সংক্রমণ বাড়লেও রাজ্যে টিকার আকাল, ভিড় কমাতে ‘স্পট রেজিস্ট্রেশন’ বন্ধ করল কেরল

ঈপ্সা চ্যাটার্জী |

Apr 22, 2021 | 3:14 PM

তিন সপ্তাহ আগেই রাজ্য সরকারের তরফে ঘোষণা করা হয়, করোনা টিকা নেওয়ার জন্য আগে থেকে কো-উইন অ্যাপে নাম নথিভুক্ত করার বদলে সরাসরি কেন্দ্রে এসেও নাম নথিভুক্ত করা যাবে। এরপরই ভিড় বাড়তে থাকে টিকাকেন্দ্রগুলিতে।

সংক্রমণ বাড়লেও রাজ্যে টিকার আকাল, ভিড় কমাতে স্পট রেজিস্ট্রেশন বন্ধ করল কেরল
টিকা নিতে লম্বা লাইন। ছবি:PTI

Follow Us

তিরুবনন্তপুরম: টিকাকরণের শুরুতে অনীহা দেখা গেলেও রাজ্যে সংক্রমণ বাড়তেই বিভিন্ন কেন্দ্রে ভিড় জমাচ্ছেন কেরলবাসী। আর তাতেই বিপাকে পড়েছে রাজ্য সরকার। কারণ টিকার ভাঁড়ার যে প্রায় শূন্য। চলতি সপ্তাহেই একাধিক টিকাকেন্দ্র বন্ধ করতে বাধ্য হয়েছে সরকার। এ বার কেন্দ্রগুলিতে ভিড় কমাতে বন্ধ করা হল স্পট রেজিস্ট্রেশন প্রক্রিয়া।

রাজ্যের স্বাস্থ্যমন্ত্রক সূত্রে জানা গিয়েছে, বিগত কয়েক সপ্তাহ অবধিও রাজ্যের একাংশের মধ্যে করোনা টিকা নিয়ে অনীহা দেখা গিয়েছিল। কেন্দ্রের তথ্যেও টিকাকরণে পিছিয়ে তাকার বিষয়টি উঠে এসেছিল। কিন্তু সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে ফের একবার রাজ্যের আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেতেই টিকা নিতে ভিড় জমিয়েছেন সাধারণ মানুষ।

তবে কেবল সংক্রমণ বৃদ্ধিই নয়, অনলাইনে কো-উইনে রেজিস্ট্রেশনের ঝামেলা এড়িয়ে সরাসরি টিকাকেন্দ্রে রেজিস্ট্রেশনের ব্যবস্থা করার পরও টিকাগ্রহীতাদের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। মাত্র তিন সপ্তাহ আগেই রাজ্য সরকারের তরফে ঘোষণা করা হয়, করোনা টিকা নেওয়ার জন্য আগে থেকে কো-উইন অ্যাপে নাম নথিভুক্ত করা বাধ্যতামূলক নয়। ষাটোর্ধ্ব বা ৪৫ উর্ধ্ব ও কো-মর্ডিবিটিযুক্ত ব্যক্তিরা সরাসরি টিকাকেন্দ্রে এসেও নাম নথিভুক্ত করে টিকা নিতে পারেন।

এই ঘোষণার পরই রাজ্যের টিকাকরণ কেন্দ্রগুলিতে চোখে পড়ার মতো ভিড় লক্ষ্য করা যায়। এ দিকে, রাজ্যের তরফে আগেই কেন্দ্রকে জানানো হয়েছিল টিকা ঘাটতির কথা। দ্রুত ৫০ লক্ষ টিকা পাঠানোর অনুরোধও করা হয়েছিল। তবে কেন্দ্রের তরফে মিলেছে মাত্র দুই লক্ষ ভ্যাকসিনের ডোজ়। এই পরিস্থিতিতে মঙ্গলবার থেকেই একাধিক টিকা কেন্দ্র বন্ধ করে দেওয়া হয়।

যারা টিকা নিতে ভিড় করছিলেন, তারা ঘাটতির কথা জানতে পেরেই হুড়োহুড়ি শুরু করেন। একাধিক বুথে বিশৃঙ্খলার সৃষ্টি হয়। এই পরিস্থিতি সামাল দিতেই আপাতত কেরল স্বাস্থ্যমন্ত্রকের তরফে স্পট রেজিস্ট্রেশন বন্ধ রাখার ঘোষণা করা হয়েছে। এই বিষয়ে এক আধিকারিক বলেন, “টিকাকেন্দ্রগুলিতে ভিড় এড়াতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগে থেকে রেজিস্ট্রেশন করা থাকলে নির্দিষ্ট দিনে কেবল নির্দিষ্ট সংখ্যক ব্যক্তিই আসবেন। এছাড়াও টিকার ঘাটতি দেখা দেওয়ায় বৃহস্পতিবার থেকেই রাজ্যের সমস্ত বড় টিকা কেন্দ্রগুলি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

আরও পড়ুন: দেশে স্পুটনিক ভি-র দাম কত হবে? খোলসা করল ডঃ রেড্ডিজ

Next Article