CPI(M) Poster Controversy: সিপিআইএমের সম্মেলনের পোস্টারে পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রীর ছবি! ‘দেশবিরোধী কার্যকলাপে’র অভিযোগ বিজেপির

Poster Controversy: কেরলে বিজেপির রাজ্য সভাপতি কে সুরেন্দ্রন বলেন, "অত্যন্ত সহজ হিসাব একটা। ভারতের পিঠে ছুরি মেরে জঙ্গিদের থেকে ভোট আদায়ের চেষ্টা করা হচ্ছে"।

CPI(M) Poster Controversy: সিপিআইএমের সম্মেলনের পোস্টারে পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রীর ছবি! 'দেশবিরোধী কার্যকলাপে'র অভিযোগ বিজেপির
এই পোস্টার ঘিরেই বিতর্ক।
Follow Us:
| Edited By: | Updated on: Jan 08, 2023 | 11:24 AM

তিরুবনন্তপুরম: সিপিআই(এম)-র সম্মেলনের পোস্টারে ছবি পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর (Benazir Bhutto)! এই পোস্টার ঘিরেই তৈরি হয়েছে বিতর্ক (Controversy)। সিপিআই(এম)-(CPIM)র এই ‘ভুল’কে দেশবিরোধী কার্যকলাপ বলেই অ্যাখ্যা দিয়েছে বিজেপি(BJP)। ঘটনাটি ঘটেছে কেরলে (Kerala)। সেখানের কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া (মার্ক্সিস্ট)-র শাখা প্রতিষ্ঠান অল ইন্ডিয়া ডেমোক্রাটিক ওমেনস অ্যাসোসিয়েশনের তরফে একটি সম্মেলনের আয়োজন করা হয়েছিল। সেই সম্মেলনের পোস্টারেই দেখা যায় পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর ছবি।

শুক্রবার থেকে সোমবার অবধি এআইডিডব্লুএ-র সম্মেলনের আয়োজন করা হয়েছিল, এই মর্মেই বিতর্কিত ওই পোস্টার দেওয়া হয়েছিল। পোস্টারে শুধু বেনজির ভুট্টোর ছবিই নয়, সঙ্গে লেখা ছিল ভুট্টো পাকিস্তানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ছিলেন। কেমব্রিজ বিশ্ববিদ্যালয় সহ ৯টি বিশ্ববিদ্যালয় থেকে তিনি ডক্টরেট পেয়েছিলেন বলেও উল্লেখ করা হয়।

এই পোস্টার নিয়েই আপত্তি তোলে বিজেপি। কেরলে বিজেপির রাজ্য সভাপতি কে সুরেন্দ্রন বলেন, “অত্যন্ত সহজ হিসাব একটা। ভারতের পিঠে ছুরি মেরে জঙ্গিদের থেকে ভোট আদায়ের চেষ্টা করা হচ্ছে”। রাজ্য বিজেপির মুখপাত্র সন্দীপ ভাচস্পতিও বলেন, এটা সিপিআই(এমে)র দেশবিরোধী কার্যকলাপের প্রমাণ। তিনি বলেন, “রাজ্যের প্রাণকেন্দ্রে বড় বড় করে ভুট্টোর পোস্টার লাগানো হয়েছে। আমি ওদের কাছে জানতে চাই না যে বেনজির ভুট্টো ওদের কে হন, কারণ ওরা এই কাজ দীর্ঘদিন ধরেই করে আসছে। ওরা এমন একজনকে সম্মান জানাচ্ছেন যারা বরাবর আমাদের দেশকে ধ্বংস করতে চেয়েছে। এই ধরনের মানুষেরা দেশের শত্রু। আমাদের এটা বুঝতে হবে।”

তিনি আরও বলেন, “পাকিস্তান বা চিন আমাদের শত্রু নয়, বরং এই কমরেডদের থেকেই আমাদের চিন্তা হওয়া উচিত এবং সর্বদা সতর্ক থাকা উচিত। এগুলো হয় যখন নেতাদের কথা বিচারবুদ্ধি দিয়ে বিবেচনা না করে শুধু গিলে নেওয়া হয়।”