Amit Shah on Kerala Landslides: যেত না এতগুলো প্রাণ, বিপর্যয়ের আভাস আগেই দিয়েছিল কেন্দ্র: অমিত শাহ

Amit Shah on Kerala Landslides: বুধবার (৩১ জুলাই), বিপর্যয়ের জন্য প্রকারান্তরে কেরল সরকারকেই দায়ী করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। তাঁর দাবি, রাজ্যকে আগেই সতর্ক করেছিল কেন্দ্র। এদিন রাজ্যসভায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান শাহ। সেই সঙ্গে, বিরোধীদের এই বিপর্যয় নিয়ে রাজনীতি না করার আহ্বান জানান।

Amit Shah on Kerala Landslides: যেত না এতগুলো প্রাণ, বিপর্যয়ের আভাস আগেই দিয়েছিল কেন্দ্র: অমিত শাহ
কেরলকে আগেই সতর্ক করা হয়েছিল, জানালেন অমিত শাহImage Credit source: PTI
Follow Us:
| Updated on: Jul 31, 2024 | 3:57 PM

নয়াদিল্লি / ওয়েনাড়: ধারাবাহিক বিধ্বংসী ধসে তছনছ হয়ে গিয়েছে কেরলের ওয়েনাড় জেলা। এখনও পর্যন্ত ১৫৮ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে এবং আরও ২০০ জনেরও বেশি আহত হয়েছেন। এখনও অনেকে নিখোঁজ। এই অবস্থায় বুধবার (৩১ জুলাই), এই বিপর্যয়ের জন্য প্রকারান্তরে কেরল সরকারকেই দায়ী করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। এদিন রাজ্যসভায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান শাহ। সেই সঙ্গে, বিরোধীদের এই বিপর্যয় নিয়ে রাজনীতি না করার আহ্বান জানান। তারপরই তিনি দাবি করেন, এই ধরনের মহাবিপর্যয় যে হত পারে, প্রচুর মানুষের মৃত্যু হতে পারে, সেই বিষয়ে ২৩ জুলাই তারিখেই সতর্ক করা হয়েছিল কেরল রাজ্য সরকারকে।

স্বরাষ্ট্র মন্ত্রী জানান, ২০১৪ সালেই ২,০০০ কোটি টাকারও বেশি ব্যয় করে একটি প্রাথমিক সতর্কতা ব্যবস্থা তৈরি করেছিল কেন্দ্র। সেই ব্যবস্থায় বিপদের আভাস পেতেই জানানো হয়েছিল পিনারাই বিজয়ন সরকারকে। অমিত শাহ বলেন, “আমি একটা বিষয় স্পষ্ট করতে চাই। ২৩ জুলাই, ঘটনার সাত দিন আগে কেরল সরকারকে একটি আগাম সতর্কবার্তা দিয়েছিল কেন্দ্র। তারপরে ২৪ এবং ২৫ জুলাই, আমরা আবার তাদের সতর্ক করেছিলাম। ২৬ জুলাই সতর্ক করা হয়েছিল, ২০ সেন্টিমিটারের বেশি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং সেখানে ধস নামার সম্ভাবনা রয়েছে।”

রাজ্যসভাকে শাহ জানান, বিশ্বে মাত্র চারটি দেশই প্রাকৃতিক দুর্যোগের কমপক্ষে সাত দিন আগে সতর্কতা দিতে পারে। ভারত তার মধ্যে একটি। অমিত শাহ আরও জানান, বিপদের আভাস পেয়েই কেরলে আগে থেকেই জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর নয়টি দলকে পাঠানো হয়েছিল। কিন্তু, কেন্দ্রর পাঠানো সতর্কতা পেয়েও সময়মতো মানুষদের নিরাপদ এলাকায় সরিয়ে নেয়নি কেরল সরকার। আর সেই কারণেই এত বড় বিপর্যয় ঘটেছে। অমিত শাহ দাবি করেন, এনডিআরএফ দল আসার পরই কেরল সরকার সতর্ক হয়ে গেলে, ধসে এত মৃত্যু হত না। তবে, এখন ওয়েনাড় বিপর্যয় মোকাবিলায় কেরল সরকার এবং সেখানকার জনগণের পাশে দৃঢ়ভাবে রয়েছে নরেন্দ্র মোদী সরকার, এমনই আশ্বাস দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

এদিকে, মঙ্গলবার রাতেই ওয়েনাড়ে গিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী জর্জ কুরিয়ান। তিনি জানিয়েছেন, পরিস্থিতির উপর নজর রাখছেন খোদ প্রধানমন্ত্রী মোদী। প্রধানমন্ত্রীর নির্দেশেই দুর্গত এলাকা পরিদর্শনে এসেছেন তিনি, বলে জানান কুরিয়ান। তিনি আরও জানান, স্বরাষ্ট্র মন্ত্রকের দুটি কন্ট্রোল রুম ২৪ ঘণ্টা ওয়েনাড়ের পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। তারা রাজ্যকে সম্ভাব্য সকল সহায়তা দিচ্ছে।

এনডিআরএফ, এসডিআরএফ এবং একটি ডগ স্কোয়াড উদ্ধার অভিযানে নেতৃত্বে ধসে ক্ষতিগ্রস্ত চুরমালা এলাকায় অনুসন্ধান ও উদ্ধার অভিযান চলছে। বর্তমানে, ভারতীয় সেনাবাহিনী, ডিএসসি সেন্টার, টেরিটোরিয়াল আর্মি, এনডিআরএফ, ভারতীয় নৌবাহিনী এবং আইএএফ-এর অন্তত ১,২০০ উদ্ধারকর্মী অক্লান্ত পরিশ্রম করছেন।