তিরুবনন্তপুরম: অবশেষে মিলল নিপা ভাইরাস (Nipah Virus) থেকে স্বস্তি। কেরলে (Kerala) একে একে সুস্থ হয়ে উঠল নিপায় আক্রান্ত চার রোগীই। শুক্রবার কেরলের স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জ (Veena George) জানান, নয় বছরের এক কিশোর সহ চারজনই নিপা সংক্রমণ থেকে সুস্থ হয়ে উঠেছেন। সকলেরই রিপোর্ট ‘ডবল নেগেটিভ’ এসেছে।
গত অগস্ট মাসের শেষভাগেই নিপা সংক্রমণ ছড়িয়ে পড়ে কেরলে। মোট ছয়জন আক্রান্তের খোঁজ মেলে। এরমধ্যে দুইজন সংক্রমিতের মৃত্যুও হয়। আক্রান্তরা সকলেই কোঝিকোড়ের বাসিন্দা ছিলেন। একমাসেরও কম সময়ে ছয়জন নিপা আক্রান্তের খোঁজ মিলতেই কেরল সরকারের তরফে কড়া সতর্কতা জারি করা হয়। একাধিক জায়গায় কন্টেনমেন্ট জ়োন ঘোষণা করা হয়। মাস্ক পরা সহ একাধিক স্বাস্থ্যবিধিও অবলম্বন করার পরামর্শ দেওয়া হয়। কেন্দ্রের তরফেও বিশেষ দল পাঠানো হয়। তবে গত ১৬ সেপ্টেম্বরের পর থেকে কেরলে নতুন করে নিপা আক্রান্তের খোঁজ মেলেনি।
সম্প্রতিই কেরল সরকারের তরফে কন্টেনমেন্ট জোনগুলি প্রত্যাহার করা হয়। তুলে নেওয়া হয় সমস্ত বিধিনিষেধ। এবার আক্রান্ত চারজনেরও সুস্থ হয়ে ওঠার সুখবর দিলেন স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জ। তিনি জানান, আক্রান্ত চারজনই সুস্থ হয়ে উঠেছেন। সকলের দুইবার করে নমুনা পরীক্ষা করা হয়েছে। দুইবারই রিপোর্ট নেগেটিভ এসেছে চারজনের।
তবে এখনই বিধিনিষেধ সম্পূর্ণ শিথিল করছে না রাজ্য প্রশাসন। কোঝিকোড়ের বাসিন্দাদের এখনও সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে। মাস্ক পরা, হাত স্যানিটাইজ ও সামাজিক দূরত্বের মতে স্বাস্থ্যবিধি অনুসরণ করতে বলা হয়েছে।