AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

সমালোচনার মুখে পড়ে নিজের অবস্থান নিয়ে পাল্টি খেলেন কেরল বিধানসভার বিজেপি সদস্য

কেরলের বিজেপি (BJP) নেতা কে এস রাধাকৃষ্ণাণ (KS Radhakrishnan) বলেন, "আমি বুঝতে পারছি না রাজাগোপালের মতো একজন ব্যক্তি কেন কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে এমন বিস্ময়কর পদক্ষেপ করলেন। সবাই জানে যে একজন সদস্য একা কিছু করতে পারেন না, কিন্তু তাঁর অন্তত বিরোধিতা করা উচিত ছিল।"

সমালোচনার মুখে পড়ে নিজের অবস্থান নিয়ে পাল্টি খেলেন কেরল বিধানসভার বিজেপি সদস্য
ছবি:ANI
| Updated on: Dec 31, 2020 | 8:05 PM
Share

তিরুবনন্তপুরম: সমালোচনার মুখে পড়েই অবস্থান বদল করল কেরল বিধানসভার বিজেপি সদস্য রাজাগোপাল (O Rajagopal)। বৃহস্পতিবার কেরল বিধানসভায় সর্বসম্মতিতেই পাশ হয়ে যায় কৃষি আইন বিরোধী প্রস্তাবনা। বিরোধী দল কংগ্রেসের সম্মতির পাশাপাশি বিজেপির একক সদস্য রাজাগোপালও কোনও প্রতিবাদ জানাননি। কিন্তু সমালোচনার মুখে পড়তেই তিনি অবস্থান বদলে জানান, এই প্রস্তাবনার বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন তিনি।

আজ সকালে প্রস্তাবনা পাশ হয়ে যাওয়ার পর বিধানসভার বাইরে বেরিয়ে রাজাগোপাল বলেন, “বিধানসভায় আলোচনা চলাকালীন আমি কৃষি আইনের বিরুদ্ধে আনা প্রস্তাবনার কিছু অংশে বিরোধিতা করেছিলাম। কিন্তু সামগ্রিকভাবে কৃষি আইন নিয়ে কক্ষের সিদ্ধান্তের বিরোধিতা করিনি। প্রস্তাবনার সপক্ষে ভোট দিইনি, তবে বিরোধিতাও করছি না।”

আরও পড়ুন: কাকার বন্দুক নিয়ে এসে স্কুলের মধ্যেই সহপাঠীকে গুলিতে ঝাঁঝরা করে দিল ১৪ বছরের কিশোর

এরপরই কেরলের বিজেপি (BJP) নেতা কে এস রাধাকৃষ্ণাণ (KS Radhakrishnan) বলেন, “আমি বুঝতে পারছি না রাজাগোপালের মতো একজন ব্যক্তি কেন কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে এমন বিস্ময়কর পদক্ষেপ করলেন। সবাই জানে যে একজন সদস্য একা কিছু করতে পারেন না, কিন্তু তাঁর অন্তত বিরোধিতা করা উচিত ছিল। এটি সম্পূর্ণভাবে বিজেপির ইচ্ছা ও মতাদর্শ বিরুদ্ধে পদক্ষেপ। ”

দলের তরফে সমালোচনা শুরু হতেই তড়িঘড়ি নিজের অবস্থান বলতে নেন রাজাগোপাল। তিনি সাংবাদিকদের বলেন, “আজ বিধানসভায় আমি কৃষি আইন বিরোধী প্রস্তাবনার তীব্র সমালোচনা করেছি। মোটেও কেন্দ্রের বিরোধিতা করিনি। আমি বলেছি যে,নয়া কৃষি আইন কৃষকদের পক্ষে অত্যন্ত উপকারী। আমি কেন্দ্রের বিরুদ্ধে কথা বলেছি, এই বিবৃতি সম্পূর্ণরূপে ভিত্তিহীন।”

আরও পড়ুন: প্রতিটি রাজ্যেই করোনা ভ্যাকসিনের ড্রাই রান, শুরু ২ জানুয়ারি থেকে