Kejriwal: সিসোদিয়া-সঞ্জয় সিং-এর পর গ্রেফতার কেজরীবালও? আশঙ্কা আপের

TV9 Bangla Digital | Edited By: অমর্ত্য লাহিড়ী

Oct 31, 2023 | 1:03 PM

Kejriwal ED: শুধুই কি জিজ্ঞাসাবাদ করা হবে, নাকি এটা আম আদমি পার্টির প্রধানকে গ্রেফতার করার ষড়যন্ত্র? মঙ্গলবার (৩১ অক্টোবর), এই প্রশ্ন তুললেন, এই মুহূর্তে জেলের বাইরে থাকা আপ নেতাদের 'নাম্বার টু', তথা, দিল্লির মন্ত্রী অতীশি। তাঁর আশঙ্কা, ২ নভেম্বর এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট কেজরীবালকে আবগারি দুর্নীতি বিষয়ে জিজ্ঞাসাবাদের নামে ডেকে তাঁকে গ্রেফতার করবে।

Kejriwal: সিসোদিয়া-সঞ্জয় সিং-এর পর গ্রেফতার কেজরীবালও? আশঙ্কা আপের
এবার জেল কেজরীবালের?
Image Credit source: PTI

Follow Us

নয়া দিল্লি: দিল্লির আবগারি দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবালকে ডেকেছে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট। ডাকা হয়েছে এই মামলার কিছু বিষয় সম্পর্কে জিজ্ঞাসাবাদের জন্য। কিন্তু শুধুই কি জিজ্ঞাসাবাদ করা হবে, নাকি এটা আম আদমি পার্টির প্রধানকে গ্রেফতার করার ষড়যন্ত্র? মঙ্গলবার (৩১ অক্টোবর), এই প্রশ্ন তুললেন, এই মুহূর্তে জেলের বাইরে থাকা আপ নেতাদের ‘নাম্বার টু’, তথা, দিল্লির মন্ত্রী অতীশি। তাঁর আশঙ্কা, ২ নভেম্বর এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট কেজরীবালকে আবগারি দুর্নীতি বিষয়ে জিজ্ঞাসাবাদের নামে ডেকে তাঁকে গ্রেফতার করবে। এদিন এক সাংবাদিক সম্মেলন করে অতীশি বলেছেন, “আমাদের কাছে তথ্য আছে, ২ নভেম্বর অরবিন্দ কেজরীবাল যখন ইডি-র সদর দফতরে হাজিরা দেবেন, তখন ইডি তাঁকে গ্রেফতার করবে এবং জেলে পাঠাবে।”

এই মামলায় একের পর এক আপ নেতাকে গ্রেফতার করেছে ইডি এবং সিবিআই। আপের দ্বিতীয় সর্বোচ্চ নেতা তথা দিল্লির প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়াকে বছরের শুরুতেই গ্রেফতার করা হয়েছিল। প্রাথমিক চার্জশিটে তাঁকেই এই দুর্নীতির মাথা বলে উল্লেখ করেছে সিবিআই। চলতি মাসের শুরুতে ইডি গ্রেফতার করেছিল আপের আরও এক বড় নেতা তথা রাজ্যসভার সাংসদ সঞ্জয় সিং-কে। এই মামলায় না হলেও, অন্য একটি জমি সংক্রান্ত তহবিল তছরুপের মামলায় কারাবন্দি দিল্লির প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈনও। একের পর এক আপ নেতার জেল গমন প্রসঙ্গে অতীশি দাবি করেছেন, এই ভাবেই আম আদমি পার্টিকে শেষ করতে চায় নরেন্দ্র মোদী এবং কেন্দ্রের বিজেপির সরকার।

তিনি বলেন, “এই কারণেই একের পর এক মিথ্যা মামলায় আপ নেতাদের গ্রেফতার করা হচ্ছে এবং কারাগারে রাখা হচ্ছে। যখন ২ নভেম্বর অরবিন্দ কেজরীবালকে গ্রেফতার করা হবে, তখন তার বিরুদ্ধে কোনও মামলা বা প্রমাণ রয়েছে বলে তাঁকে গ্রেফতার করা হবে না। তাঁকে গ্রেফতার করা হবে কারণ কেজরীবালকে ভয় পান প্রধানমন্ত্রী মোদী। তিনি জানেন, কোনও নেতা যদি বিজেপির বিরুদ্ধে প্রকাশ্যে মুখ খুলে থাকেন, তিনি হলেন কেজরীবাল। পঞ্জাব ও দিল্লিতে আপ সরকার যে কাজ করছে তাতে ভয় পাচ্ছে বিজেপি। তারা বিনামূল্যে বিদ্যুৎ, ভাল স্কুল এবং মহল্লা ক্লিনিককে ভয় পাচ্ছে। তাই, তারা আপ নেতাদের মিথ্যা মামলায় ফাঁসিয়ে জেলে পাঠানোর চেষ্টা করছে।””

চলতি বছরের এপ্রিলে এই মামলায় মণীশ সিসোদিয়াকে গ্রেফতার করেছিল সিবিআই। পরে, জেলবন্দি অবস্থাতেই তাঁকে গ্রেফতার করে ইডিও। সোমবারই সুপ্রিম কোর্টে তাঁর জামিনের আবেদন খারিজ হয়ে গিয়েছে। তার কয়েক ঘণ্টা পরই কেজরীবালের কাছে ইডির তলব আসে। এর আগে গত মার্চ মাসে, একই মামলায় আম আদমি পার্টির জাতীয় আহ্বায়ককে জিজ্ঞাসাবাদ করেছিল সিবিআই। নয় ঘণ্টার জেরার পর, তাঁকে ছেড়ে দেওয়া হয়েছিল।

Next Article