেয়ারম্যান জানান, এক স্বর্ণ ব্যবসায়ী স্বেচ্ছায় কেদারনাথ মন্দিরের দেওয়ালে গোল্ড প্লেটিং করেছেন। এর জন্য তাঁকে কোনও শর্ত দেওয়া হয়নি। ফলে এই গোল্ড প্লেটিংয়ের সঙ্গে মন্দির কমিটির সরাসরি কোনও ভূমিকা নেই বলেও জানিয়েছেন অজেন্দ্র অজয়।