Nipah Virus: মিলল ICMR-র অনুমতি, নিপা শনাক্তকরণে এবার TrueNat পরীক্ষা করাবে কেরল সরকার

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Sep 21, 2023 | 7:50 AM

TrueNat Test: বুধবার স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জ বলেন, "লেভেল-২ বায়োসেফটি ল্যাব যে হাসপাতালগুলিতে রয়েছে, সেখানে ট্রু-নট পরীক্ষা করা হবে। স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর তৈরি করা হচ্ছে। ধীরে ধীরে অন্যান্য সেন্টারগুলিতেও পরীক্ষা করা হবে।"

Nipah Virus: মিলল ICMR-র অনুমতি, নিপা শনাক্তকরণে এবার TrueNat পরীক্ষা করাবে কেরল সরকার
হাসপাতালে অবলম্বন করা হচ্ছে সতর্কতা।
Image Credit source: PTI

Follow Us

তিরুবনন্তপুরম: বিগত এক সপ্তাহে নতুন করে আক্রান্তের খোঁজ মেলেনি, তবে নিপা ভাইরাস নিয়ে এখনই গা-ছাড়া মনোভাব দেখাতে নারাজ কেরল সরকার। সতর্কতা অবলম্বনের পাশাপাশি এবার নিপা ভাইরাসের সংক্রমণ শনাক্তকরণে পরীক্ষা শুরু করছে রাজ্য সরকার। বুধবার কেরলের স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জ (Veena George) জানান, ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চ বা আইসিএমআরের (ICMR) কাছ থেকে নিপা শনাক্তকরণে ট্রুনট (TrueNat tests) টেস্টের অনুমতি মিলেছে।

কেরলে এখনও অবধি মোট ৬ জন নিপা ভাইরাসে আক্রান্তের খোঁজ মিলেছে। এরমধ্যে দুইজনের মৃত্যুও হয়েছে। বর্তমানে সক্রিয় রোগীর সংখ্যা ৪। ইতিমধ্যেই কন্ট্যাক্ট ট্রেসিংয়ের মাধ্যমে ৪০০-রও বেশি মানুষকে শনাক্ত করা হয়েছে, এর মধ্য়ে ৭৭ জনের সংক্রমিত হওয়ার সম্ভাবনা প্রবল। এই পরিস্থিতিতে সংক্রমণ শনাক্তকরণ সবথেকে বেশি জরুরি ছিল। ট্রু-নট পরীক্ষার  মাধ্যমে সংক্রমণ শনাক্তকরণের জন্য আইসিএমআরের কাছে আবেদন জানিয়েছিল কেরল সরকার। এবার সেই ছাড়পত্র মিলল।

বুধবার স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জ বলেন, “লেভেল-২ বায়োসেফটি ল্যাব যে হাসপাতালগুলিতে রয়েছে, সেখানে ট্রু-নট পরীক্ষা করা হবে। স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর তৈরি করা হচ্ছে। ধীরে ধীরে অন্যান্য সেন্টারগুলিতেও পরীক্ষা করা হবে। এতে নমুনা থেকে আরও দ্রুত রেজাল্ট পাওয়া যাবে। আপাতত নমুনাগুলি সংগ্রহ করে ট্রু-নট টেস্টের জন্য কোঝ়িকোড়ের ভাইরোলজি ল্যাবে পাঠানো হবে।

রাজ্য স্বাস্থ্য় দফতরের তরফে বুধবার জানানো হয়, নতুন করে কোনও আক্রান্তের খোঁজ মেলেনি। হাই-রিস্ক কনট্যাক্ট তালিকায় যারা ছিলেন, তাদের মধ্যে ৬১ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে। এখনও অবধি রাজ্যে মোট ৩২৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে, যার মধ্যে মাত্র ৬টি নমুনা রিপোর্ট পজেটিভ এসেছে। কনট্য়াক্ট লিস্টে এখনও অবধি ৯৮০ জনকে রাখা হয়েছে, যারা প্রথম আক্রান্তের সংস্পর্শে এসেছিলেন।

স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জ জানান, ট্রু-নট টেস্টের পাশাপাশি রাজ্য় সরকারের তরফে আলাদা করে সেরো-প্রিভ্য়ালেন্স স্টাডি করা হবে। যারা সংক্রমণের হাই-রিস্ক তালিকায় রয়েছেন, তাদের অ্যান্টিবডি পরীক্ষা করা হবে।

Next Article